Chandra dip

Chandra dip চন্দ্রদ্বীপ !! Chandra dip Chandra Dip Sports news
চন্দ্রদ্বীপ

04/07/2025

দলের কিছু না দিতে পারায় হতাশ তানজিদ হাসান তামিম

04/07/2025

Bangladesh vs See Lanka

04/07/2025

Inland ও India এর অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ টেস্ট স্কোর যাদের।

04/07/2025

অধিনায়ক হিসেবে Testa First দুটি সর্বোচ্চ স্কোর করেছেন Gil।

)

04/07/2025

World test চ্যাম্পিয়নশিপে রবিন্দ্র জাদেজার পারফরম্যান্স

#

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ যেখানে অনন্যনিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোচ হিসেবে তিনি কঠোর। শৃঙ্খলার ব্যাপারে ছাড় দেন না এক...
04/07/2025

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ যেখানে অনন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোচ হিসেবে তিনি কঠোর। শৃঙ্খলার ব্যাপারে ছাড় দেন না একটুও। অতীতে না তাকিয়ে তিনি বিশ্বাস করেন প্রক্রিয়ার ওপর। শুনতে হয়েছে প্রচুর সমালোচনাও। স্রোতের বিপরীতেও দাঁড়িয়ে পিটার বাটলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনিই সঠিক।
নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য এক দিনে আসেনি। দুবার হয়েছে সাফ চ্যাম্পিয়ন। তবু এশিয়ান কাপে খেলার স্বপ্ন কজনই বা দেখেছিলেন। মিয়ানমার যাওয়ার আগে বাটলার খুব বেশি আশ্বাস না দিলেও বিশ্বাস রাখতে বলেছিলেন তাঁর প্রক্রিয়ার ওপর। সেই প্রক্রিয়ায় ভর করে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কেটেছে এশিয়ান কাপের টিকিট।

অথচ কয়েক মাস আগেও দেশের ফুটবলে বাটলারকে বাদ দেওয়ার পক্ষে মানুষের অভাব ছিল না! গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার সময়ই সিনিয়র ফুটবলাররা তাঁকে নিয়ে নাখোশ ছিলেন। জানুয়ারিতে বিদ্রোহের ডাক দেন ১৮ ফুটবলার। বাটলারও পণ করেছিলেন, ‘হয় তারা থাকবে, নয়তো আমি!’ দিন শেষে দুই পক্ষ দেখায় নমনীয়তা।

নিজের প্রক্রিয়া থেকে কিছুতেই সরেননি বাটলার। সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের মতো অভিজ্ঞ সেনানীদের বাদ দিয়ে করতে থাকেন ভবিষ্যতের পরিকল্পনা। সাফের সুখস্মৃতি ভুলে দেখতে থাকেন এশিয়ার মঞ্চে যাওয়ার। র‍্যাঙ্কিংয়ের ওপরের দলের বিপক্ষে খেলতে বাফুফেকে জোর দিতে বলেন তিনি। চাইতে থাকেন উন্নতমানের সুযোগ-সুবিধা। নিজের চাওয়ামতো সবকিছু হয়তো পাননি, কিন্তু পথা হারাতে দেননি বাংলাদেশকে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রই সে প্রমাণ। র‍্যাঙ্কিংয়ের ওপরের সারির দলগুলোর বিপক্ষে তাঁর হাই প্রেসিং কৌশলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেন ফুটবলাররা।

বাটলারের প্রতি তাই আলাদাভাবে কৃতজ্ঞ বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘ধন্যবাদ পিটার বাটলারকে। সে অনেক ভালো কোচ এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে দলকে এগিয়ে নিতে হবে। সে এ কাজটাই করেছে। তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আগামী দিনগুলোয় আমরা সেভাবে এগিয়ে যাব।’ বাটলারের কাঁধে চড়ে বাংলাদেশ এশিয়া পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না।




ভারতকে এবার কী জবাব দেবে ইংল্যান্ডক্রীড়া ডেস্ক ::  অধিনায়ক শুবমান গিলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্র...
04/07/2025

ভারতকে এবার কী জবাব দেবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক :: অধিনায়ক শুবমান গিলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংস করেছে ৫৮৭ রান। গিল ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় করেন ২৬৯ রান। এজবাস্টনে ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

