Mamunul Haque Media

Mamunul Haque Media ন্যায়ের বিজয় হোক

এদের মাথায় কি গ্যাস্টিক আছে..
10/01/2025

এদের মাথায় কি গ্যাস্টিক আছে..

সমালোচনা ছাড়া বললে সালাউদ্দিন একজন পরিপূর্ণ ধর্ম ব্যবসায়ী,,,
10/01/2025

সমালোচনা ছাড়া বললে সালাউদ্দিন একজন পরিপূর্ণ ধর্ম ব্যবসায়ী,,,

বাংলাদেশের জন্য বড় নেয়ামত
09/28/2025

বাংলাদেশের জন্য বড় নেয়ামত

আলহামদুলিল্লাহ দেশটা তাহলে আ/ফগান হয়ে যাচ্ছে 🔥আপনি কি মনে করেন
09/25/2025

আলহামদুলিল্লাহ
দেশটা তাহলে আ/ফগান হয়ে যাচ্ছে 🔥

আপনি কি মনে করেন

09/25/2025
আমার কলিজার টুকরা প্রানপ্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক দাঃবাঃ। একেই বলে নেতা...একজন আলেম যখন নেতা হনতিনি শুধু প্রশাসনিক দ...
09/24/2025

আমার কলিজার টুকরা প্রানপ্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক দাঃবাঃ।

একেই বলে নেতা...একজন আলেম যখন নেতা হন
তিনি শুধু প্রশাসনিক দিক নির্দেশ দেন না, বরং কুরআন-হাদীসের আলোকে সমাজকে গড়ে তোলেন।
তার নেতৃত্বে ন্যায়পরায়ণতা, সততা ও নৈতিকতার ছাপ থাকে।
তিনি জনগণকে শুধু দুনিয়ার উন্নতি নয়, আখেরাতের সাফল্যের দিকেও পরিচালিত করেন।
যেখানে হুজুর নেতা, সেখানে অন্যায়ের শেকড় শক্ত হতে পারেনা।ইনশা আল্লা হ✊

[রাত ২:৪০ এ ঘটে যাওয়া ঘটনা]রাত একটার পর থেকেই আমার বাড়িটি চতুর্দিক থেকে ঘিরে ফেলে- কিছু অপরিচিত হিন্দু যুবক (তাদের হাত...
09/24/2025

[রাত ২:৪০ এ ঘটে যাওয়া ঘটনা]
রাত একটার পর থেকেই আমার বাড়িটি চতুর্দিক থেকে ঘিরে ফেলে- কিছু অপরিচিত হিন্দু যুবক (তাদের হাতে সুতা বাধা ছিল) এবং তিনজন পুলিশ অফিসার। তারা আমাকে পারিবারিকভাবে অনেকটা বন্দি রেখেই আশপাশ থেকে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছে। সর্বশেষ ২:৪০ মিনিটে বাড়ির বাউন্ডারির বেড়া খুলে আমাদের এরিয়াতে প্রবেশ করে। এবং আমার ডানে বামে থাকা বড় ভাইদের বাড়িতে জোর জবরদস্তি করে প্রবেশ করে। একপর্যায়ে বড় ভাইদের বাড়ি দিয়ে আমার বাড়িতে প্রবেশ করেই দরজায় লাথি দিতে থাকে। দুজন পুলিশ ও একজন সাধারণ মানুষ (অপরিচিত) আমার মায়ের থাকার ঘরে জোর করে প্রবেশ করে। উল্লেখ্য যে- কুড়িগ্রাম জেলার মধ্যে সবচেয়ে পর্দার দিক থেকে সেফটিজোন হিসেবে প্রসিদ্ধ আমাদের বাড়ি। অথচ আজ আমাদের বাড়ির মহিলাদের পরিপূর্ণ পর্দার লঙ্ঘন করে ফেলেছে তারা। এটা আমাদেরকে খু|ন করার চেয়েও অনেক কষ্টকর।

সেই ঘরে ছিলো আমাদের "বিবাহিত মেয়েদের মাদ্রাসার" শিক্ষিকাদয় ও আমার ছোট মেয়ে এবং আমার মা। তারা খুব ভয় পেয়েছে। আমার মায়ের বয়স ৮০ এর ঊর্ধ্বে, তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। এর মধ্যে তাদের এমন দুরাচরণ ও পর্দাহীন পরিস্থিতির কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। পৃথিবীতে এতটা কষ্টের আর কোনো মুহূর্ত হতে পারে না, যখন মুক্তাদানার মতো করে সংরক্ষণে রাখা মহিলাদের পর্দার লংঘন হয়ে যায়। আহ্ আহ্ আহ্ হে আল্লাহ আপনি বিচার করুন। আপনি ছাড়া উত্তম বিচারক আর কেউ নেই।

