বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির : কুমিল্লা

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির : কুমিল্লা সৈরতন্ত্র নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক

বাংলাদেশ যে ২০ টি J-10 C যুদ্ধবিমান কিনতেছে,৬০ মিলিয়ন করে,মোট খরচ হচ্ছে ১.২ বিলিয়ন ডলার,বাংলাদেশের ১ বছরের ইনকাম ৪৮০ বিল...
10/09/2025

বাংলাদেশ যে ২০ টি J-10 C যুদ্ধবিমান কিনতেছে,
৬০ মিলিয়ন করে,
মোট খরচ হচ্ছে ১.২ বিলিয়ন ডলার,

বাংলাদেশের ১ বছরের ইনকাম ৪৮০ বিলিয়ন ডলার
অর্থাৎ, ১ দিনের ইনকাম ১.৩ বিলিয়ন ডলার

অর্থাৎ যুদ্ধবিমান গুলো ক্রয় করতে, ১ দিনের ইনকাম খরচ হচ্ছে

২০ টি বিমানের,
আনুসঙ্গিক খরচ ১ বিলিয়ন ডলার,
তাতে মোট খরচ দাড়াচ্ছে : ২.২ বিলিয়ন ডলার.

বাংলাদেশের ২ দিনের ইনকাম ২.৬ বিলিয়ন ডলার.

অর্থাৎ, প্রতিবেশী মিডিয়া যে বলে বেড়াচ্ছে, ২০ টি বিমান কিনেই পয়সা শেষ বাংলাদেশের,

তাদেরকে বলছি,

বাংলাদেশ যুদ্ধ চায় না, তাই সামরিক খাতে এত খরচ করে না.

পাকিস্তানের আয়, ৪১১ বিলিয়ন,
শ্রীলঙ্কার আয়, ১১০ বিলিয়ন,
মায়ানমারের আয় ৭০ বিলিয়ন,
আফগানিস্তানের আয় ২০ বিলিয়ন, ডলার

কিন্তু তারা সামরিক খাতে খরচ বৃদ্ধি করে চলেছে,

বাংলাদেশ যুদ্ধবাজ দেশ নয় বলেই,
৪৮০ বিলিয়ন ডলার আয় করেও,
সামরিক খাতে এত খরচ করে না.

সারাদেশে শুরু হয়েছে নতুন রেকর্ড BDS জরিপ। এই ভূমি জরিপ চলাকালে সম্মানীত ভূমি মালিকগণের ৮টি করণীয় ও গুরুত্বপূর্ণ সতর্কবার...
10/06/2025

সারাদেশে শুরু হয়েছে নতুন রেকর্ড BDS জরিপ। এই
ভূমি জরিপ চলাকালে সম্মানীত ভূমি মালিকগণের ৮টি করণীয় ও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। চলুন জেনে নেই।

🔴 ১️⃣ সীমানা চিহ্নিতকরণ :
✅ নকশা প্রস্তুত কালে মাঠে উপস্থিত থাকবেন।
✅ নিজের জমির সীমানা বাঁশ বা পিলার দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করবেন।

🔴 ২️⃣ নকশা যাচাই :
✅ নকশা প্রস্তুত হওয়ার পর জরিপ দল মাঠে যাবে, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন।
✅ আপনার জমির নকশা সঠিকভাবে মিলিয়ে দেখবেন।

🔴⃣ রেকর্ড যাচাই ও তথ্য প্রদান:
✅ ভোটার আইডি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মাঠে উপস্থিত থাকবেন।
✅ নিজের নাম, ঠিকানা, অংশ, যোগফল ইত্যাদি তথ্য সঠিকভাবে রেকর্ড করাবেন।

Razibul©️ Islam
🔴 ৪️⃣ পর্চা গ্রহণ ও সংশোধন :
✅ প্রতিটি খতিয়ানের একটি পর্চা পাবেন — ভালোভাবে যাচাই করবেন।
✅ বানান, অংশ বা ঠিকানায় ভুল থাকলে সাথে সাথেই তসদিক কর্মকর্তার মাধ্যমে সংশোধন করাবেন।

