28/10/2024
🟢🔴টিম ভিত্তিক “এজেন্ট পয়েন্ট” নিন!
🔴🔴এক হাজার টাকা মূলধনে ৯টি বিজনেস করুন!
🔴🟢🟧 ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এজেন্ট নেয়া হচ্ছে🔴🟢🟧
🟧 স্টারল্যান্ড বিজনেস সলিউশনের আওতায় বর্তমানে ৯টি বিজনেস চালু করা হচ্ছে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে। প্রতিটি সিটিকর্পোরেশন ও পৌরসভায় এরিয়া ভিত্তিক একটি করে এজেন্ট এবং প্রতিটি ইউনিয়নে ১টি করে এজেন্ট পয়েন্ট দেয়া হবে।
🔴 ৯টি বিজনেস হচ্ছে-
১) ইকমার্স বিজনেস
২) আইটি বিজনেস
৩) জিপিএস ট্রেকার বিজনেস
৪) ডিলারশীপ বিজনেস
৫) হেলিকপ্টার ভাড়া
৬) কুরিয়ার বিজনেস
৭) আউটসোর্সিং ইনকাম
৮) বাজার-সদাই প্রজেক্ট
৯) মোবাইল রিচার্জ ও একাউন্ট বিক্রি
আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি টিম ভিত্তিক “এজেন্ট পয়েন্ট” নিতে পারবেন। আপনার পরিচিত বন্ধু-বান্ধবকে এই বিজনেসের পার্টনার হিসেবে নিতে পারেন। যদি আপনারা ১০জন পার্টনার থাকেন তাহলে প্রত্যেককে ১ হাজার টাকা করে ইনভেষ্ট করতে হবে। এই এজেন্ট পয়েন্ট থেকে যা ইনকাম হবে আপনারা ১০জন সমান ভাগে ভাগ করে নিবেন।
স্টারল্যান্ড বিজনেস সলিউশনের “এজেন্ট পয়েন্ট” থেকে এক সাথে ০৯টি বিজনেস চালু করা হবে আর এই ৯টি বিজনেসের মধ্যে শুধু কুরিয়ার বিজনেসটা আপনারা নিজেরা করবেন বাকি ৮টি বিজনেস করবে আপনার এলাকার যারা বেকার ছেলে-মেয়ে আছে তারা। সকল বেকার ছেলে-মেয়েরা উদ্যোক্তা হিসেবে আমাদের সাথে যুক্ত হতে পারে আর তারা কোন প্রকার ইনভেষ্ট ছাড়াই বিজনেস গুলো করতে পারে এবং তাদের বিজনেস থেকে আপনারা কমিশন পাবেন। আপনাদের এজেন্ট পয়েন্টে যত বেশী উদ্যোক্তা যুক্ত হবে, আপনাদের ইনকামও তত বেশী হবে।
নিম্নে আমাদের ০৯টি বিজনেসের সংক্ষিপ্ত ধারনা দেয়া হলো-
🔴 ১) ইকমার্স বিজনেস-
এখন সারা দেশে কয়েক লক্ষ তরুন উদ্যোক্তা ইকমার্স বিজনেস করছে। ইকমার্স বিজনেস করার জন্য প্রয়োজন হয় একটি ওয়েবসাইট অথবা একটি ফেইসবুক পেইজ, এর পর প্রয়োজন হয় কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে সেই সব প্রোডাক্ট সোর্সিং করা অথবা কিনে স্টক করা। যে যত বেশী প্রোডাক্ট সোসিং করতে পারে সে তত বেশী ভালো বিজনেস করছে। আর এর জন্য অনেকেই লাখ লাখ টাকা ইনভেস্ট করে। কিন্তু “স্টারল্যান্ড বিজনেস সলিউশন” কোন প্রকার ইনভেষ্ট ছাড়াই একজন উদ্যোক্তাকে ইকমার্স বিজনেস করার সুযোগ করে দিচ্ছে। যে কেউ অনলাইনে হাজার হাজার প্রোডাক্ট দিয়ে সারা দেশে বিজনেস করতে পারবে। উদ্যোক্তা শুধু তার ফেইসবুক পেইজ দিয়ে মার্কেটিং করবে আর অর্ডার সংগ্রহ করবে বাকি কাজ করবে “স্টারল্যান্ড বিজনেস