সত্যের জয় একদিন হবে।

সত্যের জয় একদিন হবে। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সত্যের জয় একদিন হবে।, Video Creator, Washington D.C., DC.
(169)

04/06/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

ব্যাবসায়ী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা ইজরায়েলের পণ্য দোকানে রাখবেন না,যদি রাখেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে,আমরা প্...
04/06/2025

ব্যাবসায়ী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা ইজরায়েলের পণ্য দোকানে রাখবেন না,যদি রাখেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে,আমরা প্রত্যক্ষভাবে যুদ্ধ করতে না পারলেও অন্তত পরোক্ষভাবে তাদের অর্থনীতি ধ্বংস করার মাধ্যমে তাদের যুদ্ধের শক্তি কমাতে পারি ।

04/06/2025
৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া ব...
04/04/2025

৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!

যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বদলে গেছে, লি কুয়ান ইউ-এর হাতে সিঙ্গাপুর হয়ে উঠেছে এশিয়ার টাইগার, তখন আমরা অপেক্ষায় ছিলাম... একজন যোগ্য নেতা, যিনি সত্যিকারের দেশকে বদলে দিতে পারবেন!

আজ, ড. মুহাম্মদ ইউনূস মাত্র ৭ মাসে প্রমাণ করেছেন— যোগ্য নেতৃত্ব থাকলে ৭ মাসেই যে উন্নয়ন সম্ভব, তা ৭ বছরেও অন্য কেউ করতে পারেনি, পারবেনা !

🚀 ১ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ
🚀 খারাপ সময়েও ২৫ বিলিয়ন ডলারের রিজার্ভ
🚀 বাংলাদেশের নতুন মহাসাগরীয় বাণিজ্য জাহাজ
🚀 চীনের সঙ্গে বিনাশুল্ক বাণিজ্য সুবিধা
🚀 তিস্তা ব্যারেজ বাস্তবায়ন চূড়ান্ত

এটাই কি সেই সময়, যখন বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? খেলা মাত্র শুরু!

আমাদের রাজনৈতিক দল গুলোর যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে দেশ ও দেশের মানুষের জন্য ড.ইউনুস এর হাতকে স্থানীয়ভাবে শক্তিশালী করতে সহায়তায় এগিয়ে আসার অনুরোধ রইল। ভারত কি করল, কি বলল তাতে কি আসে যায়! এভাবে আগামী ৫ বছরে যদি ড. ইউনূস রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী সুপার পাওয়ার! 🇧🇩🔥

➡️ আপনি কি বিশ্বাস করেন? মন্তব্যে জানান!

#বাংলাদেশ #ডইউনূস #নতুনবাংলাদেশ #উন্নয়ন #নেতৃত্ব #বাংলাদেশ

04/02/2025

ডক্টর ইউনুচ সরকারকে বলবো,গনমত এ্যাপস তৈরি করুন,জনগন এ্যাপসের মাধ্যমে মতামত দিক,
ভোট চায় না, ইউনুচ সরকার কে চায়,আমার বিস্বাস ৭০ % লোক বর্তমান ইউনুচ সরকার কে চাইবে,
এবং এই এ্যাপসের ফলাফল সরাসরি নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক রাষ্ট্রদুত দের সাথে কানেক্টেড থাকবে।

ড. মুহাম্মদ ইউনুস! বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩%...
04/01/2025

ড. মুহাম্মদ ইউনুস!
বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই ভালো করে জানেন না ড. মোহাম্মদ ইউনুস স্যারকে!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন?

সম্মানসূচকে পর্যায়ক্রমে,

১. নোবেল
২. অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩. মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন! বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রফেসর ড. ইউনুসের জন্য, বিশ্বাস হয়, না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। 💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়াটা খুবি কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি।
Chief Adviser GOB

Collected

স্যার! আপনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। জানি, আপনি কথা রাখবেন। নির্বাচনের আয়োজন করে ফেলবেন হয়তো। তবে ...
04/01/2025

স্যার! আপনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। জানি, আপনি কথা রাখবেন। নির্বাচনের আয়োজন করে ফেলবেন হয়তো। তবে আমরাও আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই। পবিত্র ঈদুল ফিতরের দিনেই বলি।

ঈদের শুভেচ্ছা জানবেন স্যার। মহান রাব্বুল আলামিন আপনার জীবন সুস্থতার সাথে দীর্ঘ করুন। আমাদের উপর আপনার ছায়া লম্বা করুন। আপনার জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যোগ্যতা, খ্যাতি, সম্মান, স্বীকৃতি; সব আছে আপনার ঝুলিতে। এমনকি, পৃথিবীর সর্বোচ্চ সম্মানও আপনি পেয়েছেন। তবে আপনার থেকে পাওয়ার আমাদের অনেক কিছু রয়েছে।