এজবাস্টনে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের দুই দিন মিলিয়ে ৬৬৪ রান হয়েছে। পড়েছে ১৩ উইকেট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে। টেনিসে উইম্বলডনেরও ম্যাচ রয়েছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি
এজবাস্টন টেস্ট: তৃতীয় দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা

সরাসরি সনি টেন ১ ও ৫
গ্রেনাডা টেস্ট: দ্বিতীয় দিন
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
রাত ৮টা
সরাসরি টি স্পোর্টস
টেনিস খেলা সরাসরি
উইম্বলডন বিকেল ৪টা
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২


বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশনিজস্ব প্রতিবেদক, ঢাকা :: মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান ...
03/07/2025

বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বপ্নও তাই বড় হতে শুরু করেছে। বাংলাদেশ এখন হাঁটতে চায় বিশ্বকাপের পথে। যা বেশ কঠিনই।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। যেখানে তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ দল। বাংলাদেশসহ স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে জায়গা। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা ছয়ের ভেতর। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে যাবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আজ বাফুফে ভবনে সংবাদমাধ্যমে কিরণ বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে। কারণ সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন খেলতে তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয়েক মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব।’

মাঝখানে নারী ফুটবল দলে ছিল বিদ্রোহের সুর। বিদ্রোহের অবসানের পরও সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, কৃষ্ণা রাণী সরকারদের ছাড়াই দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। এনে দিয়েছেন সাফল্য। বাটলারের নজর এখন বিশ্বকাপের দিকে।
কিরণ বলেন, ‘ইতোমধ্যে বাটলারের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমাদের মনোযোগ ও নজর থাকবে সেখানে, যেন আরও ভালো কিছু করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন বিশ্বকাপ খেলা। সেটার জন্যই আমরা মাঠে নামব, সেটা জন্যই কাজ করব। কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলব।’

মিয়ানমারের বিপক্ষে দুটি গোলই আসে ঋতুপর্ণা চাকমার কাছ থেকে। তাঁকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করলেন কিরণ, ‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও ভালো ফুটবলার কোনো সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে। ছেলে-মেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু ঋতু আমাদের মেসি, এটার বলার অপেক্ষা নেই। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারও মতো নয়।’
এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল খেলবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে। বাংলাদেশের সামনে তাই রয়েছে সেই সুযোগও।

কফি খেতে গিয়ে তাসকিন দেখেন বাংলাদেশের ৫ উইকেট নেইনিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ইনিংসটা যখন শুরু হয়েছিল, তখন আশার আলোই জ্বলছি...
03/07/2025

কফি খেতে গিয়ে তাসকিন দেখেন বাংলাদেশের ৫ উইকেট নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ইনিংসটা যখন শুরু হয়েছিল, তখন আশার আলোই জ্বলছিল। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম উইকেট পড়ে ২৯ রানে। এরপর শান্ত আর তানজিদের ব্যাটে গড়ে ওঠে প্রতিরোধের দেয়াল। রানের চাকা ঘুরছিল মসৃণ গতিতে। ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ৯ উইকেট—সেই সময় বাংলাদেশ জয়ের পথেই হেঁটেছে বলে মনে হচ্ছিল।
কিন্তু হঠাৎ যেন নেমে এল অন্ধকার। ম্যাচের ১৭তম ওভারের তৃতীয় বলে শান্ত রান আউট। এরপর ১৮তম ওভারে হাসারাঙ্গার এক ওভারে দুই উইকেট—লিটন দাস ও তানজিদ তামিমের বিদায়ে চরম বিপর্যয়। শুরু হয় উইকেট পতনের মিছিল। একসময় স্কোরবোর্ডে দেখা গেল ১০৫ রানে ৮ উইকেট! মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচে পড়ে যায় গভীর খাদে।