সলিউশন”। আমরা উদ্যোক্তার অর্ডার মোতাবেক তার ক্রেতার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো, ক্রেতা প্রোডাক্ট বুঝে পেয়ে মূল্য পরিশোধ করবে। আমরা সেই মূল্য থেকে হোলসেল প্রাইজ রেখে বাকি প্রফিট পাঠিয়ে দিবো উদ্যোক্তা একাউন্টে। এই ভাবে একটি বেকার ছেলে বা মেয়ে কোন প্রকার ইনভেস্ট ছাড়া ইকমার্স বিজনেস করে মাসে ৫-৩০ হাজার টাকা আয় করতে পারবে ইনশাআল্লাহ।
🔴 ২) আইটি বিজনেস-
স্মার্ট যুগের এখন স্মার্ট বিজনেস হচ্ছে আইটি বিজনেস। “স্টারল্যান্ড বিজনেস সলিউশন”উদ্যোক্তাদের দিচ্ছে আইটি বিজনেস করার সুযোগ। কোন প্রকার অফিস লাগবে না, বাড়িতে বসেই যে কোন শিক্ষিত ছেলে-মেয়ে একটি ফেইসবুক পেইজ খুলে আইটি বিজনেস করতে পারে। কোন প্রকার ইনভেস্ট ছাড়াই বাসায় বসেই সারা দেশে আইটি রিলেটেড সকল সার্ভিস দিতে পারবে তার পেইজের মাধ্যমে যেমন- ওয়েবসাইট তৈরি, এপস তৈরি, ডোমেইন-হোস্টিং সার্ভিস, সফটওয়ার বিক্রি, বিভিন্ন ট্রেনিং প্যাকেজ বিক্রি, বাল্ক এসএমএস সহ নানান সার্ভিস। মূলত উদ্যোক্তা এই সব কাজের জন্য ক্লাইন্ট রেডি করবে এবং আমাদের কাছ থেকে কাজ গুলো করিয়ে তার ক্লাইন্টকে বুজিয়ে দিবে। উদ্যোক্তাগণ এই আইটি বিজনেস করে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারে।
🔴 ৩) জিপিএস ট্রেকার বিজনেস-
জিপিএস ট্রেকার ডিভাইস হচ্ছে এমন একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস যা যে কোন পরিবহন, বাইক, প্রাভেটকার, বাস, ট্রাক, সিএনজি, অটো রিক্সা সহ যে কোন পরিবহনের ইঞ্জিলের সাথে সংযুক্ত করে দিলে সেই গাড়ীটি কোথায় আছে, গাড়ীতে কে কি কথা বলছে সব কিছু মোবাইল এপস এর মাধ্যমে দেখা যাবে ও শুনা যাবে। এমনকি গাড়ীর মালিক দুর থেকে চলন্ত গাড়ীর ইঞ্জিন অফ করে দিতে পারবেন, তাতে করে গাড়ী আর চুরি হওয়ার ভয় থাকবে না। এই ডিভাইসের চাহিদা এখন দিন দিন বাড়ছে। যে কোন বেকার ছেলে মেয়ে ইনভেস্ট ছাড়া এই “জিপিএস ট্রেকার ডিভাইস” বিজনেসটি করতে পারে। কাজ হবে শুধু পরিবহন মালিককে এই ডিভাইস সম্পর্কে জানানো, বাকি সব কাজ “স্টারল্যান্ড বিজনেস সলিউশন” করে দিবে। এই বিজনেসটি যে কেউ সারা দেশেই করতে পারে আর মাসে ৫-২০ হাজার টাকার বা তার চেয়েও বেশী ইনকাম করতে পারে।
🔴 ৪) ডিলারশীপ বিজনেস-
