09/14/2025
বাসার পরিবেশ থমথমে...
রাতে ঘুমোতে গিয়ে আমি স্ত্রীকে বললাম-
"শুনছো! হযরত আলী রা. কয়টা বিয়ে করেছিলেন জানো?"
স্ত্রী শান্ত গলায় উত্তর দিল-
"হুমম… তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন জানো? তুমি এর অর্ধেকটা করে আসো আগে, তারপর আমি নিজেই তোমার জন্য মাসনার কাছে প্রস্তাব নিয়ে যাবো।"
বিষয়টা হালকা করতে গিয়েই দেখি বড় বিপদে পড়লাম!স্ত্রী হঠাৎ মুখ ঘুরিয়ে বলে উঠল-"যাও! আগে আমাদের প্রথম কিবলাটা মুক্ত করো, স্বাধীন করো, দখলদারকে বের করে দাও সেই পবিত্র ভুমি থেকে, তারপর না হয় নতুন বিয়ের কথা তুলো, আমার শুয়োচান নরপতি!"
স্ত্রীর এমন তোপদাগানীতে আমার অবস্থা একেবারে ত্রাহিমধুসূধন!মনেমনে বললাম- কিত্তে ঢিল মারতে গিয়েছিলাম!
কিন্তু এখানেই শেষ নয়।
নাছোড়বান্দা বউ আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল-"হযরত আলী রা. খাইবারের যুদ্ধে বিশাল লোহার দরজা টেনে খুলে ফেলেছিলেন, আর তুমি বাপ! তোমার বেটি সেদিন আটকা পরায় বাথরুমের দরজাটার লক ঠিকমতো খুলতে পারলেনা!"
আমি তড়াক করে চাদর মুড়ি দিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম।অস্ফুটে বিড়বিড় করলাম- ঠোঁট কাটা দস্যি! 😅
তারপরও উনি থেমে নেই! সে আবার মুখ ঘুরিয়ে বলে-"হযরত আলী রা. মরুভূমির রাতগুলোতে সালাত আদায় করতেন, আল্লাহর ভয়ে চোখ ভিজে আসতো। আর তুমি রান্নাঘরে ইঁদুর মারতে গিয়ে একটা লাফ দিয়ে গায়ে উঠে আসায় অজ্ঞান হয়ে চিল্লাও!"
🔘
ফজরের নামাজের পর দেখি তার চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে আর নিজে নিজেই বলছে- আল্লাহ আমি আমার স্বামীর জন্য উত্তম স্ত্রী হতে পারিনি, আমাকে উঠায়ে নাও! ল্যাও ঠেলা...
আমি অস্ফুট ভাবে বললাম- আসলে তোমাকে পড়তে দেয়া 'চার খলিফার জীবনী' বইটার রিভিউ নেয়ার জন্য 'ও কথা' জিজ্ঞেস করেছিলাম! 😊আর তুমি কিনা....
সে জলে ভেজা ফোলা চোখে এমন ভাবে তাকালো...আমি ভয়ে চুপ হয়ে গেছি!
সেই থেকে আমি বুঝে গেছি-দ্বিতীয়বার মাসনার কথা তোলার সাহস আমার আর কোনোদিন হবে না! 🤭
বাসন পত্র জোরে জোরে রাখার শব্দ পাওয়া যাচ্ছে। ধরা খেয়ে গেছি। বাসার পরিবেশ থমথমে...মেঘ কেটে কখন যে আবার চাঁদটা আলো দিবে আল্লাহই জানেন!
সবার দুয়া চাই।