স্যার! প্রায় দুই হাজার মানুষের জীবন আর কয়েক হাজার মানুষের শরিরের অঙ্গ-প্রতঙ্গ আহত হওয়ার পরে আপনি দায়িত্বে এসেছেন আমাদের ভঙ্গুর দেশের। আমরা আপাতত নির্বাচন চাচ্ছি না। আমাদের জেনারেশন কখনো ভোট দিইনি, আপাতত দিতে চাচ্ছিও না। আপনি আমাদের দায়িত্বে থাকুন। কমপক্ষে '২৯ সাল পর্যন্ত থাকুন।

অনেক বড় একটা সংগ্রামের পরে আপনাকে এনেছি স্যার। আপনাকে রাখার জন্য যদি 'ঈদের পরে আন্দোলন' গ্রুপের সাথে আবার লড়তে হয়, লড়বো ইনশা আল্লাহ। তবে আপনাকে আমাদের প্রয়োজন, সে প্রয়োজন পূর্ণ করবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। সে বাংলাদেশ আপনাকে দিয়ে হবে, বিশ্বাস করি।

স্যার! আবারো ঈদ মোবারক। আপনি ভালো থাকুন। আপনার জন্য দুআ করি।

03/29/2025

আমরা ইউনুস সাহেবকে কম হলেও আরও 5টা বছর ক্ষমতায় দেখতে
চাই। সবাই একমত হোন। ক্ষমতা নিয়ে ভাব্বেন না কখনো। এ দেশকে নিয়ে ভাবুন। অনেকের মাঝে ক্ষমতার লোভ ঢুকে গেছে। এরা সারা দেশে দিন দিন ভাইরাল হচ্ছে। এদের পকেট খালি। আর কত....
এ দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ইউনুস সাহেবকে বেশ কয়েক বছর থাকতে দিন। দেখবেন এ দেশের অবস্থার পরিবর্তন হবে। এ দেশের অনেক উন্নয়ন হবে।
আমাদের সৌভাগ্য যে, ইউনুস সাহেবের মতো একজন জ্ঞানী মানুষ পেয়েছি। একবার চলে গেলে তখন শুধুই আফসোস করতে হবে।

03/29/2025

শুনেন, এই দেশ যেমন ফখরুল-রিজভীর, তেমনি আমার-আপনারও। তারা উঠতে-বসতে 'নির্বাচন, নির্বাচন' করলে, আমার-আপনারও সারাদিন 'সংস্কা*র, সংস্কা*র' করতে হবে। এই জাতির স-ম-স্যার সুযোগ নিয়ে রাজ*নীতি হয়েছে অনেক, সমাধানের কথা তেমন কেউই ভাবে নি। সমাধান হয়ে গেলেই তো স-ম-স্যা নিয়ে রাজ*নীতি করার সুযোগ আর থাকবে না! বর্তমানে ড. ইউনুসের নেতৃত্ব টেকসই সমাধানের পথে এগোচ্ছে।

আমি দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর সুষ্ঠু সংস্কা*র না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন না হওয়ার পক্ষে শ*ক্ত অবস্থান নিলাম। আপনিও নিন।

৫০ বছর পিছিয়ে পরা দেশটা ৫০ বছর এগিয়ে যাবে,৫ বছর ড. ইউনসের হাতে দেশটা দিয়ে দেন।ওনি যেটা মুখে বললেই হয়ে যায়, পুরো বাংলাদেশ...
03/28/2025

৫০ বছর পিছিয়ে পরা দেশটা ৫০ বছর এগিয়ে যাবে,
৫ বছর ড. ইউনসের হাতে দেশটা দিয়ে দেন।
ওনি যেটা মুখে বললেই হয়ে যায়, পুরো বাংলাদেশ হাজার চেষ্টা করলেও তা অনেক কঠিন হবে।

03/28/2025

অভ্যুত্থানের পর যদি সংস্কার না হয়ে সেই আগের মতোই সবকিছু থেকে যায় তাহলে আমাদের অভ্যুত্থান ফিরিয়ে দাও! পূণরায় আওয়ামীলীগকে ক্ষমতায় বসাও! এরপর ভোট ভোট জিকির করো এবং নিজেদের হেডাম দেখিয়ে ভোটের অধিকার আদায় করে নাও!

