
07/14/2025
আমরা বার বার বলি বিএনপি আমাদের শক্রু না। বিএনপি প্রেসিডেন্ট জিয়ার দল। বিএনপি ছাড়া দেশ রক্ষার আর কোন শক্তি নাই যে যাই বলুক। যা হচ্ছে তা ভারত ও আমাদের গোয়েন্দা সংস্থা সহ ওয়াকারের কারসাজি। বিএনপি আবারো সামনের যুদ্ধে জনগণের পাশে থাকবে। এত বৃহৎ দল কন্ট্রোল করা মুসকিল। কিন্তু মূলত ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্ব বাঁচাতে বিএনপি সহ জামায়াত ও ইসলামপন্থী দলগুলো ছাড়া কোন দলকেই খুঁজে পাবেন না। অথচ বাংলাদেশে নাকি ২০০ উপরে দল। যাইহোক টোকাইরা ইতিমধ্যে চাঁদাবাজ দলে পরিণত হয়েছে। জনসমর্থন হারিয়েছে। তাদের ডাকে মানুষ আসবে না। কিন্তু বিএনপি ও জামাত নিজেস্ব একটা শক্তিশালী সংগঠন। দেশের ক্রান্তিলগ্নে তারা দাঁড়াবে। সামনে চুপ্পু ও ওয়াকারকে সরানোর প্রচেষ্টা চলছে। এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদের সরাতে গেলে সেনাবাহিনীর মধ্যে থাকা ভারত ও লীগপন্থী ওয়াকারের ক্ষুদ্র অংশের সাথে দেশপ্রেমিক বৃহৎ সেনাবাহিনীর ঝামেলা হলেও হতে পারে। আমাদেরকে জনগণের কাতারে থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীর বৃহৎ অংশের পাশে দাড়াতে হবে। তাহলে ওযাকারের ভারত ও লীগপন্থী গ্রুপ সহ ভারত পিছু হঠবে। বিশ্ব বাংলাদেশের বিপ্লবী জনগণের পাশে দাড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন আপাতত আমরা নিজেদের বৃহৎ স্বার্থে চাদাবাজি, খুন, খারাপি, হিংসা, বিদ্বেষ ভুলে ভারত ও লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি। আমীন!!