সাধারনত ডিলারশীপ বিজনেসে লাখ লাখ টাকা লাগে কিন্তু “স্টারল্যান্ড বিজনেস সলিউশন” উদ্যোক্তাদের একটা সুযোগ করে দিতে চাচ্ছে মাত্র ১-২ হাজার টাকায় যে কেউ ডিলারশীপের বিজনেস করতে পারবে, তবে ছাত্র-ছাত্রীগণ মাত্র ২০০/৩০০ টাকাতেও এই ডিলারশীপ বিজনেস করতে পারে। আমরা প্রায় বেশ কিছু কোম্পানীর শতাধিক পণ্য নিয়ে কাজ করছি। যে কোন উদ্যোক্তা তার এলাকার চাহিদা মোতাবেক পণ্য আমাদের এজেন্ট পয়েন্ট থেকে নগদ মূল্যে সংগ্রহ করে, তার ইচ্ছা মতো দামে দোকানে দোকানে পাইকারী বিক্রি করবে অথবা চাইলে খুচরাও বিক্রি করতে পারে। এই ভাবে একজন উদ্যোক্তা ডিলারশীপ বিজনেস করতে পারে তার এলাকাতেই। ইনকাম নির্ভর করবে তার বিক্রির উপর, বিক্রি যত বেশী হবে ইনকামও তত বেশী আসবে। প্রতি দিন ২/৩ ঘন্টা মার্কেটিং করলে মাসে ৫-২০ হাজার টাকা আয় করতে পারবে ইনশাআল্লাহ।
🔴 ৫) হেলিকপ্টার ভাড়া-
Starland Helicopter Services একটি হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার। যে কেউ চাইলে ইনভেষ্ট ছাড়াই হেলিকপ্টার ভাড়া নিয়ে বিজনেস করতে পারেন।
বিমানে ভ্রমণের সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুবিধা অনেক কম। হেলিকপ্টার অনেক নিচু দিয়ে উড়ে যায় বিদায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তাই হেলিকপ্টারে ভ্রমণ করা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনেকেরই ইচছা থাকতেই পারে। তাই আমরা প্রতিটি জেলাতে ১০ মিনিটের হেলিকপ্টার রাইডের আয়োজন করতে যাচ্ছি। যেই সব জেলাতে আমাদের উদ্যোক্তা থাকবে সেই জেলাতেই প্রতি মাসেই চাহিদা মোতাবেক এই সার্ভিস দেয়া হবে। মাত্র ৭ হাজার টাকায় যে কেউ ১০ মিনিটের জন্য তার নিজ শহরটি পাখির চোখে দেখার সুযোগ পাবে। প্রতিটি প্যাকেজ থেকে আমাদের উদ্যোক্তাগণ ১০% কমিশন পাবে।
🔴৬) কুরিয়ার বিজনেস-
বর্তমানে আমরা “সেফটি কুরিয়ার” নামে একটি কুরিয়ার সার্ভিস চালু করেছি। ইতিমধ্যে ৪০টির বেশী এজেন্ট তৈরি হয়েছে এবং তারা সার্ভিস দিচ্ছে। মাত্র ৬০-১০০ টাকায় যে কোন পার্সেল দেশের যে কোন ইউনিয়ন বা গ্রামে পৌছানো সম্ভব।
বর্তমানে আমরা নিজস্ব কোন গাড়ী দিচিছ না, আমরা ইতিমধ্যে ডাকবিভাগের মাধ্যমে সেবাটি প্রদান করছি, কারন প্রতিটি ইউনিয়নেই পোস্ট অফিস রয়েছে। তাই এজেন্টগণ এই পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল পাঠাবে। কোথাও কোথাও দ্রুত পার্সেল পৌছানোর জন্য স্খানীয় পরিবহনের সাথে আমরা কন্ট্রক করছি।
প্রত্যেক এজেন্টকে সেফটি কুরিয়ারের এজেন্ট সফটওয়ার দেয়া হবে, যা ব্যবহার করে তার বিজনেস পরিচালনা করবেন। কুরিয়ার বিজনেসে শুরুতে ইনকাম কম হবে তবে এজেন্টদের আন্ডারে যেই সকল উদ্যোক্তা থাকবে তারাই এই কুরিয়ার সার্ভিসের প্রচারনা করবে যার ফলে খুব দ্রুতই আমাদের কুরিয়ারের পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ।
এছাড়া আমাদের সকল উদ্যোক্তা ডিলারশীপের প্রোডাক্ট ও ইকর্মাসের প্রোডাক্ট আমাদের কুরিয়ারের মাধ্যমেই ডেলিভারী দেয়া হবে।
