BACF tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BACF tv, News & Media Website, Wellington Road, Upper Darby, PA.

BACF TV – বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পেনসিলভেনিয়া (BACF)-এর একটি উদ্যোগ।
আমরা পেনসিলভেনিয়া এবং উত্তর আমেরিকার বাংলাদেশী আমেরিকান কমিউনিটি-র সব খবর এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট তুলে ধরি।
আমাদের লক্ষ্য: কমিউনিটির ঐক্য ও কণ্ঠস্বরকে শক্তিশালী করা।

11/15/2025
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২১ বিশ্ববিদ্যালয় গ্র‍্যাজুয়েট শিক্ষার্থী পেলেন বিএসিএফ সম্মাননা পদক।———————————————————...
09/20/2025

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২১ বিশ্ববিদ্যালয় গ্র‍্যাজুয়েট শিক্ষার্থী পেলেন বিএসিএফ সম্মাননা পদক।
———————————————————————————
গতকাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ শনিবার স্থানীয় ঢাকা ক্লাব পার্টি সেন্টারে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমেরিকার পেনসেলভেনিয়া রাজ‍্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র‍্যাজুয়েশন করা ২১ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান “3rd BACF Award and Graduation Ceremony”। সংবর্ধনা অনুষ্ঠানে বিএসিএফ সম্মাননা পদক প্রাপ্ত কলেজ গ্র‍্যাজুয়েট শিক্ষার্থী হলেন যথাক্রমে ফুয়াদ হক, জান্নাত চৌধুরী, মোঃ হাসানুল বান্না, ফাহিমা লিজা, সানজানা আমিন, তাফান্নুম হোসেন, সৈয়দা কালিম, মনিতা আখলাক, আসির নাঈফ, উম্মায়া সিদ্দিকা, আনিকা ইসলাম, আসিক হানিফ, আবরার জাহিন, মিথিলা পারভীন, আসমাউল সাম্মা, শাফকাত বিন জামাল, আমানাতুন নেসা, মাহমুদা আক্তার, তাসনিম সিদ্দিকী, আকিব আহমেদ, মোহাম্মদ আরেফিন ওয়াদুদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে দুই বরেণ্য বাংলাদেশীকে সম্মাননা প্রদান করা হয়। উনাঁরা হলেন যথাক্রমে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত ইমাম এবং আমেরিকার মূল ধারার বিশিষ্ট রাজনীতিবিদ শেলী রহমান।

অনুষ্ঠানে আমেরিকার মূল ধারার রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক, অভিভাবক, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ চার শতাধিক অথিতি এই সংবর্ধনা অনুষ্ঠানটি উপভোগ করেন।

উল্লেখ্য, আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসেলভেনিয়া (BACF) প্রতিবছরের ন‍্যায় এই বছরও এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

গতকালকে অনুষ্ঠিত গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া ইনক্ এর অভিষেক অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।
11/17/2024

গতকালকে অনুষ্ঠিত গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া ইনক্ এর অভিষেক অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।

09/24/2024
09/24/2024
09/24/2024

পেনসিলভানিয়ায় দ্বিতীয় BACF অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত | ATN News #...

বাংলাদেশ প্যারেড ও মেলা -২০২৪।---------------------------—আমেরিকার মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংষ্কৃতি তুলে ধরার প...
09/08/2024

বাংলাদেশ প্যারেড ও মেলা -২০২৪।
---------------------------—
আমেরিকার মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংষ্কৃতি তুলে ধরার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও সফল ও স্বার্থক ভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্যারেড ও মেলা। গতকাল ৭ই সেপ্টেম্বর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অংগ্যরাজ্যের বাংলাদেশী অধ্যিষুত আপার ডার্বিতে এই মেলা ও প্যারেডে প্রচন্ড বৃষ্টি জড়ো বাতাস উপেক্ষা করে হাজার হাজার বাংগালি একত্রিত হয়েছে, এ যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ।

প্রবাসের অন্যতম বৃহত সংগঠন বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ব্যানারে অনুষ্ঠিত এই প্যারেড ও মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দশ হাজারের অধিক বাংলাদেশী নিজের দেশের লাল সবুজ পতাকা ফেস্টুনসহ বিভিন্ন রংগিন সাজে সেজে অংশগ্রহন করেন। প্যারেডে আপামর জনগের পাশাপাশি প্রবাসের বিভিন্ন সংগঠন নিজেদের ব্যানার পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে স্নোগানে মুখরিত করে তোলে।

সংগঠনের সভাপতি আলতামাস বাবুলের সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ডেনীর সন্চালনায় অনুষ্ঠিত এই মেলায় ছিল শতাধীক ভাসমান স্টোরসহ বাচ্চাদের বিভিন্ন খেলার ব্যবস্থা, দেশীয় সংষ্কৃতির বিভিন্ন দিক উপস্থাপন, বাচ্চাদের নাচ এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় গান। সব মিলিয়ে এই প্যারেড ও মেলাকে স্বার্থক বলা যেতে পারে।

Address

Wellington Road
Upper Darby, PA
19082

Telephone

+19173788931

Website

Alerts

Be the first to know and let us send you an email when BACF tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BACF tv:

Share