Diner Alo Islamic TV "DAI TV"

Diner Alo Islamic TV "DAI TV" এটি সর্ম্পূন রাজনীতি মুক্ত, স্বতন্ত্র, ধর্মীয়, প্রচার ও শিক্ষামুলক একটি পেজ

11/07/2025

আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছিল।

-সূরা ইউনুস,আয়াত:১৩

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দি...
29/06/2025

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দিয়ে, ক্ষতির জন্য চিৎকার করার বদলে তিনি পানি চাইলেন, ওযু করলেন এবং ২ রাকাত নফল নামাজ আদায় করলেন।

পরবর্তীতে তিনি বললেন, "আমি যদি কাঁদতেই চাই, তাহলে আল্লাহর সামনেই কাঁদব—যিনি আমার হারানো সম্পদের চেয়েও বেশি ফিরিয়ে দিতে সক্ষম।"

➡️"এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এটি বিনয়ী ছাড়া সবার জন্য কঠিন।" — সূরা আল-বাকারা ২:৪৫

➡️"নবী মুহাম্মদ ﷺ-কে যখনই কোনো বিষয় চিন্তিত করত, তিনি নামাজে মগ্ন হতেন।" — সুনান আবু দাউদ ১৩১৯

27/06/2025

আরবী বছরের প্রথম মাসের প্রথম শুক্রবার

আলহামদুলিল্লাহ

26/06/2025

আরবী নববর্ষ
১৪৪৭ হিজরী নববর্ষের শুভেচ্ছা।
আজ ১লা মহরম

25/06/2025

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা

23/06/2025

মধ্যপ্রাচ্য আপডেট:

*** ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির দিকে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

*** আমেরিকান বিমান প্রতিরক্ষা বাহিনী আল উদেইদ বিমান ঘাঁটির দিকে নিক্ষিপ্ত ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

*** কুয়েত, ইরাক এবং বাহরাইনে আমেরিকান ঘাঁটির ভেতরে সাইরেন বাজছে।

*** ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে।

*** মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান বাহিনী এখন আশ্রয়কেন্দ্রে প্রবেশ করছে।

*** সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

23/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন শহীদ )

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন শহীদ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি শহীদ)

মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি শহীদ)

২০২৪ আমেরিকার ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত।
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদিব গুলো!

এখনো সময় আছে এক হও "মুসলিম"
হে আল্লাহ ,আপনি ইরানকে গায়েবি সাহায্যে বিজয় দান করুন,আমিন।

১৮ই জুন ২০২১ সাল.....বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি শহীদ ওমর ফারুক ত্রিপুরা (৫০) কে ঘরে ঢুকে গুলি করে হত্যা করে...
18/06/2025

১৮ই জুন ২০২১ সাল.....
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি শহীদ ওমর ফারুক ত্রিপুরা (৫০) কে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছিল উপজাতি সন্ত্রাসীরা।
এসময় তার স্ত্রী রাবেয়া বেগম স্বামীকে রক্ষা করার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার বুকে লাথি মারলে তিনি ছিটকে পড়ে যান বলে জানান তার মেজো মেয়ে আমেনা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ জুন রাতে এশার নামাজ শেষে ঘরে ফিরে আসার পর উপজাতীয় সন্ত্রাসীরা এই নও মুসলিম ঈমামকে নির্মমভাবে হত্যা করে। শহীদ ওমর ফারুক (পূর্বনাম পুর্নেন্দু ত্রিপুরা) রোয়াংছড়ির মতো দূর্গম পার্বত্য এলাকায় কমপক্ষে "ত্রিশ" টি পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন।
এ জন্যই তাকে উপজাতীয় সন্ত্রাসীরা হত্যা করেছে বলে জানিয়েছিলেন শহীদ ওমর ফারুক ত্রিপুরার পরিবার।

18/06/2025

মুনাফিক শব্দটা মুসলিমদের জন্য বরাদ্দ,
কাফের মুশরিকদের জন্য নয়,

মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে,

আর খাদ্য হচ্ছে জাহান্নামিদের গলা পচা রক্ত মাংস পুচ,

11/06/2025

থাকিতে পিতা-মাতা করিও যতন,
হা'রাইলে বুঝিবে সেদিন

হা'রিয়েছো রতন...।।

Address

Hoàng Xá

Telephone

+8801533251618

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diner Alo Islamic TV "DAI TV" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diner Alo Islamic TV "DAI TV":

Share