03/26/2025
অধ্যাপক ড. ইউনুসের গত কালকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।
1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।
2. রপ্তানি বেড়েছে ১৩%
3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে
4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে
5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।
6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে
7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।
8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।
9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।
10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।
11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।
12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।
13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে
14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট
15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।
16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।
18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।
পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।
প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।