Mamunul Haque Media

Mamunul Haque Media ন্যায়ের বিজয় হোক

কোন ক্যাপশনের প্রয়োজন নেই।
04/25/2025

কোন ক্যাপশনের প্রয়োজন নেই।

প্রথম আলোর বিরুদ্ধে কেউ আন্দোলন করে বা কথা বলে টিকতে পারেনা মানে দেশের ভিতরেও আরেকটা দেশ প্রথম আলো। সবাই একযোগে না ধরলে ...
04/20/2025

প্রথম আলোর বিরুদ্ধে কেউ আন্দোলন করে বা কথা বলে টিকতে পারেনা মানে দেশের ভিতরেও আরেকটা দেশ প্রথম আলো। সবাই একযোগে না ধরলে এদের দিল্লি পাঠানো সম্ভব না।

04/18/2025

এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড় থেকে আওয়ামী নেতা কর্মীদের ধড়পাকড় চলছে।

04/16/2025

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

আপনার মত কি?

শোক সংবাদ!হযরত হাফেজ্জী হুজুর রহিমাহুল্লাহ এর সর্বশেষ ছোট ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রধান, জামিয়া নূরিয়া ইসলামিয়...
04/04/2025

শোক সংবাদ!

হযরত হাফেজ্জী হুজুর রহিমাহুল্লাহ এর সর্বশেষ ছোট ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রধান, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার মহাপরিচালক, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী রহ. কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

إنا لله وإنا إليه راجعون

اللهم اغفر له وارحمه واسكنه فسيح جناتك يا رب العالمين আল্লাহ তাআলা মরহুমকে মাগফিরাত করে জান্নাতবাসী করেন।

খাস দুআর আবেদন...

বিশেষ দ্রষ্টব্য: জানাযার সময় পরবর্তীতে জানানো হবে

ইনশাআল্লাহ

03/31/2025

মোগল ঐতিহ্যের ছোঁয়ায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল! ব্যান্ড পার্টি, হাতি ঘোড়া সহ নানা জীবের মূর্তি সবই আছে তাতে। এ যেন মঙ্গল শোভাযাত্রা! আর মঙ্গল শোভাযাত্রা হিন্দু ধর্মের শারদীয় দুর্গাপূজার অষ্টমীর মত বলেই মুসলমানদের কাছে প্রত্যাখ্যাত।
আমরা যা বন্ধ করতে চাচ্ছি সাধারণ অঙ্গন থেকে, তারা তা আমাদের ধর্মীয় অঙ্গনে ঢুকিয়ে দিয়েছে! তাও আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ আনন্দের নামে।
ঈদ মুসলমানদের ঐতিহ্য ও এবাদত। মুসলমানেরা এ ঈদ সেভাবেই পালন করবে যেভাবে শরীয়ত তাদেরকে পালন করতে বলেছে। এটা মোগল আমল থেকে শুরু হওয়া কোন বিষয় নয় যে, মোগলদের মতো উদযাপন করতে হবে। আর মোগলদের সব উৎসব ইসলাম মেনে হয়েছে তাও নয়।
সুতরাং সিটি কর্পোরেশনকে এহেন কর্মকান্ডের জন্য দ্রুত জবাবদিহিতার আওতায় আনা হোক।

যেই কথা বলার সৎসাহস আজও কেহ দেখাতে পারেনি, তাই আজ করে দিয়েছেন খতীব সম্রাট আল্লামা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ। প্রধান উপদ...
03/31/2025

যেই কথা বলার সৎসাহস আজও কেহ দেখাতে পারেনি, তাই আজ করে দিয়েছেন খতীব সম্রাট আল্লামা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ।

প্রধান উপদেষ্ঠা মহোদয়ের সাথে অনেক মিডিয়া কর্মীরাও আসছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে খতীব সাহেব প্রধান উপদেষ্ঠা মহোদয় কে বললেন, কথাটা ছিল এমন "স্যার উনাদেরও নামাজ পড়া উচিৎ" কাওকে জিজ্ঞেস করলেন প্রধান উপদেষ্ঠা মহোদয় এই বলে যে উনারা কারা ? তখন খতিব সাহেব আবার বললেন মুসলমানই হবে হয়তো ! প্রধান উপদেষ্ঠা মহোদয় বললেন দ্বিতীয় জামাতে পড়বেন উনারা ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার , আজ বাংলাদেশ দেখলো খতীব মহোদয়ের প্রকৃত অধিকার ! কি ভাবে মানুষ কে দ্বীনের জন্য ফিকির করতে হয় । আল্লাহু আকবার ।

03/31/2025

এই পবিত্র দিনে আপনাদের জন্য রইল শুভকামনা। সুখে-শান্তিতে কাটুক ঈদ। ঈদ মোবারক!

