Israat's Mehendi Creation

Israat's Mehendi Creation Home Service Available in Netrakona Sadar (With Service Charge)

প্রমি আপু আমার কিউট সুন্দরী ব্রাইড দের মধ্যে আপুও একজন।প্রফেশনাল কাজে ভাল অভিজ্ঞতা থাকা আল্লাহর একটা রহমত বলে আমি মনে কর...
31/10/2025

প্রমি আপু আমার কিউট সুন্দরী ব্রাইড দের মধ্যে আপুও একজন।প্রফেশনাল কাজে ভাল অভিজ্ঞতা থাকা আল্লাহর একটা রহমত বলে আমি মনে করি।তাই নিত্য নতুন এত এত ভাল ভাল আপুর সাথে পরিচয় হয়।আমার বেশির ভাগ ব্রাইড আমার স্কুলের সিনিয়র আপু ব্যাচ ম্যাট।ইদানিং জুনিয়র ও পেয়ে যাই।যাক সব শেষে আলহামদুলিল্লাহ আপুরা দোয়া করবেন যাদের সাথে এখনো দেখা করার সুযোগ হয়নি তাদের সাথে যাতে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়।

আলহামদুলিল্লাহ..আমরা এতদূর এসেছি কারন আমরা কখনো আপনাদের সাথে দেয়া কমিটম্যান্টে ব্যাঘাত ঘটায় নাই। আমি আমার মেহেদী তে সবস...
30/10/2025

আলহামদুলিল্লাহ..
আমরা এতদূর এসেছি কারন আমরা কখনো আপনাদের সাথে দেয়া কমিটম্যান্টে ব্যাঘাত ঘটায় নাই।
আমি আমার মেহেদী তে সবসময় সর্বোচ্চ কোয়ালিটি ম্যান্টেইন করার চেষ্টা করেছি। ফল হিসেবে আমি পেয়েছি আপনাদের আস্থা আর ভালবাসা।
সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।
Page- Israat's Mehendi Creation

আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আমাদের পেইজের কার্যক্রম বন্ধ ছিল। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। আমাদের পেই...
29/10/2025

আসসালামু আলাইকুম।
বেশ কিছুদিন আমাদের পেইজের কার্যক্রম বন্ধ ছিল। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। আমাদের পেইজে অর্গানিক মেহেদী পাওয়া যাচ্ছে আগের মতই,,,
আশা করি আমাদের মেহেদীর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়া লাগবে না, যে কোন মেহেদী প্রগ্রামে আমাদের মেহেদী ব্যবহার করতে পারেন, বাজারের মেহেদি আর আমাদের অর্গানিক মেহেদি কিন্তু এক না, যে একবার এর প্রেমে পরেছে সে আর এই প্রেম থেকে বের হতে পারে নাই 😊

28/10/2025

ইনশাআল্লাহ, ফিরছি দ্রুতই।
সকলের কাছে দোয়ার দরখাস্ত।

22/10/2025

আসসালামু আলাইকুম।
বিগত ১ সপ্তাহ যাবত আমার আম্মু ভীষণ অসুস্থ।
বর্তমানে ঢাকা ইসলামি ব্যাংক কার্ডিয়াক হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে।তাই যত ইভেন্ট বুকিং ছিলো সব ক্যান্সেল করতে হয়েছে।পেইজের কার্যক্রম আপাতত কিছুদিন অফ থাকবে।সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।আল্লাহ যাতে আমার আম্মুকে নেক হায়াত দান করেন এবং তাড়াতাড়ি সুস্থতা দান করেন

আজকে কিছু কথা বলতে চাই....সময় হলে পড়ে দেখবেন। আমি নেত্রকোনার আর্টিস্ট,  ঢাকার তুলনায় মফস্বল  ই বলা যায়। Dhaka Mehedi art...
17/10/2025

