17/10/2025                                                                            
                                    
                                                                            
                                            আজকে কিছু কথা বলতে চাই....সময় হলে পড়ে দেখবেন। 
আমি নেত্রকোনার আর্টিস্ট,  ঢাকার তুলনায় মফস্বল  ই বলা যায়। Dhaka Mehedi artist গ্রুপে আমার কাজ দিয়ে ঢাকার বাইরে প্রাইজ কেমন হবে পোস্ট করেছিলাম,,,, মেক্সিমাম ই বলেছে ৩-৪ হাজার হবে ঢাকার বাইরে। 
কিন্তু আমার সাথে যারা কাজ করেছেন বা আমার প্রাইজ ডিটেইলস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিছুটা হলেও জানেন আমি কেমন প্রাইজে কাজ করি।  আপনারাই বলুন তো আমার কাজ অনুযায়ী কি  দুই আড়াই হাজার টাকা খুব বেশি? 
এই প্রাইজ দিয়ে যদি আমি ঢাকায় কাজ করতাম তাহলে ঢাকার আর্টিস্ট রা আমাকে ধুয়ে দিত এমন কি ঢাকার বাইরে হলেও এখনো অনেকে আমাকে মনে মনে বকবে এত কমে কাজ করার জন্য।  
অথচ গত কয়দিন ধরে আমার কাছে বেশ কিছু নক এসেছে, প্রাইজ লিস্ট দেখার পরে অনেকেই যেন আকাশ থেকে পরেছে... আমি জানি না কেন দুনিয়া সব দিক থেকে এগিয়ে গেলেও আমার শহরের মানুষের মন মানসিকতা কেন বড় হয় না। সব কিছুর পিছনে টাকা ঠালতে পারলেও মেহেদী দেয়ার বেলায় সবাই ফুসস..তারা সবসময় কমের পিছনে দৌড়ায়।অথচ আমরা যে কি পরিমান ইফোর্ট দিয়ে আকটা কাজ করি, এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। 
 অবশ্য তাদের কে একা দোষ দিলেও ভুল হবে অনেকে আছে মার্কেট নষ্ট করে ১-১.৫ হাজারেও দুই হাত ভরে মেহেদী দিয়ে দিচ্ছে, আর্টিস্ট রা যদি নিজেরাই নিজেদের কাজ কে সম্মান দিতে না জানে,  ক্লাইন্ট এর কি ঠেকা পরছে আপনার কাজ কে সম্মান করতে।  
যাই হোক এত কথা বললাম আনেককেই উদ্দেশ্য করে,আমার কথাগুলো অনেকেরই ভাল লাগবেবনা। কিন্তু আমি আমার কাজ কে ভীষণ মূল্যায়ন করি,  আমি এই পর্যন্ত আসতে নিজেকে অনেক পুড়িয়েছি এক দুই দিনে এখানে আসি নি। 
 
আপনারা যদি আমার কাজ কে মূল্যায়ন দিতে না পারেন আমাকে ইগনোর করেন,  আমি দরকার হলে কাজ ছেড়ে দিব তার পরও নিজেকে কখনো নিচে নামাব না।