এই ভয়াবহ পতনের সঙ্গে জড়িয়ে গেল একটি লজ্জাজনক রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে ২য় উইকেট থেকে ৮ম উইকেট পর্যন্ত সবচেয়ে দ্রুত পতনের দ্বিতীয় সর্বনিম্ন রানের মধ্যে ঘটা রেকর্ডটি এতদিন ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেটে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র—৮ রানে ৭ উইকেট। এবার সেই জায়গায় বাংলাদেশের নাম লেখা হলো—মাত্র ৫ রানে ৭ উইকেট!
ম্যাচের ওই সময়ে তাসকিন আহমেদ তখন ড্রেসিংরুমে। কফির কাপ হাতে ডাইনিং থেকে বেলকনিতর ফিরছিলেন। তখনই চোখ কপালে! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের এমন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, ‘ড্রেসিংরুমে কফি হাতে নিয়ে দেখি ৫ উইকেট পড়ে গেছে। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। অনিশ্চয়তার খেলা। কিন্তু আমি এটা প্রত্যাশা করিনি যদিও।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দ্রুত এমন ব্যাটিং ধস বিরল। বিস্ময় ছড়িয়েছে গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। কেউ বলছেন, ‘এটা কল্পনারও অতীত!’ আবার কেউ লিখেছেন, ‘এমন ব্যাটিংয়ে হারটাই প্রাপ্য। আবার কেউ লিখছেন মিসাঈল গতিতে উইকেট পতন। ’
তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’

এমন বিপর্যয়ের পরও হাল ছাড়তে নারাজ তাসকিন। তাঁর বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’

বিপিএলের দল বাছাই আগস্টে, ড্রাফট অক্টোবরেনিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের তোড়জোড় এ...
02/07/2025

বিপিএলের দল বাছাই আগস্টে, ড্রাফট অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের তোড়জোড় এরই মধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিকঠাক থাকলে ১২তম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে অক্টোবরে। তার আগে আগস্টে হবে দল বাছাই।

বিসিবি কার্যালয়ে আজ ২০২৬ বিপিএল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। বিকেলে গ্রাউন্ডস বিভাগের কিউরেটরদের নিয়ে তিনদিনের কর্মশালা শেষে মাহবুব আনাম বলেন, ‘আমি মনে করি, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অক্টোবরের আগে হবে না। যদি আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে আয়োজন-ব্যবস্থাপনার কাজ আগস্টের মাঝামাঝি সময়ে শেষ করতে পারি, তবে আগস্টের শেষ নাগাদ ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে যেতে পারব। এরপর যদি সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয়, তাহলে আমরা অক্টোবরে ড্রাফট আয়োজনের অবস্থানে থাকব।’

১১তম আসরের পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানান মাহবুব আনাম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘এখন নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার প্রক্রিয়ায় যাচ্ছে বোর্ড। এই মুহূর্তে আমরা প্রোডাকশন, পৃষ্ঠপোষক কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ নই। সবকিছু শুরু করছি একেবারে শূন্য থেকে। আগ্রহী পুরোনো ফ্র্যাঞ্চাইজিরাও আবেদন করতে পারবে, যদি তারা কোনোভাবে ডিফল্টার না হয়ে থাকে।’

প্রবাসী বাংলাদেশিরাও এবারের বিপিএলে দল কিনতে পারেন বলে জানিয়েছেন মাহবুব। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিদেশে বসবাসকারী কিছু আগ্রহী বিনিয়োগকারীর নাম আমাদের কানে এসেছে। যেমন ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি মালিকানার কথাও শুনেছি। আগস্টে যখন আমরা চূড়ান্ত বাছাইয়ে যাব, তখনই জানাতে পারব কাদের হাতে যাবে নতুন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব।’
ড্রাফট ও ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বড় চিন্তা এখন মাঠ নির্বাচন নিয়ে। বিপিএল আয়োজনের জন্য আইসিসির নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয় বিশেষ করে প্রোডাকশন সুবিধা, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। এজন্য আগামী সপ্তাহেই আমরা সম্ভাব্য মাঠগুলোর অবস্থা নিরীক্ষণ করবে বলে জানিয়েছেন মাহবুব। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান বলেন, ‘চার মাসের মধ্যে ভেন্যুগুলোর প্রস্তুতি শেষ করা গেলে তবেই বোঝা যাবে কয়টি মাঠে বিপিএল আয়োজন সম্ভব হবে। আমরা চাচ্ছি প্রয়োজনমতো মাঠের সংখ্যা বাড়াতে, তবে সেটা নির্ভর করছে প্রস্তুতির গতির ওপর। খুলনা ও বগুড়ায় আগে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়েছে। বরিশালে সংস্কার কাজ চলছে। যদি বরিশালের কাজ সময়মতো শেষ হয়, তাহলে আমরা হয়তো তিনটি নয়, চার বা পাঁচটি ভেন্যুতেই বিপিএল আয়োজন করতে পারব।’


