michigannews24.com

michigannews24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from michigannews24.com, News & Media Website, Warren, MI.

07/04/2024
মিশিগানে মোবাইল কনস্যুলার সার্ভিস,সেবা প্রত্যাশীদের যা করতে হবে : আগামী ৮ ও ৯ জুন মূলত তিনটি সেবা প্রদান করবে মোবাইল কনস...
06/05/2024

মিশিগানে মোবাইল কনস্যুলার সার্ভিস,সেবা প্রত্যাশীদের যা করতে হবে :

আগামী ৮ ও ৯ জুন মূলত তিনটি সেবা প্রদান করবে মোবাইল কনস্যুলেট টিম। ডকুমেন্ট চেকলিস্ট নিচে দেয়া হলো।

মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু ডকুমেন্ট চেকলিস্টঃ

☐ সঠিকভাবে পূরণ করা এমআরপি রিইস্যু ফরম। ফরম লিংকঃ https://drive.google.com/file/d/1VW3useexoItDtietxjrsGhN50tFXpr_6/
☐ পুরাতন পাসপোর্টের ফটোকপি, পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশ রিপোর্ট কপি।
এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
☐ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি।
☐ গ্রিন কার্ড, স্টুডেন্ট ভিসার ফটোকপি।
☐ Embassy of Bangladesh এর নামে মানি অর্ডার অথবা ক্যাশিয়ার চেক।
ফিসঃ সাধারণ আবেদন - $১১০ জরুরী আবেদন - $২২০
☐ ইউএসপিএস রিটার্ন লেবেল খাম সহ (ফেডেক্স, ইউপিএস বা অন্যান্য রিটার্ন লেবেল গ্রহণযোগ্য না)
ঠিকানাঃ Embassy of Bangladesh
Attention: MRP
3510 International Drive NW
Washington, DC 20008

নো ভিসা রিকুয়ার্ড (NVR) ডকুমেন্ট চেকলিস্টঃ

☐ সঠিকভাবে পূরণ করা NVR ফরম। ফরম লিংকঃ https://drive.google.com/file/d/1kHOJfveFGLddgaoMcB4d_V9DfPAeCgY3/
☐ এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
☐ অরিজিনাল আমেরিকান পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি।
☐ বাংলাদেশী নাগরিকত্ব প্রমাণ পত্র। (নিচের লিস্ট থেকে যেকোন একটি প্রদান করতে হবে)
১) বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি।
২) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩) জন্ম সনদের ফটোকপি।
৪) দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি।
৫) বাংলাদেশের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে জারিকৃত নাগরিকত্বের সার্টিফিকেট ফটোকপি।
☐ আবেদনকারী বিদেশী স্পাউসের ক্ষেত্রে বাংলাদেশী স্পাউসের উপরের লিস্টের যেকোন একটা প্রমাণ পত্র এবং ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি এবং বিবাহবন্ধন এখন বিদ্যমান তার নোটারি এফিডেভিট।
☐ আবেদনকারী যদি আমেরিকায় জন্মগ্রহন করেন তবে যেকোন একজন মা অথবা বাবার উপরের লিস্টের যে কোন একটি প্রমাণ পত্র এবং আবেদনকারীর জন্ম সনদ যেখানে বাংলাদেশী মা অথবা বাবার নাম উল্লেখ আছে।
☐ পুরাতন আমেরিকান পাসপোর্টের NVR বাংলাদেশী নাগরিকত্ব প্রমাণ পত্র হিসেবে গ্রহনযোগ্য না।
নাম পরিবর্তনের ক্ষেত্রে যেকোন কোর্ট অথবা অফিসিয়াল অর্ডারের ফটোকপি।
কোন স্ত্রী তার নাম পরিবর্তন করে স্বামীর নামের অংশ ব্যবহার করতে চাইলে ম্যারেজ সার্টিফিকেট এর ফটোকপি।
☐ Embassy of Bangladesh এর নামে মানি অর্ডার অথবা ক্যাশিয়ার চেক।
ফিসঃ $৫০

দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেট (DNC) ডকুমেন্ট চেকলিস্টঃ