🔴 ৭) আউটসোর্সিং প্রজেক্ট-
বাসায় বসে এখন যে কোন শিক্ষিত গৃহীনি, বেকার ছেলে-মেয়ে, স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্টগণ আইটির কয়েকটি কোর্স করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারে। আমাদের একটি প্রিমিয়াম কোর্স প্যাকেজ আছে, যার ট্রেনিং ভিডিও গুলো দেখে যে কেউ বাসায় বসেই ফ্রিল্যাসিং শিখতে পারবে ও আয় করতে পারবে।
প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজে যা যা থাকছে-
⬛ Fiverr একাউন্ট তৈরি ও আয়
⬛ Ilasstator এ টু জেট
⬛ Photoshop এ টু জেট
⬛ Digital Marketing
⬛ Youtube Marketing
⬛ Facebook Marketing
⬛ Canva এ টু জেট
এই কোর্সটি নিতে খরচ করতে হবে মাত্র ৩০০ টাকা। এই কোস গুলো যারা করবে তাদের জীবনে টাকার কোন অভাব হবে না ইনাআল্লাহ। তাই যে কেউ এই প্রিমিয়াম কোর্সটি নিতে পারে ও বাসায় বসেই অনলাইন কাজ করে হাজার হাজার ডলার আয় করতে পারে।
আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই সকল ছাত্র-ছাত্রীরা যুক্ত ছিল তাদের সবাইকে আমরা ফ্রিতে ফ্রিল্যাসিং শিখাবো ৭টা কাটাগরীতে এর পর তাদের জন্য “ফাইভার” এর মতো আমরা দেশীয় একটা মার্কেটপ্লেস তৈরি করবো। যার নাম হবে “স্টারল্যান্ড ই-ডেক্স”। এখানে সকল ফ্রিল্যান্সারগণ তাদের কাজের বিজ্ঞাপন দিবে আর আমরা এই মার্কেট প্লেসটি পৌছে দিবে দেশের সকল অফিস বা প্রতিষ্ঠান গুলোতে। যাতে করে সরাসরি একজন ক্লাইন কোন প্রতিষ্ঠানের উচ্চ মুল্যে কোন কাজ না করে, সরাসরি ফ্রিল্যাসারদের মাধ্যমে অনেক কম টাকাতে কাজ করে নিতে পারে। তাতে করে আমাদের নতুন নতুন তৈরি করা ফ্রিল্যান্সারগণ দেশী বাজার দখল করবে, এর পর দক্ষ হয়ে ইন্টারন্যাশনাল বাজারে ঢুকবে কাজ করার জন্য এবং আমরা বিশ্বাস করি তখন তারা বাড়ীতে বসেই হাজার হাজার ডলার ইনকাম করবে। সেই দিন আর বেশী দেরী নাই, যখন কোন বেকার থাকবে না।
🔴 ৮) বাজার-সদাই প্রজেক্ট-
বাজার-সদাই প্রজেক্টে হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সমাগ্রী যেমন- চাল, ডাল, তেল, লবন, চিনি, শাকসবজ্বি, মাছ, মাংশ সহ সকল প্রকার মুদি আইটেম অনলাইন ও অফলাইনে ডোর টু ডোর হোম ডেলিভারীর মাধ্যমে বিক্রি করা।
প্রতিটি জেলা সদরেই বাজার-সদাই প্রজেক্ট চালু করা হবে ইনশাআল্লাহ, তবে তার জন্য প্রয়োজন আমাদের একটি মার্কেটিং টিম। একটা জেলাতে আমাদের ২০০ জন উদ্যোক্তা থাকলে আমরা সেই জেলাতেই বাজার-সদাই প্রজেক্ট চালু করতে পারবো। আর এই নিত্যদিনের পণ্যের চাহিদা কোন দিন কমবে না, তাই আশা করি এই প্রজেক্ট থেকে আমাদের উদ্যোক্তাগণ খুব ভালো আয় করতে পারবে ইনশাআল্লাহ।
