03/08/2024
আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। আমি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নারীপুরুষ সমধিকারে বিশ্বাস করি এবং সমধিকার নিশ্চিত করা চাই। আমি নারীকে শারীরিক শক্তি দিয়ে বিচারের ঘোর বিরোধী। শারীরিক শক্তি দিয়ে বিচার না করে নারীকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার করি। এবং এসব প্যারামিটারে নারী অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বহুগুণ এগিয়ে থাকে। নারী স্বাধীনতা বলতে যারা শুধু ন্যাং/টা হয়ে চলাফেরা মনে করে তাদের প্রতি আমার সমবেদনা।
আমি নারীবিদ্বেষ বিরোধী। নারীর প্রতি যেকোনো অযৌক্তিক, অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদী আমি। নারীকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা, গৃহাভ্যন্তরে আটকিয়ে রাখা, স্বামীর দাসত্ব করানো এসবের ঘোর বিরোধী আমি। স্বামী হিসেবে জুজুর ভয় দেখিয়ে, ফেরেশতার অভিশাপের ভয় দেখিয়ে নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের বিরোধী আমি। আমি এটাকে বৈবাহিক ধর্ষণ বলে মনে করি। ধর্ষণের আন্তর্জাতিক সংজ্ঞানুযায়ীও এটা ধর্ষণ বলে গণ্য।
যে রাষ্ট্রের জনগণ যতদিন পর্যন্ত তার নারীকে শস্যক্ষেত মনে করবে, তরমুজ মনে করবে, নারীকে সন্তান উৎপাদনের কারখানা হিসেবে বিবেচনা করবে নিশ্চিত করে বলা যায় সেই রাষ্ট্র উন্নতি করতে পারবে না। যে সমাজে নারীকে ০পবিত্র, ০শুভ হিসেবে ট্রিট করা হয়, নারীকে চতুষ্পদ jontur চোখে দেখা হয়, নারীকে নিষিদ্ধ বস্তু হিসেবে বিবেচনা করা হয় সেই সমাজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এবং নিমজ্জিত থাকবে।
একজন নারী যেমন একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে একজন পুরুষও নারী ছাড়া সম্পূর্ণ নয়। আমি মনে করি নারী এবং পুরুষ একটা সাইকেলের দুইটা চাকা। সাইকেল যেমন একটা চাকার উপর ভর করে চলতে পারে না তেমনই শুধু পুরুষের উপর নির্ভর করে একটা জাতি, রাষ্ট্রের উন্নতি কল্পনা করা কল্পনাতেও সম্ভব নয়। নারীকে 'ভোগ্যপণ্য' নয় বরং নারীকে যারা 'মানুষ' হিসেবে ট্রিট করে তাদের প্রতি রইলো আমার সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা।
আন্তর্জাতিক নারী দিবসে
বিশ্বের সকল মা, সকল নারীর
প্রতি শুভেচ্ছা ও সম্মান প্রদর্শন করছি।