☐ সঠিকভাবে পূরণ করা DNC ফরম। ইমেইল এড্রেস অবশ্যই দিতে হবে ফরমে। ফরমের তারিখের ফরম্যাট অবশ্যই DD/MM/YYYY হতে হবে। ফরম লিংকঃ https://drive.google.com/file/d/1tpy0qmbO_HPKA4wG_pMgXlWa47WCn8da/
☐ ফরমের ৫ নাম্বার পেইজের এফিডেভিট কনসুলার অফিসারের সামনে পূরণ করে সিগনেচার করতে হবে।
☐ সকল ৪টা পেইজের সিগনেচার আসল হস্তলেখিত হতে হবে, ফটোকপি গ্রহণযোগ্য নয়।
☐ আমেরিকান পাসপোর্ট ও নেচারালাইজেশন/সিটিজেনশিপ সার্টিফিকেটের ফটোকপি।
☐ বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি।
☐ বিগত তিন বছরে বাংলাদেশে কোন রেমিটেন্স পাঠিয়ে থাকলে তার হিসাব পত্র।
☐ বাংলাদেশে কোন সম্পত্তি থেকে থাকলে তার বিবরণ। আর সম্পত্তি মা-বাবার নামে থাকলে তার বিবরণ।
☐ বিগত পাঁচ বছরের বাংলাদেশে সম্পাদিত কার্যক্রমের বিবরণ।
☐ চার কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি। ছবির পিছনে নিজের নাম লিখে নিতে হবে।
দুই কপি ফরমের ১ নাম্বার পেইজে, এক কপি করে ৩ ও ৪ নাম্বার পেইজে স্ট্যাপল করে আনতে হবে।
☐ আবেদনকারী যদি আমেরিকায় জন্মগ্রহন করেন তবে যেকোন একজন বাংলাদেশী মা অথবা বাবার পাসপোর্ট অথবা DNC ফটোকপি এবং আবেদনকারীর জন্ম সনদ যেখানে বাংলাদেশী মা অথবা বাবার নাম উল্লেখ আছে।
☐ আবেদনকারী বিদেশী স্পাউসের ক্ষেত্রে বাংলাদেশী স্পাউসের পাসপোর্ট অথবা DNC ফটোকপি এবং ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি এবং বিবাহবন্ধন এখন বিদ্যমান তার নোটারি এফিডেভিট।
☐ নাম পরিবর্তনের ক্ষেত্রে যেকোন কোর্ট অথবা অফিসিয়াল অর্ডারের ফটোকপি।
☐ কোন স্ত্রী তার নাম পরিবর্তন করে স্বামীর নামের অংশ ব্যবহার করতে চাইলে ম্যারেজ সার্টিফিকেট এর ফটোকপি।
☐ Embassy of Bangladesh এর নামে মানি অর্ডার অথবা ক্যাশিয়ার চেক।
ফিসঃ $৭৭
☐ DNC ইস্যু একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, DNC ইস্যু হলে আপনার প্রদত্ত নাম্বারে কল অথবা ইমেইল করে জানানো হবে, তখন আপনাকে ইউএসপিএস রিটার্ন লেবেল বাংলাদেশ এম্বাসিতে পাঠাতে হবে।

ওয়েলকাম বাংলা টাউন, হেমট্রামিক মিশিগান ।
06/04/2024

ওয়েলকাম বাংলা টাউন,
হেমট্রামিক মিশিগান ।

— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন —মিশিগাননিউজ২৪ডটকমের সম্পাদক ও ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য, দৈনিক যু...
04/19/2022

— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন —

মিশিগাননিউজ২৪ডটকমের সম্পাদক ও ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য, দৈনিক যুগান্তরের সাবেক ফেনচুগনজ প্রতিনিধি সিলেটের সিনিয়র সাংবাদিক (বর্তমানে মিশিগানে বসবাসরত) জুয়েল খাঁনের বড় ভাই জনাব জুলহাস খাঁন আকস্মিক ভাবে গতরাত ১৮ এপ্রিল ২০২২ তারাবির নামাজ আদায়রত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন এবং পরে হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বৎসর।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুইপুত্র,মা,একভাই তিন বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ১৯ এপ্রিল ২০২২ বাদ এশা মসজিদুন নুরে মরহুমের নামাযে যানাজা অনুষ্ঠিত হবে।

পরদিন দুপুরে ট্রয় গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে।আল্লাহপাক সকল ত্রুটি বিচ্যুতি মার্জনা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুণ এবং আমাদের সকলকে ক্ষমা করুণ।

আমীন।

Address

Warren, MI

Alerts

Be the first to know and let us send you an email when michigannews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to michigannews24.com:

Share