🔴 ৯) মোবাইল রিচার্জ-
শহর কিংবা গ্রামে সবার হাতে হাতে মোবাইল, আর সেই মোবাইল রিচার্জ সবারই প্রয়োজন। আপনি আমাদের এজেন্ট হয়ে আজ থেকেই এই রিচার্জ বিজনেস চালু করতে পারেন। আপনি নিজে উদ্যোক্তাদের মোবাইল রিচার্জ “রিসেলার”একাউন্ট খুলে দিতে পারবেন এবং প্রতিটি একাউন্টের জন্য ৫০-১০০ টাকা চার্জ নিতে পারবেন, এই চার্জ সম্পর্ন আপনাদের। আমাদের কোন চার্জ দিতে হবে না। আপনি মোবাইল রিচার্জে প্রতি হাজারে ৩০ টাকা কমিশন পাবেন। সেই কমিশন থেকে আপনার রিসেলারদের ২০-২৬ টাকা কমিশন দিতে পারবেন এতে করে প্রতি হাজারে আপনার লাভ থাকবে ৪-১০ টাকা। রিসেলারদের কত কমিশন দিবেন তা আপনি নিজে ঠিক করবেন।
এই ভাবে মোবাইল রিচার্জ এর মাধ্যমে আপনারা ২ ভাবে আয় করতে পারেন। ১) একাউন্ট বিক্রি, ২) ব্যালেঞ্চ দিয়ে।
⬛ “এজেন্ট পয়েন্ট” নিতে গেলে, আপনার মতো আরও ০৯ জন রেডি করতে হবে। ১০ জন মিলে যৌথ ভাবে এজেন্ট পরিচালনা করবেন।
⬛ “এজেন্ট”এর জন্য কোম্পানীকে কোন জামানত দিতে হবে না, শুধুমাত্র সাইনবোড, লিফলেট ও ভিজিটিং কার্ডের জন্য ৬ হাজার টাকা ইনভেস্ট করতে হবে।
মূলত, এই টাকায় এজেন্ট পয়েন্টের জন্য ১টি সাইনবোড (বেনার), ১ হাজার লিফলেট, ১ হাজার ভিজিটিং কার্ড, কুরিয়ার ভাউচার (আনলিমিটড - শেষ হয়ে গেলে আবার দেয়া হবে), এজেন্ট এর সফটওয়ারের একসেস ও মোবাইল রিচার্জের মার্চেন্ট এক্সসেস, যা দিয়ে আনলিমিটেড রিচাজর্ একাউন্ট খুলে দিতে পারবেন।
⬛ আপনাদের এজেন্ট পয়েন্ট চালু করার সময় ডিলারশীপ বিজনেস পরিচালনা করার জন্য আপনাদের আরও ৪ হাজার টাকার প্রোডাক্ট স্টক করতে হবে। মূলত এই ডিলারশীপের প্রোডাক্ট আপনারা নিজেরা সরাসরি সেল করবেন না। আপনাদের এলাকার যারা উদ্যোক্তা হবে বা ডিলারশীপ বিজনেস করতে আগ্রহী তারাই এজেন্ট পয়েন্ট থেকে নগদ টাকায় প্রোডাক্ট সংগ্রহ করে বিক্রি করবে আর আপনারা তাদের থেকে প্রতি মাসে কমিশন পাবেন।
🟢🔴 আপনারা যৌথ ভাবে সার্ভিস পয়েন্ট নিয়ে প্রতি মাসে প্রত্যেকেই ৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন ইনশাআল্লাহ।
🟧 “এজেন্ট” কমিশন-
🟢 ১) কুরিয়ার কমিশন ৫০% (পিকআপ ৩০% + ডেলিভারী ২০%)
🟢 ২) হেলিকপ্টার ভাড়া থেকে ৫%
🟢 ৩) আইটি বিজনেস থেকে ১০%
🟢 ৪) জিপিএস ট্রেকার বিজনেস থেকে ১০%
🟢 ৫) ইকমার্স বিজনেস থেকে ৩%
🟢 ৬) ডিলারশীপ বিজনেস থেকে ৩%
🟢 ৭) বাজার-সদাই প্রজেক্ট থেকে ৩%
🟢 ৮) মোবাইল রিচার্জ থেকে প্রতি হাজারে ৩০টাকা কমিশন এবং সাথে রিসেলার একাউন্ট তৈরি করে ৫০-১০০ টাকা ইনকাম।
আপনি যদি “যৌথ ভাবে এজেন্ট পয়েন্ট” নিতে আগ্রহী হন তাহলে আপনার নাম, ঠিকানা, কন্ট্রাক নাম্বার ইনবক্সে / মেসেঞ্জারে সেন্ট করুন।