আজকে কিছু কথা বলতে চাই....সময় হলে পড়ে দেখবেন।
আমি নেত্রকোনার আর্টিস্ট, ঢাকার তুলনায় মফস্বল ই বলা যায়। Dhaka Mehedi artist গ্রুপে আমার কাজ দিয়ে ঢাকার বাইরে প্রাইজ কেমন হবে পোস্ট করেছিলাম,,,, মেক্সিমাম ই বলেছে ৩-৪ হাজার হবে ঢাকার বাইরে।
কিন্তু আমার সাথে যারা কাজ করেছেন বা আমার প্রাইজ ডিটেইলস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিছুটা হলেও জানেন আমি কেমন প্রাইজে কাজ করি। আপনারাই বলুন তো আমার কাজ অনুযায়ী কি দুই আড়াই হাজার টাকা খুব বেশি?
এই প্রাইজ দিয়ে যদি আমি ঢাকায় কাজ করতাম তাহলে ঢাকার আর্টিস্ট রা আমাকে ধুয়ে দিত এমন কি ঢাকার বাইরে হলেও এখনো অনেকে আমাকে মনে মনে বকবে এত কমে কাজ করার জন্য।
অথচ গত কয়দিন ধরে আমার কাছে বেশ কিছু নক এসেছে, প্রাইজ লিস্ট দেখার পরে অনেকেই যেন আকাশ থেকে পরেছে... আমি জানি না কেন দুনিয়া সব দিক থেকে এগিয়ে গেলেও আমার শহরের মানুষের মন মানসিকতা কেন বড় হয় না। সব কিছুর পিছনে টাকা ঠালতে পারলেও মেহেদী দেয়ার বেলায় সবাই ফুসস..তারা সবসময় কমের পিছনে দৌড়ায়।অথচ আমরা যে কি পরিমান ইফোর্ট দিয়ে আকটা কাজ করি, এটা আমি জানি আর আমার আল্লাহ জানে।
অবশ্য তাদের কে একা দোষ দিলেও ভুল হবে অনেকে আছে মার্কেট নষ্ট করে ১-১.৫ হাজারেও দুই হাত ভরে মেহেদী দিয়ে দিচ্ছে, আর্টিস্ট রা যদি নিজেরাই নিজেদের কাজ কে সম্মান দিতে না জানে, ক্লাইন্ট এর কি ঠেকা পরছে আপনার কাজ কে সম্মান করতে।
যাই হোক এত কথা বললাম আনেককেই উদ্দেশ্য করে,আমার কথাগুলো অনেকেরই ভাল লাগবেবনা। কিন্তু আমি আমার কাজ কে ভীষণ মূল্যায়ন করি, আমি এই পর্যন্ত আসতে নিজেকে অনেক পুড়িয়েছি এক দুই দিনে এখানে আসি নি।

আপনারা যদি আমার কাজ কে মূল্যায়ন দিতে না পারেন আমাকে ইগনোর করেন, আমি দরকার হলে কাজ ছেড়ে দিব তার পরও নিজেকে কখনো নিচে নামাব না।

Startup🌺🌿🌿
16/10/2025

Startup🌺🌿🌿

আমাদের অর্গানিক মেহেদি সম্পুর্ন হালাল এবং ক্যামিকেল মুক্ত।তাই বিয়ে কিংবা আপনার যেকোনো স্পেশাল প্রোগ্রামে ব্যবহার করুন আম...
16/10/2025

আমাদের অর্গানিক মেহেদি সম্পুর্ন হালাল এবং ক্যামিকেল মুক্ত।তাই বিয়ে কিংবা আপনার যেকোনো স্পেশাল প্রোগ্রামে ব্যবহার করুন আমাদের অর্গানিক মেহেদি🌺🌿🌿

শুভ সকাল আপুরা🌺🌿আপুরা সকালে কে কখন কয়টায় ঘুম থেকে উঠেন? #সকাল  #কখন
16/10/2025

শুভ সকাল আপুরা🌺🌿
আপুরা সকালে কে কখন কয়টায় ঘুম থেকে উঠেন?

#সকাল #কখন

হঠাৎ করে ফেইসবুক টা রিপন মিয়া ময় হয়ে গেছে।আর আমরা বাঙালিরা একটা জিনিস পাইলে অইটা রে আদ্দে নাড়ি না বের করা পর্যন্ত থামে ন...
15/10/2025

হঠাৎ করে ফেইসবুক টা রিপন মিয়া ময় হয়ে গেছে।আর আমরা বাঙালিরা একটা জিনিস পাইলে অইটা রে আদ্দে নাড়ি না বের করা পর্যন্ত থামে না।আল্লাহ জানেন এই নাটক কবে শেষ হবে😓😓

খালাম্মাদের অবস্থা এমন ই হয়। কেউ কেউ তো এমন ভাবে রিয়েকশান দেয় তাদের রিয়েকশান দেখলে মনে হয়  আমি মেহেদি পরিয়ে বাড়ি গাড়িও ক...
15/10/2025

খালাম্মাদের অবস্থা এমন ই হয়। কেউ কেউ তো এমন ভাবে রিয়েকশান দেয় তাদের রিয়েকশান দেখলে মনে হয় আমি মেহেদি পরিয়ে বাড়ি গাড়িও কিনে ফেলছি🤭🤭

পোস্ট হুদাই ইগনোর করবেন না, সংসার সামলে পোস্ট  করতে অনেক কষ্ট হয়।
14/10/2025

পোস্ট হুদাই ইগনোর করবেন না, সংসার সামলে পোস্ট
করতে অনেক কষ্ট হয়।

Address

Khuong Ha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israat's Mehendi Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share