09/23/2024
'এটি একটি ব্যর্থ ভালোবাসার গল্প,,,,,,,👇
জান আমার ক্যান্সার হয়েছে। প্লিজজজ তুমি আমাকে ভুলে যাও। আমি হয়-তো আর এক মাস বেচে থাকবো।
'তোমার মাথা ঠিক আছে খাদিজা তুমি কি বলতেছো। সুস্থ মানুষের হঠাৎ ক্যান্সার হলো।
'২মাস ধরে অসুস্থ ছিলাম। কালকে ডাক্তারের কাছে এসে জানতে পারলাম আমি নাকি আর এক মাস বেছে থাকবো।
'আমি বিশ্বাস করিনা। আচ্ছা তুমি এখন কোথায় আছো হ্যাঁ।
'ময়মনসিংহ হাসপাতালে। ৫ম তালার ১২নাম্বার রুমে।
'ঠিক আছে আমি আসতেছি তোমাকে কাছে। সত্যি বলছো না মিথ্যা বলতেছো সব প্রমান হবে।
'আসো আমি অপেক্ষায় আছি।
'এর পরে আশিক নিজের মটরসাইকেলটি নিয়ে সোজা ময়মনসিংহ হাসপাতালে চলে আসে। এর পরে ৫ম তালার ১২নাম্বার রুমে গিয়ে দেখতে পায়
খাদিজা সেলাইন দেয়া অবস্থায় শুয়ে আছে।
'খাদিজা।
'মুহূর্তে খাদিজা পিছনে ঘুরে আশিককে দেখতে পায়। তুমি এসেছো এই দেখো আমার বতর্মান অবস্থা?
'আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পাচ্ছিনা। আমি কি এটা স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি।
'বাস্তবে দেখতেছো জান। এই দেখোনা আমার মাথায় আর চুল নেই। ডাক্তার সব ফেলাই দিছে।
'খাদিজার এমন অবস্থা দেখে আশিক কান্না করতে শুরু করলো। যেই মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটার এই অবস্থা।
'এই পাগল কান্না করিওনা। তোমার কান্না দেখলে আমার কষ্টো হয়। প্লিজজ আশিক কান্না থামাও।
'খাদিজা তোমার কিছু হলে আমার কি হবে। কে আমাকে ভালোবাসবে। কে আমাকে শাসন করবেআমি রাগ করলে কে আমাকে বুঝাবে। আমি বাচবো না তোমাকে ছাড়া খাদিজা।
'পাগল এমন কথা বলিওনা। এই জন্মে এক হতে পারলাম না তাতে কি পরবর্তীতে জন্মে নাহয় এক হবো। তখন আবার দুজন দুজনকে ভালোবাসবো।
'খাদিজা। love you
'I love you to
আচ্ছা আশিক আমার একটা কথা রাখবা তুমি।
'অবশ্যই রাখবো। বলো কি কথা।
'আমার মৃত্যুর আগ পযর্ন্ত আমার সঙ্গে থাকবে। প্লিজজজজজজজজ। প্লিজজজজ।
'শুধুমাত্র মৃত্যুর আগ পযর্ন্ত না জান।
আমি মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকতে চাই।
'আর একটি কথা।
'বলো।।আমার মৃত্যুর পরে আমার পাশে যেনো কাউকে কবর দেওয়া না হয়।
'কেনো।
'কারন তোমার যখন মৃত্যু হবে তখন যেনো আমার পাশে তোমার কবরটি দেয়া হয়।
'কারনটি জানতে পারি।
'খুব ইচ্ছে ছিলো বিয়ের পরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো সেই ইচ্ছে টি-তো পূর্ণ হলোনা। তাই মৃত্যুর পরে না হয় পাশা-পাশি ঘুমিয়ে থাকবো।
'ঠিক আছে তুমি এখন ঘুমাও। তোমার শরীর তেমন ভালো নেই জান।
'ঘুমতো আসেনা।
'তুমি আমার কোলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখবা ঘুম আসবে।
'ঠিক আছে।
'এর পরে খাদিজা আশিকের কোলে মাথা রাখে এবং আশিক আলতো করতে মাথাটি বুলিয়ে
দিতে থাকে।
'সত্যি ভালোবাসা এমন হওয়া দরকার। যে মৃত্যুর আগ পযর্ন্ত ভালোবেসে যাবে?
অনুগল্প: #ভালোবাসি অনেক ভালোবাসি,,,,!