আমি ফোন দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু ফোন বারবার কেটে যাচ্ছিল। লাইভ দিচ্ছিলাম, কিন্তু সেটিও বারবার কেটে যাচ্ছিল। পরে বুঝতে পারলাম- তারা হয়তো এমন কোনো ডিভাইস এনেছে! যার উপস্থিতিতে আশপাশের ফোনগুলো অনেকটা অচল হয়ে যায়। সর্বশেষ যখন চতুর্দিক থেকে লোকজন জমা হতে থাকে, তখন হামলাকারীরা খুব দ্রুত কেটে পড়ে।

ফিরদাউস হাসান কুড়িগ্রামী

09/19/2025

@সেরা ফ্যান

কি আর দেখার বাকি আছে??   #মিজান  #মিজান_হোটেল  #ভাইরালভিডিওシ  #ভাইরাল_মিজান
09/16/2025

কি আর দেখার বাকি আছে??

#মিজান #মিজান_হোটেল #ভাইরালভিডিওシ #ভাইরাল_মিজান

বাসার পরিবেশ থমথমে...রাতে ঘুমোতে গিয়ে আমি স্ত্রীকে বললাম- "শুনছো! হযরত আলী রা. কয়টা বিয়ে করেছিলেন জানো?"স্ত্রী শান্ত ...
09/14/2025

বাসার পরিবেশ থমথমে...

রাতে ঘুমোতে গিয়ে আমি স্ত্রীকে বললাম-
"শুনছো! হযরত আলী রা. কয়টা বিয়ে করেছিলেন জানো?"
স্ত্রী শান্ত গলায় উত্তর দিল-
"হুমম… তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন জানো? তুমি এর অর্ধেকটা করে আসো আগে, তারপর আমি নিজেই তোমার জন্য মাসনার কাছে প্রস্তাব নিয়ে যাবো।"
বিষয়টা হালকা করতে গিয়েই দেখি বড় বিপদে পড়লাম!স্ত্রী হঠাৎ মুখ ঘুরিয়ে বলে উঠল-"যাও! আগে আমাদের প্রথম কিবলাটা মুক্ত করো, স্বাধীন করো, দখলদারকে বের করে দাও সেই পবিত্র ভুমি থেকে, তারপর না হয় নতুন বিয়ের কথা তুলো, আমার শুয়োচান নরপতি!"
স্ত্রীর এমন তোপদাগানীতে আমার অবস্থা একেবারে ত্রাহিমধুসূধন!মনেমনে বললাম- কিত্তে ঢিল মারতে গিয়েছিলাম!
কিন্তু এখানেই শেষ নয়।
নাছোড়বান্দা বউ আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল-"হযরত আলী রা. খাইবারের যুদ্ধে বিশাল লোহার দরজা টেনে খুলে ফেলেছিলেন, আর তুমি বাপ! তোমার বেটি সেদিন আটকা পরায় বাথরুমের দরজাটার লক ঠিকমতো খুলতে পারলেনা!"
আমি তড়াক করে চাদর মুড়ি দিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম।অস্ফুটে বিড়বিড় করলাম- ঠোঁট কাটা দস্যি! 😅
তারপরও উনি থেমে নেই! সে আবার মুখ ঘুরিয়ে বলে-"হযরত আলী রা. মরুভূমির রাতগুলোতে সালাত আদায় করতেন, আল্লাহর ভয়ে চোখ ভিজে আসতো। আর তুমি রান্নাঘরে ইঁদুর মারতে গিয়ে একটা লাফ দিয়ে গায়ে উঠে আসায় অজ্ঞান হয়ে চিল্লাও!"
🔘
ফজরের নামাজের পর দেখি তার চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে আর নিজে নিজেই বলছে- আল্লাহ আমি আমার স্বামীর জন্য উত্তম স্ত্রী হতে পারিনি, আমাকে উঠায়ে নাও! ল্যাও ঠেলা...
আমি অস্ফুট ভাবে বললাম- আসলে তোমাকে পড়তে দেয়া 'চার খলিফার জীবনী' বইটার রিভিউ নেয়ার জন্য 'ও কথা' জিজ্ঞেস করেছিলাম! 😊আর তুমি কিনা....
সে জলে ভেজা ফোলা চোখে এমন ভাবে তাকালো...আমি ভয়ে চুপ হয়ে গেছি!
সেই থেকে আমি বুঝে গেছি-দ্বিতীয়বার মাসনার কথা তোলার সাহস আমার আর কোনোদিন হবে না! 🤭

বাসন পত্র জোরে জোরে রাখার শব্দ পাওয়া যাচ্ছে। ধরা খেয়ে গেছি। বাসার পরিবেশ থমথমে...মেঘ কেটে কখন যে আবার চাঁদটা আলো দিবে আল্লাহই জানেন!

সবার দুয়া চাই।

Address

Washington D.C., DC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamunul Haque Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category