Md Alamin

Md Alamin একদিন
ক্ষমা লিখে উধাও হয়ে যাবো
কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম
না ক্ষমা করে গেলাম 💔

আজও কি আমরা মানুষ হতে পেরেছি?কারো সঙ্গে কেউ সামান্য ভুল করলেই, আমরা ক্ষমা তো করিই না—কথা বলতেও আগ্রহী হই না।অথচ, আমরা নি...
26/07/2025

আজও কি আমরা মানুষ হতে পেরেছি?
কারো সঙ্গে কেউ সামান্য ভুল করলেই, আমরা ক্ষমা তো করিই না—কথা বলতেও আগ্রহী হই না।
অথচ, আমরা নিজেরাই সারাজীবন কত পাপ করে আল্লাহর দরবারে অনেক আশা নিয়ে ক্ষমা চাই—যেন তিনি আমাদের ক্ষমা করে দেন।
কিন্তু আমরা একবারও ভাবি না, যদি আমরা নিজেরাই কাউকে ক্ষমা করতে না পারি, তাহলে উপরওয়ালা আমাদের কেন ক্ষমা করবেন?

একটা কথা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ—
আল্লাহপাক যেসব কাজ করতে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমরা যদি বিরত না থাকি, তাহলে তার জবাবদিহি আমাদের করতেই হবে। আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারেন।
কিন্তু তিনি নিজেই বলেছেন:
"হে আমার বান্দারা, যদি তোমরা কারো মন কষ্ট দাও বা কারো হক নষ্ট করো, তাহলে সে অধিকারভুক্ত ব্যক্তি তোমাকে ক্ষমা না করলে আমি তোমার সে গুনাহ ক্ষমা করব না।"

তাই আসুন, আমরা আগে নিজে অন্যকে ক্ষমার দৃষ্টিতে দেখি—তবেই না আমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করব।
Munmun Biswas

একটি ছেলের আত্মনাট্য: বাস্তব জীবনের এক ছোট্ট করুণ চিত্রএকটি ছেলেকে জ্যান্ত লাশে পরিণত করে দিয়ে যায় তারই শখের নারী।শেষব...
22/06/2025

একটি ছেলের আত্মনাট্য: বাস্তব জীবনের এক ছোট্ট করুণ চিত্র

একটি ছেলেকে জ্যান্ত লাশে পরিণত করে দিয়ে যায় তারই শখের নারী।
শেষবারের মতো ছেলেটি তার প্রিয়তমাকে বলতে থাকে —

"সব দোষ আমার।
তোমার সাথে যা করেছি, তা শুধু তোমাকে পাওয়ার জন্যই করেছি,
যাতে তোমাকে কখনও হারাতে না হয়।
তবুও শেষবারের মতো বলছি — ক্ষমা করে দাও আমাকে।
আমি তোমাকে সারাজীবনের জন্য আমার করে নিতে চাই।
মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে... খুব কষ্ট হচ্ছে।"

প্রিয়তমা ঠাণ্ডা কণ্ঠে জবাব দেয় —
"তুই মর গিয়ে... বা জাহান্নামে যা! আমার দেখার সময় নেই!"

ছেলেটি বারবার বলতে থাকে —
"আমার দম বন্ধ হয়ে আসছে... ঠিকমতো নিশ্বাস নিতে পারছি না..."

এই বলার মধ্যেই প্রিয়তমা সব ধরনের যোগাযোগ ছিন্ন করে দেয়।
ছেলেটির অবস্থা তখন ভয়াবহ রকম খারাপ হয়ে যায়...
(বাকি গল্পটি দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে।)

---

ব্যক্তিগত অনুভব

ছলনাময়ীদের কখনোই কিছু দিয়ে আটকে রাখা যায় না,
কারণ তাদের রক্তেই থাকে বেইমানির ছাপ।
তুমি যতই ভালো হও না কেন, তারা বেইমানি করবেই।

যে সত্যিই ভালোবাসে, সে রাগে কষ্ট পেলেও কখনো হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় না।
কিন্তু এই ছলনাময়ীরা শেষে বলে —
"আমার ফ্যামিলির চূড়ান্ত সিদ্ধান্ত!"

