05/19/2025
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, যেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। জুলাইয়ের আন্দোলনেও এনসিপি ও তাদের সংগঠনগুলো একইভাবে গলাবাজি করে নিজেদের বাহবা নিয়েছে। আমরা, সাধারণ মানুষ, যেন এই দেশের ভাড়াটিয়া—যাদের কোনো মূল্য নেই।
জুলাইয়ের আন্দোলনে মাদ্রাসার ছেলেরা জীবন দিয়েছে, কিন্তু তাদের ভাগ্যে জুটেছে শূন্য। ভবিষ্যতে প্রয়োজন হলে তারা আবার জীবন দেবে, আর অন্য কোনো দল এসে সেই সুযোগে লুটপাট করে খাবে। আহা, বাংলাদেশ! এখানে মাদ্রাসার ছেলেদের জীবনের কোনো মূল্য নেই।
মাদ্রাসা থেকে পড়াশোনা করার কারণে কেউ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চাকরি পায় না। এর জন্য মাদ্রাসার হুজুরদেরও বড় দায় আছে। তারা মাদ্রাসার ছেলেদের পিছিয়ে রেখেছে, বিজ্ঞান চর্চা থেকে দূরে সরিয়েছে, কম্পিউটার বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তির জ্ঞান থেকে বঞ্চিত করেছে। মাদ্রাসার ছাত্রদের শেখানো হয় যেন তারা মসজিদে চাকরি করে জীবন শেষ করবে।
কিন্তু আমি সম্প্রতি মালয়েশিয়ার একজন মসজিদের হুজুরের জন্য কাজ করেছি। তিনি অনলাইনে হালাল ব্যবসা করেন, দানের টাকার ওপর নির্ভর করেন না। আমাদের দেশেও জামশেদ মজুমদারের মতো মানুষ আছেন, যিনি এই পথে হাঁটছেন।
তাকে ট্রল করলেও মনে মনে ভাবতে হয়, তিনি দানের টাকায় না চলে হালাল ব্যবসা করে জীবন চালান।
বিশ্বের অন্যান্য দেশে হুজুরদের লাইফস্টাইল অনেক উন্নত, তাদের বিশ্ব সম্পর্কে গভীর ধারণা আছে। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার ছেলেদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়।
কোনো সরকারই মাদ্রাসার ছেলেদের জন্য কিছু করেনি।
হাসিনার আমল দেখেছি, এখন ইউনুসের আমল দেখছি। কিন্তু মাদ্রাসার ছেলেদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।