09/19/2025
তুমি যারে ভালবাসো, সে যেন তোমার অভাবে না ম.রে।তামাম দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক,
শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে। ভাতের অভাব বলো,কাপুড়ের অভাব দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায়। জেনে রাখো শুধু কেউ ভালবাসার অভাবে অভাবী হলে সেই অভাব যায় না।
কাউকে ভালবাসলে ভেঙেচুরে বাসো। ভেঙেচুরে মানে আমার তোমাকেই লাগবে, লাগবে মানে লাগবেই।তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই প্রমাণিত।
যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপড়ে ফেলতে না পারে গাছের শেকড়। কাউকে ধরলে শক্ত করে ধরো। এমন ভাবে শক্ত করে ধরো,যেন ঝড়ে ছুটে আসা যে কোন অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর।এমন কইরা মুচড়ে ধরো যেন বিশ্বাস ভাঙার অ|স্ত্র বুকে এসে না লাগে।
যদি ভেঙে চুরে ভালবাসতে নাই পারো,যদি শক্ত করে সারাজীবনের জন্য হাত ধরতে না পারো,তাইলে কাউরে দু,দিন ফুর্তি জন্য ভালবাসা দেখিও না।
ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অ|স্ত্র ভালবাসা দিয়ে ভালবাসা কেড়ে নেওয়া।
゚viralシviralシfypシ゚viralシalシ