উইকেট পাওয়ার পর লঙ্কানদের কাছে পিটুনি খেলেন শান্তক্রীড়া ডেস্ক  ::  বোলিংটা নাজমুল হোসেন শান্ত করেন কালেভদ্রে। ১৩৭ ম্যাচে...
02/07/2025

উইকেট পাওয়ার পর লঙ্কানদের কাছে পিটুনি খেলেন শান্ত

ক্রীড়া ডেস্ক :: বোলিংটা নাজমুল হোসেন শান্ত করেন কালেভদ্রে। ১৩৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি। কলম্বোর প্রেমাদাসায় আজ তিনি যে উইকেট পেলেন, সেটা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ মাস। উইকেট পাওয়ার পর অবশ্য পিটুনি খেয়েছেন তিনি।
তানজিম হাসান সাকিব-তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে শ্রীলঙ্কা চাপে পড়লেও ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসেছে। লঙ্কানদের উইকেট পেতে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ মোস্তাফিজুর রহমান, তাসকিনরা ওভারের পর ওভার করে গেছেন। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন মিরাজ বল তুলে দিলেন শান্তর হাতে। শান্ত এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন।

শ্রীলঙ্কার ইনিংসের ৩২তম ওভারের সময় শান্ত বোলিংয়ে আসেন। ওভারের প্রথম বলেই তাঁকে স্কয়ার কাট করে চার মারলেন জানিথ লিয়ানাগে। পরের দুই বল ডট দিয়েছেন শান্ত। ওভারের চতুর্থ বলে শান্তকে এগিয়ে এসে মারতে যান লিয়ানাগে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে তালুবন্দী করেছেন তানজিম হাসান সাকিব। তাতে ভেঙে যায় লিয়ানাগে-চারিথ আসালাঙ্কার ৭৬ বলে ৬৪ রানের জুটি।

৪০ বলে ৪ চারে ২৯ রান করে লিয়ানাগে ফিরলে ব্যাটিংয়ে নামেন মিলান রত্নায়েকে। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বল থেকে রত্নায়েকে নিলেন ১ রান। ৩২তম ওভার শান্ত শেষ করলেন ৫ রান ও ১ উইকেট নিয়ে। এক ওভার পর বোলিংয়ে এসেই গুবলেট পাকান তিনি। ৩৪তম ওভারের প্রথম বলে শান্তকে ছক্কা মেরেছেন আসালাঙ্কা। শান্তর হাত থেকে অবশ্য বল ফস্কে যায়। নো বল হওয়ায় শ্রীলঙ্কা পায় ৭ রান। একই ওভারের দ্বিতীয় বলে মিলান রত্নায়েকে চার মারেন। শান্ত আজ ২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
তালগোল পাকানোর পর শান্তর হাতে আর বল তুলে দেননি মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৯৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে অপরাজিত। রত্নায়েকে ১১ রানে ব্যাটিং করছেন।

৭৩ ধাপ ওপরের মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের কাছে বাংলাদেশনিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোচ পিটার বাটলার আত্মবিশ্বাসী ছিলেন, ...
02/07/2025

৭৩ ধাপ ওপরের মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের কাছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোচ পিটার বাটলার আত্মবিশ্বাসী ছিলেন, একই সঙ্গে মানতে বললেন বাস্তবতাও। বাংলাদেশ নিয়ে খুব কম লোকই তাই আশাবাদী ছিলেন। কারণ, নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুই পরাশক্তি বাহরাইন ও মিয়ানমার র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে। সেই ভুল ভাঙিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার আরও কাছে চলে গেলেন বাংলাদেশের মেয়েরা। বাহরাইনকে উড়িয়ে দেওয়ার পর আজ স্বাগতিক মিয়ানমারকে হারিয়েছে ২-১ গোলে। দুটো গোলই এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে।

