EVA'S WORLD

EVA'S WORLD Sᴛᴀʏ ᴄʟᴀssʏ, ɴᴇᴠᴇʀ ᴛʀᴀsʜʏ ..✨💫
🇧🇩🇺🇸

-তুই তো দুনিয়া ‘কামাল’ করে দিলিরে পাগলা। তোর জন্যই বুঝি লিখেছিলাম-আমি চির-বিদ্রোহী-বীর-আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চ...
12/22/2025

-তুই তো দুনিয়া ‘কামাল’ করে দিলিরে পাগলা। তোর জন্যই বুঝি লিখেছিলাম-

আমি চির-বিদ্রোহী-বীর-
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির!
゚ 🫡🫡

নজরুলের কবরের পাশে একটা কবর আছে,চুপচাপ, নামফলকটাও খুব বেশি কথা বলে না।নজরুলের কবরে ফুল দেয়,তারপর বাচ্চারা প্রশ্ন করে।নজর...
12/22/2025

নজরুলের কবরের পাশে একটা কবর আছে,
চুপচাপ, নামফলকটাও খুব বেশি কথা বলে না।
নজরুলের কবরে ফুল দেয়,তারপর বাচ্চারা প্রশ্ন করে।
নজরুলের সবচেয়ে ভালো কবিতা কোনটা, বাবা?
বাবা একটু চুপ করে থাকে।
কারণ সব কবিতা মুখে বলা যায় না।
কিছু কবিতা মানুষের শরীর হয়ে জন্ম নেয়।
তারপর বাবা বলে,দেখছিস ওই কবরটা?
নজরুলের কবরের গা ঘেঁষে যে কবরটা শুয়ে আছে,
এইটাই নজরুলের লেখা বেস্ট কবিতা।
এই কবিতার নাম কেউ বলে বিদ্রোহী,
কেউ বলে শরীফ ওসমান হাদি।

এই কবিতায় ছন্দ নেই,
আছে র|ক্তে|র ব্যাকরণ।
এই কবিতায় উপমা নেই,
আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা বুক।
নজরুল কলম ধরেছিল,
হাদী বুক পেতেছিল।
নজরুল শব্দে আ|গু|ন লাগিয়েছিল,
হাদী শরীরে আ|গু|ন নিয়ে হেঁটেছিল।

এই কবিতাটা ছাপা হয় না বইয়ে,
এই কবিতাটা লেখা হয় জানাজার কাতারে,
মায়ের চোখের পানিতে,
আর দেশের মানচিত্রের লাল দাগে।
যেদিন কেউ প্রশ্ন করে,কবিতা কী?
সেদিন এই কবরটাই উত্তর হয়ে ওঠে।
নজরুল বলেছিলেন বিদ্রোহ,
হাদী সেটা বিশ্বাস করেছিল।
আর বিশ্বাসই তো শেষ পর্যন্ত
সবচেয়ে বড় কবিতা।
Eva's world

゚ .

ভাই হাদী।তুই তো ঘুমাচ্ছিস। আমরা তো ঘুমাইতে পারিনা রে ভাই। একদিন সবাই তাঁর কাছে ফেরত যাবো। আগে আর পরে। কিন্তু তুই একি মায...
12/22/2025

ভাই হাদী।
তুই তো ঘুমাচ্ছিস। আমরা তো ঘুমাইতে পারিনা রে ভাই। একদিন সবাই তাঁর কাছে ফেরত যাবো। আগে আর পরে। কিন্তু তুই একি মায়া দিয়ে গেলি ভাই। থাকতে পারছিনা রে ভাই। বুক ফেটে আর্তনাদ বেরোচ্ছে।

দেখলাম যা জেনেছিলাম ভুল জেনেছিলাম। এভাবে আমাদের ধোঁকা দেয়া হয়েছে দিনের পর দিন। ওরা আসলে তোদের কন্ঠ কে শেষ‌ করে দিতে চেয়েছে। ব্যাপারটা এরকম যে কন্ঠ খুলে যে আওয়াজ তুলবে তার আওয়াজ রোহিত করে দেয়া হবে। 😔

ভাই হাদী তুই ঘুমা।
এতদিন একফোঁটা ঘুমাতে পারিস নাই তুই।
সেই ফজরের আযান থেকে শুরু হয়েছে তোর ক্লান্ত পথ চলা। সবাইকে সাথে নিয়ে।

আসি বলে আমায় ফেলে, সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে, ভাইয়ের দেখা পাই
দেবো তারি সমাধিতে আমি, তোমার হাতের মালা
আমায় গেঁথে দাও না মাগো, একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম রাখবো ধরে, ভাই হারানোর জ্বালা।।
゚ ゚

হাদির জা*নাজায় আসলে কতো লোক হয়েছে?আমরা একটু পপুলেশন বা ক্রাউড ডেনসিটি আর অন্যান্য ডাটা এনালাইসিস করে দেখতে পারি। আর একটু...
12/22/2025

হাদির জা*নাজায় আসলে কতো লোক হয়েছে?