🔵 ৫️⃣ খসড়া প্রকাশনা ও আপত্তি দায়ের (Red):
✅ তসদিকের পর ৩০ দিন পর্যন্ত খসড়া প্রকাশনা চলবে।
✅ কোনো ভুল বা আপত্তি থাকলে নির্ধারিত ফরমে কোর্ট ফি সহকারে ৩০ দিনের মধ্যেই আপত্তি (৩০ বিধি) দায়ের করবেন।
❌ ৩০ দিন পার হলে (তামাদী হলে) আর আপত্তি দায়েরের সুযোগ থাকবে না।

🔵 ৬️⃣ আপীলের সুযোগ (Green & Red):
✅ আপত্তি (৩০ বিধি) কেসের রায়ে অসন্তুষ্ট হলে ৩০ দিনের মধ্যে আপীল (৩১ বিধি) কেস দায়ের করতে পারবেন।
❌ সময় পার হয়ে গেলে বিশেষ আপীল করার সুযোগ থাকবে না।

🔵 ৭️⃣ ট্রাইব্যুনাল বা দেওয়ানী আদালত (Red):
❌ আপত্তি (৩০ বিধি) কেস না থাকলে আপীল (৩১ বিধি) কেস দায়ের করা যাবে না।
✅ একমাত্র ট্রাইব্যুনাল বা দেওয়ানী আদালতে কেস দায়ের করতে হবে।

🔵 ৮️⃣ জরিপ দলের সাথে যোগাযোগ রাখুন (Green):
✅ সব সময় জরিপ দলের সাথে যোগাযোগ রাখবেন।
✅ এতে আপনার জমির তথ্য সঠিক ও নিরাপদ থাকবে।

✨ ✅ সচেতন ভূমি মালিকই নিরাপদ ভূমির নিশ্চয়তা।
🇧🇩 🟢 নিজের জমি নিজেই দেখুন — জরিপে অংশগ্রহণ করুন! 🌱

#বিডিএস

09/29/2025

🤣🤣🤣

08/17/2025

🤣🤣🤣🤣

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
08/14/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

#জন্ম #জন্মনিবন্দন #অর্থনীতি

১কেজি রসুন বাকল ফেলে দিয়ে পরিস্কার করে রৌদ্রে ২ দিন রেখে সরিষার তৈলে ভেজে নিবেন ঠান্ডা হবার পর পাএে রেখে দিবেন,যতোবার খা...
07/24/2025

১কেজি রসুন বাকল ফেলে দিয়ে পরিস্কার করে রৌদ্রে ২ দিন রেখে সরিষার তৈলে ভেজে নিবেন ঠান্ডা হবার পর পাএে রেখে দিবেন,যতোবার খাবার খাবেন ততোবার খাবারের সাথে ৫ কোষ রসুন মেখে খান,আপনার শরিরে ভাইরাস,ব্যাকটেরিয়া,ফাংগাল ইনফেকশন হবেনা, বুকে কখনো ঠান্ডা লাগবে না,ঘর ঘন জ্বর হবে না,রক্তে কোলেস্টেরল হবেনা,উচ্চরক্তচাপ হবেনা,থাকলে ভালো হবে,,ডায়াবেটিস হবেনা,থাকলে নিয়ন্ত্রণে চলে আসবে,শরিরে প্রচুর শক্তি যোগাবে,তাহলে আর দেরি কেন এখনি খাওয়ার অভ্যাস করুন

07/16/2025

😆😆👻🤣🤣

07/14/2025

🤣🤣🤣হাসু আপার নদীতে যাপ 😆😆

07/14/2025

🤣🤣😎🤣

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি✅ প্রয়োজনীয় সরঞ্জাম১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের ...
07/11/2025