কোটি মানুষের হৃদয়ের স্পন্দন 🥰❤️
03/27/2025

কোটি মানুষের হৃদয়ের স্পন্দন 🥰❤️

হেফাজতের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে দিন এই বেদনা দায়ক সংবাদ।কথা বলতে গিয়ে বারবার চোখের পানি মুছছিলেন  হাত দিয়ে। হৃদয়ব...
03/27/2025

হেফাজতের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে দিন এই বেদনা দায়ক সংবাদ।
কথা বলতে গিয়ে বারবার চোখের পানি মুছছিলেন হাত দিয়ে। হৃদয়বিদারক কাহিনী শুনে আমরাও আবেগাপ্লুত হলাম।

এই মানুষটির নাম হাফেজ রফিকুল ইসলাম। ইসলাম বিদ্বেষী ব্লগারদের শাস্তির দাবীতে ঝিনাইদহ থেকে এসেছিলেন শাপলায় হেফাজতের ডাকে। কিন্তু সেই কালো রাতে তিনি আহত হন মারাত্মকভাবে।

রাত তিনটের দিকে শাপলা চত্বরে গুলিবিদ্ধ হন হাফেজ রফিকুল ইসলাম। জামেয়া রাহমানিয়া ও লালবাগের কয়েকজন ছাত্র তাকে পৌঁছে দেন ইসলামী ব্যাংক হাসপাতালে। হাসপাতাল থেকে বের হয়ে যখন বাড়িতে গেলেন তখন তার পায়ে যন্ত্রণা খুব বেশী।

তারপরের কাহিনী খুবই বেদনাদায়ক। এই গরীব ইমাম সাহেবের চাকরি চলে যায় যেহেতু তিনি আহত। দুই মেয়ে এবং মা বাবা ও স্ত্রীর সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। কোন উপার্জন নেই। কিভাবে এতগুলো মানুষের মুখের খারাব জোগাড় করবেন আর কিভাবে নিজের চিকিৎসার খরচ যোগাবেন দিশেহারা হয়ে পড়েন।

খুব স্বাভাবিক কারণে দিনের পর দিন উপোস থাকতে শুরু করে এই ফ্যামিলি। হাফেজ রফিক চিকিৎসার জন্য গুলিবিদ্ধ পা টেনে টেনে কখনো ঢাকা আবার কখনো হাটহাজারী মাদ্রাসা কখনো অন্যান্য জায়গায় ঘুরতে থাকেন। যার সাথেই কথা হয় সামান্য টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। কিন্তু স্থায়ীভাবে চিকিৎসার জন্য যে পরিমাণ টাকার দরকার তা জমা হয়না।

কয়েকদিন আগে হাফেজ্জী হুজুর সেবা সংস্থার চেয়ারম্যান মাওলানা রজীবুল হক ওই অঞ্চলে সফরে গিয়ে জানতে পারলেন একজন হাফেজে কুরআন আহত হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি দেখলেন তার পা পচে গেছে এবং টাকার অভাবে মেডিসিন তুলোর পরিবর্তে তোষকের তুলা দিয়ে পুজ মুছছেন এই ভাই। তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য দিয়ে আসলেন।

কিন্তু স্থায়ী চিকিৎসা অর্থের অভাবে করতে পারেননি এই হাফেজ সাহেব। সর্বশেষ ডাক্তার জানালো, পা পচে গেছে বেশিরভাগ। পা কেটে ফেলতে না পারলে শরীরেও পচন শুরু হতে পারে। বাধ্য হয়ে তাই চলে এলেন ঢাকায়।

মুহাম্মদপুরে একটি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। জড়িয়ে ধরে হাউমাউ করে কাদলেন কিছুক্ষণ। খোজ নিয়ে জানলাম, পা কাটা এবং নতুন কৃত্রিম পা সংযোজন করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই মজলুম হাফেজে কুরআনের সেই সামর্থ্য নেই।

আপনাদের কাছে শেয়ার করি সুখ দুঃখ। এই অসহায় হাফেজে কুরআনের জন্য যদি আমরা সবাই কিছু করি তাহলে একটা মানুষ এবং একটা ফ্যামিলির মুখে হাসি ফুটবে। আর যাই পারি অন্তত এই লেখাটি শেয়ার এবং কপি করেও মানুষের কাছে পৌঁছাতে পারি।

হাফেজ রফিকুল ইসলামের সাথে যোগাযোগের জন্য তার ফোন ও বিকাশ নাম্বার নিম্নে দেওয়া হলো।

01861736578,, 01776,288492
Copy From সাইমুম সাদী

অধ্যাপক ড. ইউনুসের গত কালকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছ...
03/26/2025

অধ্যাপক ড. ইউনুসের গত কালকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।

1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।

2. রপ্তানি বেড়েছে ১৩%

3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে

4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে

5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।

6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে

7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।

8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।

9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।

10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।

11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।

12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।

13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে

14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট

15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।

16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।

18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।

পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।

প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।

Address

Washington D.C., DC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamunul Haque Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category