08/03/2025
চীন এমন এক কোয়ান্টাম কম্পিউটার বানিয়েছে যার নাম Jiuzhang। এই কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন এক গণিতের হিসাব করেছে, যেটা করতে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর লেগে যেত!
এই কম্পিউটারটা আমাদের সাধারণ কম্পিউটারের মতো না কারণ, আমরা যেই কম্পিউটার ব্যবহার করি, সেখানে ইলেকট্রিক চিপ বা তার দিয়ে কাজ হয়। কিন্তু এই Jiuzhang তৈরি হয়েছে লেজার, আয়না, প্রিজম আর ফোটন ডিটেক্টর দিয়ে। এতে ব্যবহৃত হয়েছে Gaussian Boson Sampling নামের এক বিশেষ পদ্ধতি, যেখানে আলোর কণিকা (ফোটন) অবিশ্বাস্য নিখুঁতভাবে গণনা করা হয়।
এটা এতটাই শক্তিশালী যে যেখানে সাধারণ সুপারকম্পিউটার মাত্র ৫টি ফোটন সামলাতে পারে, সেখানে Jiuzhang একসাথে ৭৬টি ফোটন সামলাতে পেরেছে — যা এক বিশাল রেকর্ড।
এই কোয়ান্টাম কম্পিউটার এমনভাবে হিসাব করে, যেটা সাধারণ কম্পিউটার কল্পনাও করতে পারে না। কারণ এতে সুপারপজিশন (একসাথে অনেক হিসাব করার ক্ষমতা) এবং এন্ট্যাংগেলমেন্ট (ফোটন একে অপরের সাথে জড়িত হয়ে কাজ করে) ব্যবহার করা হয়েছে।
এই প্রযুক্তি দিয়ে ভবিষ্যতে — জটিল রাসায়নিক গবেষণা, অনেক বড় বড় গাণিতিক হিসাব, এমনকি কোয়ান্টাম ইন্টারনেট তৈরির ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।