
26/07/2025
আজও কি আমরা মানুষ হতে পেরেছি?
কারো সঙ্গে কেউ সামান্য ভুল করলেই, আমরা ক্ষমা তো করিই না—কথা বলতেও আগ্রহী হই না।
অথচ, আমরা নিজেরাই সারাজীবন কত পাপ করে আল্লাহর দরবারে অনেক আশা নিয়ে ক্ষমা চাই—যেন তিনি আমাদের ক্ষমা করে দেন।
কিন্তু আমরা একবারও ভাবি না, যদি আমরা নিজেরাই কাউকে ক্ষমা করতে না পারি, তাহলে উপরওয়ালা আমাদের কেন ক্ষমা করবেন?
একটা কথা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ—
আল্লাহপাক যেসব কাজ করতে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমরা যদি বিরত না থাকি, তাহলে তার জবাবদিহি আমাদের করতেই হবে। আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারেন।
কিন্তু তিনি নিজেই বলেছেন:
"হে আমার বান্দারা, যদি তোমরা কারো মন কষ্ট দাও বা কারো হক নষ্ট করো, তাহলে সে অধিকারভুক্ত ব্যক্তি তোমাকে ক্ষমা না করলে আমি তোমার সে গুনাহ ক্ষমা করব না।"
তাই আসুন, আমরা আগে নিজে অন্যকে ক্ষমার দৃষ্টিতে দেখি—তবেই না আমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করব।
Munmun Biswas