06/02/2025
যারা স্বামীদের নিয়ে ইনসিকিউর ফিল করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।আশাকরি অনেক বোনদের মাথা পাতলা হবে।
অবিবাহিত ছেলেরা প্রেমের ক্ষেত্রে খুব ফ্যাসানেবল রূপসী টান চামরার মেয়ে পছন্দ করলেও বিবাহের পর একজন স্বামীর পছন্দের তালিকায় থাকে সাদামাটা ঘরোয়া নারীসুলভ আচরনের মেয়ে।
ধরুন আপনি অনেক সুন্দরী, কিন্তু রুক্ষভাষী, অকামলা,বেয়াদব, চরিত্রহীনা,তর্কবাজ।বিশ্বাস করেন আপনার রুপ ধুয়ে ধুয়ে পানি খাওয়ার জন্য আপনার স্বামী আপনাকে কখনোই ভাত কাপর দিয়ে পুশে অর্থের অপচয় করবেনা।
অন্যদিকে আপনি দেখতে ভিষণরকম চমৎকার নন,আকর্ষণীয় নন,তবে আপনি অত্যন্ত মমতাময়ী, যত্নবতী,মার্জিত, সৎচরিত্রের অধীকারিনি। বিশ্বাস করেন আপনার স্বামী রাস্তায় অনেক রুপসী মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্যে তাকাবে ঠিকি,তবে ভালো কিন্তু আপনাকেই বাসবে।মায়া কিন্তু আপনাকেই করবে।কেন তাকালো,কেন দেখলো সেই বিচার করতে আসলে আপনার মনে শান্তি আসবেনা।অন্যের নজরের হেফাজত আপনি করতে পারবেন না। যার নজর তাকেই হেফাজত করতে হবে।
আমি আমার সংসার জীবনে যে জিনিসটি লক্ষ করেছি তা হলো,পুরুষ মানুষ ভিষণ রকম শান্তিপ্রিয় একটা জাত।তারা অনুগত্য পছন্দ করে।
শুধু এই দুটো ট্রিকস ফলো করলেই সুখী জীবন আপনার নাগালে। আরও ট্রিকস থাকতে পারে তা আমার জানা নেই।আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন।আমারও কাজে লাগতে পারে।।
আচ্ছা,আপনি যদি আপনার স্বামীর অনুগত হন তাহলে কি আপনার দাম কমে যায়?আপনি যদি তার রাগের মাথার কথাগুলি জবাব না দেন তাহলে কি ঠকে গেলেন?চুরান্ত মনমালিন্য হবার পর পরই আপনি নিজে থেকে তাকে এক কাপ চায়ের অফার করলে কি আপনার মানইজ্জত মাটিতে মিশে গেলো?
না!!A big NO!!
আমি অনেক সুন্দরী মেয়েদেরকে দেখেছি তাদের চোখ ধাধানো রুপ থাকা সত্বেও আক্কেলদোষে তালাক হতে।আবার অনেক কালো কুৎসিত, বেটে,মুখ ভর্তি ব্রুনওয়ালা (অনেকের বিচারে এ ধরনের নারীরা সুন্দরী নন,আমার চোখে সবাই মুটামুটি সমান)মেয়েকে স্বামীর আদুরে বউ হয়ে থাকতে দেখেছি।
আবার এমনও অনেক সুন্দরী মেয়েদের দেখেছি,সন্তানের মুখের দিক তাকিয়ে স্বামী সেই সুন্দরী বউ দের ছাড়তে পারেননি। তবে তাকিয়েও দেখেননা সেই সুন্দরীর স্ত্রীর রুপ যৌবন।
দুই একজন লুচ্চা বেডার হিসাব আলাদা।তারা সুন্দর পাইলে রাস্তার নেরি কু*ত্তাদের ভাল লাগে,কুৎসিত পাইলেও সুন্দরী না পাওয়ার আক্ষেপ থাকে। তাদের হিসাব আলাদা।
পুরুষদের ক্ষেত্রেও উপর উল্লেখিত কথা একই।