এশিয়ান কাপের টিকিট পেতে বাংলাদেশকে চোখ রাখতে হবে আজকের বাহরাইন-তুর্কমেনিস্তান লড়াইয়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি ড্র কিংবা বাহরাইন জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ।
ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে প্রথম মিনিটেই বিপদের মুখে পড়তে হয়েছিল। ডান প্রান্ত থেকে ইউন ওয়াদি লাইংয়ের ক্রসে শ্বে ই তুনের ভলি অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ষষ্ঠ মিনিটে মনিকার শট সহজে তালুবন্দী করেন মিয়ানমারের গোলরক্ষক মিয়া নিয়েন।

১৮ মিনিটে বক্সের কিছুটা বাইরে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রি-কিক মানবদেয়ালে আটকে গেলেও বল চলে আসে তাঁর কাছে। এবার আর কোনো ভুল করেননি তিনি। বাম পায়ের কোনাকুনি শটে খুঁজে নেন জালের ঠিকানা। এগিয়ে দেন বাংলাদেশকে।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল শামসুন্নাহার জুনিয়রের কাছে। ঋতুপর্ণার ক্রসে তিনি পা ছোঁয়ালেও বল পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ৩৬ মিনিটে ই তুনের গোলে সমতায় ফিরেছিল মিয়ানমার। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। ৪২ মিনিটে ইউপার খাইনের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি শটে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে পারেননি নও রাই। বিরতির আগে সমতায় ফিরতে আরও কয়েকবার চেষ্টা করলেও ব্যর্থ হয় স্বাগতিকেরা।

বিরতির পর আরও মরিয়া হয়ে ওঠে মিয়ানমার। ৫৮ মিনিটে কর্নার থেকে মে লুর হেড ঠেকিয়ে দেন রুপনা। বাংলাদেশের আক্রমণে ফিরতে অবশ্য কিছুটা সময় লাগে। ৬৯ মিনিটে বাম প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রস মনিকা ঠিকমতো প্লেসমেন্ট করতে পারেননি। বল চলে যায় বারের ওপর দিয়ে।
৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। গোলদাতা আবারও সেই ঋতুপর্ণা। মিয়ানমারের ডিফেন্ডার থানদার তুনের ভুল পাসে বল পেয়ে যান তিনি। বাম প্রান্ত ধরে খানিকটা এগিয়ে যাওয়ার পর বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আশ্রয় নেয় জালে।
৭৫ মিনিটে ব্যবধান ৩-০ করার সুযোগ এসেছিল সুলতানার সামনে। বক্সের বাইরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা গোলপোস্ট পেয়ে যান তিনি। কিন্তু তাঁর শটের নিশানা ঠিক ছিল না। ৭৭ মিনিটে আবার বাংলাদেশকে রক্ষা করেন রুপনা। মাটিতে পড়ে রুখে দেন মিয়ানমারের ফরোয়ার্ড নোয়ে খিনকে। ৭৯ মিনিটে দুই ফুটবলারকে কাটিয়ে মুনকি আক্তারের দেওয়া পাস কাজে লাগাতে পারেননি সুলতানা। বক্সের বাইরে থেকে তাঁর শট চলে যায় অনেকটা ওপর দিয়ে।
৮৯ মিনিটে মিয়ানমারের হয়ে একটি গোল শোধ করেন উইন উইন। কিন্তু দিনশেষে হতাশায় ভুগতে হয় র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা স্বাগতিকদের। ৭৩ ধাপ পিছিয়ে ১২৮-এ থাকা বাংলাদেশ মাঠ ছেড়েছে আনন্দ নিয়ে। ৭ বছর আগে এই স্টেডিয়ামে মিয়ানমারের বিপক্ষে ৫-০ গোলে হারের দুঃস্মৃতি পেয়েছিল বাংলাদেশ। আজকের জয়টা তাই প্রতিশোধেরও!
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।

Address

Hà Đông

Telephone

+8801940356000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandra dip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share