আমরা একটু পপুলেশন বা ক্রাউড ডেনসিটি আর অন্যান্য ডাটা এনালাইসিস করে দেখতে পারি। আর একটু খেয়াল রাখবেন এইটা ধারণা, আর ধারণা বা গেসিং হইলো একটা ইনএক্সাক্ট সাইন্স।

হাদির জা*নাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আর মানিক মিয়া এভিনিউতে যে জনস্রোত নেমেছে, তা মলে জীবনে একবারই হয়। তাহলে চলুন জিও-স্পেশাল ডাটা আর ক্রাউড ডেনসিটি সাইন্স দিয়ে এই জনসমুদ্রের একটা হিসাব বের করার চেষ্টা করি।

জা*নাযার নানা ড্রোন শট আর এলাকার আয়তন বলছে— দক্ষিণ প্লাজার দুই পাশের যে বিশাল ঘাসের মাঠ, স্যাটেলাইট মেজারমেন্ট অনুযায়ী ওই এলাকার মোট আয়তন প্রায় ১৪ থেকে ১৫ একর (৫৮ হাজার স্কয়ার মিটার)।

সাধারণ সমাবেশে মানুষ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু আজকের জা*নাজার ফুটেজে দেখা যাচ্ছে, তিল ধারণের ঠাঁই নেই—মানুষ একদম গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিলো।

সে হিসাবে এই হাই-ডেনসিটি (প্রতি স্কয়ার মিটারে ৪-৫ জন) অবস্থায় শুধু এই দুই ঘাসের মাঠেই প্রায় ২ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার মানুষ থাকার সম্ভাবনা আছে।

আর পাকা চত্বর বা মেইন প্লাজা— দুই ঘাসের মাঠের মাঝখানের পাকা র‍্যাম্প আর সিঁড়ির অংশটুকু প্রায় ২০ হাজার স্কয়ার মিটার। ছবিতে দেখা যাচ্ছে, এই জায়গাটুকুও সাদা টুপিতে ধবধবে সাদা হয়ে আছে।

এখানে আরও প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ মানুষ থাকা সম্ভব।

তারপর আসে মানিক মিয়া এভিনিউ— সংসদ ভবনের গেট থেকে আড়ং লিংক রোড- এদিকে খেজুর বাগান পর্যন্ত পুরো রাস্তাটি জনাকীর্ণ। এই ১০ একর রাস্তায় (৪০ হাজার স্কয়ার মিটার) সলিড জ্যাম প্যাকড অবস্থায়— এখানে আরও অন্তত ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ মানুষ।

আজকের এই অভূতপূর্ব দৃশ্যে—প্লাজা, লন, আর মেইন রোড মিলিয়ে—একটি অতি কনজার্ভেটিভ হিসাবেও সাড়ে ৪ লক্ষ থেকে 10 লক্ষ মানুষ এই জা*নাজায় শরিক হয়েছে বলে ধারণা করা যায়। আর যদি আশপাশের সংযোগ সড়কগুলোর ভিড় ধরা হয়, তবে সংখ্যাটা আরও বড় হতে পারে। সম্ভবত ৬ থেকে ৭ লাখ হতে পারে।

এখন মনে হচ্ছে এটি শুধু হাদির জানাজা ছিলো না, এটি ছিলো এক জনবি*স্ফোরণ। অথচ হাদি বলছিলেন, ৫০০ ভোট পেলেই তিনি খুশি। অথচ জীবন তারে দিলো এখন আজীবনের বিস্ময়কর প্রাপ্তি।
CP Post.
゚ ゚

12/22/2025

Osman hadi vai💔💔✨✨✨......... ゚viralシalシ ゚viralfbreelsfypシ゚viral ゚ ❤️❤️

সেই ওসমান হাদি'র জানাজা,যে ওসমান হাদি বলেছিলো "আমি ৫০০ ভোট পেলেই খুশি"~~মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের ফয়সালা বোঝা মুশকিল...
12/20/2025

সেই ওসমান হাদি'র জানাজা,যে ওসমান হাদি বলেছিলো "আমি ৫০০ ভোট পেলেই খুশি"~~
মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের ফয়সালা বোঝা মুশকিল।

কতটা ইম্পেক্ট ফেল্লে একটা মানুষ এতো অল্প বয়সে এতো বড় জানাজা পায় ! মানুষ তার স্বপ্নের চেয়ে বড়!!!

শরিফ ওসমান হাদি,  জানাজার দৃশ্য। এশিয়ার ইতিহাসে সর্ববৃহৎ জানাজা কোন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমন সৌভাগ্য লাভ করে...
12/20/2025

শরিফ ওসমান হাদি,
জানাজার দৃশ্য।
এশিয়ার ইতিহাসে সর্ববৃহৎ জানাজা
কোন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমন সৌভাগ্য লাভ করেনি।
এমন ভালোবাসা
কেউ পাবো বলে মনে হয় না। কবর দেওয়া হবে কাজি নজরুল ইসলাম এর পাশে।
আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 🤲

.

শহীদ শরিফ ওসমান হাদির দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। এটাই মনে হয় হওয়ার ছিলো। হাদী যেমন কাজী নজরুলের ...
12/19/2025

শহীদ শরিফ ওসমান হাদির দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।
এটাই মনে হয় হওয়ার ছিলো।

হাদী যেমন কাজী নজরুলের কবিতা আবৃত্তি করতো তেমনি বলতো মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই।

আল্লাহ হাদীকে কবুল করেসেন।
হাদী তো এমন মৃ*ত্যু ই চেয়ে ছিলো

আল্লাহ উত্তম পরিকল্পনা কারী 🤲
.

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন.....🤲🤲😢          🤲
12/18/2025

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন.....🤲🤲😢
🤲

মাথা উঁচু করে বাঁচুন। আশেপাশের নেগেটিভ মানুষকে কখনো পাত্তা দেবেন না...
12/13/2025

মাথা উঁচু করে বাঁচুন। আশেপাশের নেগেটিভ মানুষকে কখনো পাত্তা দেবেন না...

12/13/2025
angel❤️❤️
11/30/2025

angel❤️❤️

Address

Sunnyside
West Chicago, IL
60672

Alerts

Be the first to know and let us send you an email when EVA'S WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EVA'S WORLD:

Share