নাহয় আপাতত সবাই মিলে সংস্কারে মন দাও, সরকারকে সাপোর্ট করো, সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখো। দেশ ও দেশের জনগণের দরদীই যদি হয়ে থাকো তবে তাদের বিরুদ্ধে আওয়ামী ফ্যা/সি/বা/দে রুপান্তরিত হইও না।

বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্লজ্জ ও বেহায়া। তার মধ্যে গত ১৫-১৭ বছরে নির্যাতিত দলগুলোর মধ্যে একটা দল আছে যারা হাসিন...
03/28/2025

বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্লজ্জ ও বেহায়া। তার মধ্যে গত ১৫-১৭ বছরে নির্যাতিত দলগুলোর মধ্যে একটা দল আছে যারা হাসিনার আওয়ামীলীগ থেকেও আরো বেশী বেহায়া। অবশ্যই অনেকে বুঝে গেছেন। নাম না বললেও চলবে।

ছাত্রদের ভুল আছে এটা স্পষ্ট। তাদের প্রথম ভুল - জুলাই আন্দোলন। দেখেন অনেক দল এই আন্দোলন তাদের ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে ঘরে তুলতে চায়। ১৭ বছরে ঈদের পর আর পুজোর আগে করতে করে ৩ টা নির্বাচন হয়ে গেলো। কিছু ফেলতে পারলোনা। প্রতিবার আন্দোলন এ নামে, পুলিশে ধরে, কয়েকটা মরে, লেজ গুটিয়ে পালিয়ে যায়। এভাবে বছর বছর আন্দলোন করতে গিয়ে শেষের আন্দোলনে শুধু নেতাই ছিলো। কোন কর্মীই ছিলোনা। জনগন তো দূরে থাক। মানুষ সাহস পেতনা ওই সব দলের সাথে আন্দোলনে নামতে।
জুলাইয়ে নাহিদ-আসিফ-সারজিস রা যখন ডাক দিলো জনগন প্রথমে নামেনি। ভেবেছিলো ওই দলগুলোর মত এরাও পালাবে। ছাত্ররা যখন বুলেটকে খেলনা মনে করা শুরু করলো তখন সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এলো। পালালো হাসিনা।
ব্যাস, গর্ত থেকে বেরিয়ে এলো হনুরা। এসে এখন সার্জিস এত টাকা কই পায়? হাসনাতরে এইটা করা ওইটা কর! আসিফ দেশের বারোটা বাজিয়েছে! নাহিদ হাসিনার সাথে টাকায় বনাবনি হয়নি তাই আন্দোলন করেছে। আরে ভাই যাই হোক ওই ছেলেগুলোর জন্যই তো তোরা গর্তের বাইরে বের হতে পেরেছিস। সেই টুকু কৃতজ্ঞতাবোধ তো থাকা উচিত।

হাসনাত-সারজিস রা রাজনৈতিক দল করেছে এটাতে আমিও তাদের বিপক্ষে। কারন তাদের উচিত ছিলো কিছুদিন রাস্তায় থেকে দেশ কিছুটা স্থিতিশীল করে ক্যাম্পাসে ফিরে যাওয়া।
ভিপি নুর একসময় বাংলাদেশের চে গুয়েভারা ছিলো। সর্বস্তরের জনগণ তাকে ভালোবাসতো। যেদিন গন অধিকার পরিষদ খুলে বসলো ওইদিন ই তার পচন শুরু।

নাহিদ-আসিফ রাও রাজনৈতিক দলের কারনে পঁচে যাবে। তবে জুলাইয়ের কৃতিত্ব তাদের দিতে হবে। যার না দিবে তারা জাতীয় বেঈমান। আর জাতীয় বেঈমানরা সাময়িক জনসম্মুখে থাকলেও কদিন পর ঠিক আবার গর্তে যাবে।

এবার আসি নির্বাচন। দেশের মানুষ বিগত ৩/৪ টা নির্বাচনে ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ আরো ১০ বছর অপেক্ষা করতে রাজি আছে। হাসিনা পালিয়েছে এটাই আমাদের চাওয়া ছিলো। আচ্ছা, হাসিনা ঘোষণা অনুযায়ী যদি ৪১ পর্যন্ত ক্ষমতা আকড়ে থাকতো? কোন ঈদ ও তো পারেনি তাকে সরাতে? তখন নির্বাচন কেমনে খাইতেন আপনারা?
আপনারা প্রকৃত দেশপ্রেমিক হলে, বিশ্বনেতা ডঃ ইউনুস কে সহযোগিতা করুন। দেশটাকে একমাত্র সেই স্টাবল করতে পারবে আল্লাহর ইচ্ছায়। আপনারা পারবেন না।

আর যদি সহ্য না হয় গর্তে ঢুকুন আবার। দেখা হবে ৪১ সালের কোন এক ঈদের পর।

গত এক সপ্তাহের বাংলাদেশ!
03/28/2025

গত এক সপ্তাহের বাংলাদেশ!

Address

Washington D.C., DC

Telephone

+8801990443878

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের জয় একদিন হবে। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের জয় একদিন হবে।:

Videos

Share

Category