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি

✅ প্রয়োজনীয় সরঞ্জাম

১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের জন্য
২. ফুট স্কেল বাস্তব পরিমাপ জানতে
৩. তিপাতার ডিভাইডার বা কাঁটা কম্পাস সঠিক বড় দূরত্ব মাপার জন্য
৪. ক্যালকুলেটর ক্ষেত্রফল ও শতকরা হিসাবের জন্য
৫. স্বচ্ছ ট্রেসিং পেপার বাঁকানো বা অস্বাভাবিক আকৃতির জমি সহজে আঁকার জন্য

🔢 পরিমাপের ধাপগুলো (ধাপে ধাপে)

১। নকশার স্কেল বুঝুন:

নকশার এক কোণে লেখা থাকে:
“১৬ ইঞ্চি = ১ মাইল (৫২৮০ ফুট)”
অর্থাৎ:
নকশায় ১৬ ইঞ্চি → বাস্তবে ৫২৮০ ফুট
→ আপনার পরিমাপ হবে এই স্কেল অনুযায়ী অনুপাতে।

২। জমি চিহ্নিত করুন:

নিজের দাগ বা প্লট নম্বর খুঁজে বের করুন

আশপাশে রাস্তা, খাল, গাছ বা পুকুর আছে কি না দেখে নিশ্চিত হন

ট্রেসিং কাগজে জমির আউটলাইন কপি করে রাখুন

৩। বাহুর দৈর্ঘ্য মাপুন:

ফুট স্কেল + ডিভাইডার ব্যবহার করুন

ছোট অংশ ধরে মাপতে শুরু করুন

ডিভাইডার দিয়ে মাপ স্কেলে মিলিয়ে দৈর্ঘ্য নির্ধারণ করুন

প্রতিটি বাহুর (সীমানার) মাপ আলাদাভাবে নোট করুন

৪। ক্ষেত্রফল নিরূপণ:

জমির আকৃতি অনুযায়ী পদ্ধতি নির্ধারণ করুন:

✅ আয়তাকার / চতুর্ভুজ আকৃতি:

> ক্ষেত্রফল (বর্গফুট) = দৈর্ঘ্য × প্রস্থ

✅ ত্রিভুজ আকৃতি (a, b, c তিন বাহু):

> ব্যবহার করুন Heron’s formula

✅ আঁকাবাঁকা জমি:

> ট্রেসিং পেপারে বাহু নির্ধারণ করে ছোট ছোট আয়তাকার বা ত্রিভুজ আঁকুন
প্রতিটির ক্ষেত্রফল হিসাব করে যোগ করুন

৫। একক রূপান্তর করুন:

রূপান্তর হিসাব:

একক সমান বর্গফুট

১ শতাংশ ৪৩৫.৬
১ কাঠা ৭২০
১ বিঘা ১৪,৪০০ = ২০ কাঠা

উদাহরণ:
যদি ক্ষেত্রফল হয় ২১৭৮ বর্গফুট →
২১৭৮ ÷ ৪৩৫.৬ ≈ ৫ শতাংশ

🧠 টিপস ও সতর্কতা:

✅ চিহ্ন বুঝুন:
∎ (পাকা বাড়ি), ☐ (কাঁচা বাড়ি), 〰️ (পুকুর), ▬ (রাস্তা)

✅ নোট রাখুন:
সব বাহুর মাপ লিখে রাখুন

✅ নিখুঁত হন:
মাপ নিতে সময় দিন তাড়াহুড়ো করলে ভুল হতে পারে

✅ সহযোগিতা নিন:
জটিল হলে দু’জন মিলে করুন তবে নিজে চেষ্টা করতে ভুলবেন না

🛡️ শেষ কথা:

নিজে নিজে জমি মাপতে পারলে আপনি আপনার জমির স্বত্ব নিশ্চিত করতে পারবেন। চূড়ান্ত দলিলে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধনের সুযোগ পাবেন। নিজে শিখুন, সচেতন থাকুন।

07/10/2025

হাসু আপার দৌড় প্রতিযোগিতা 🤣🤣🤣

Address

Washington D.C., DC

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির : কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share