প্রশ্ন হলো —
যখন একটি মেয়ের সাথে একজন ছেলের গভীর সম্পর্ক গড়ে ওঠে,
ভালোবাসা দেওয়া-নেওয়া হয়, তখন কি ফ্যামিলির কথা মনে থাকে না?

একটি ছেলে যখন মন-প্রাণ দিয়ে একটি মেয়েকে ভালোবাসে,
তখন সে যেকোনো মূল্য চুকিয়ে সেই মেয়েকে কাছে আনতে চায়।
সেই মুহূর্তে তার ভালো-মন্দ, উচিত-অনুচিত বিচার করার অবস্থাও থাকে না।

কিন্তু শেষে সেই ছলনাময়ীরা বলে —
"যে ভালোবাসে, সে কখনো ক্ষতি করে না!"

তাহলে প্রশ্ন করি —
ভালোবাসা কি খেলনা? পুতুল?
নাকি নতুন-নতুন মন ভালো লাগার বাহারি খেলা? 💔

একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাবোকেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম না ক্ষমা করে   গেলাম
10/06/2025

একদিন
ক্ষমা লিখে উধাও হয়ে যাবো
কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম
না ক্ষমা করে গেলাম

06/05/2025

I got 10 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

🥰 50% ডিসকাউন্ট চলছে ⚡️👉শুধুমাত্র আজকের অফার, এক্ষুণী অর্ডার করুন🥰স্টক সীমিত✅ প্রিয়জনের জন্মদিনে অথবা দৈনন্দিন ফ্যাশনে চ...
30/08/2024

🥰 50% ডিসকাউন্ট চলছে ⚡️
👉শুধুমাত্র আজকের অফার, এক্ষুণী অর্ডার করুন🥰স্টক সীমিত

✅ প্রিয়জনের জন্মদিনে অথবা দৈনন্দিন ফ্যাশনে চাই স্টাইলিশ হাতঘড়ি।
✅ ক্যাশ অন ডেলিভারি সারাদেশে
✅ ঘরে বসে পন্যটি খুলে চেক করে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নিন
✅ বাংলাদেশের যেকোনো প্রান্তে যেকোনো থানা, যেকোনো উপজেলা,সারা বাংলাদেশে।

✅ অর্ডার কনফার্ম করতে আপনার ঠিকানা ও ফোন নম্বরটি ইনবক্স করুন।"🥰

ব্রান্ডের ঘড়ির ইউনিক কালেকশন...💝ঘড়িই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করে,ঘড়ি প্রেমিকদেরকে বলছি যাদের লাগবে তার...
11/05/2024

ব্রান্ডের ঘড়ির ইউনিক কালেকশন...💝
ঘড়িই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করে,
ঘড়ি প্রেমিকদেরকে বলছি যাদের লাগবে তারা শুধু
ইনবক্স করবেন💝.....
Original Olevs brand mane's watch
You can purchase a single set or full set

সাথে থাকবে অফিসিয়াল ব্র্যান্ডবক্স📦

✅এক বছরের ওয়ারেন্টি
✅ ওয়ারেন্টি কার্ড
✅ এবং এক্সট্রা ব্যাটারি

এছাড়া পাবেন সমগ্র বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি। ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট চেক করে পেমেন্টের সুবিধা।

একটি ঘড়ি হতে পারে আপনার প্রিয়জনের জীবনের স্মৃতি | উপহার শব্দের সঙ্গে জড়িয়ে আছে আবেগ ভালোবাসা অনুভূতি | জন্মদিন বিয়ে ও যে কোন অনুষ্ঠানে এমন গিফট এর বিকল্প হয় না|

ঘরের বাইরে বের হলেই হাতের ঘড়িটা যেন অত্যাবশকীয় উপাদান। সময় দেখার চেয়েও আজকাল ফ্যাশন/স্টাইলের জন্যই আমরা সচরাচর হাত ঘড়ি পরে থাকি।

ঘড়ির মধ্যে ভিন্নতা থাকাটা বরাবরই স্বাভাবিক ☺️।
তবে ঘড়িটা যখন অন্যদের চেয়ে ইউনিক এবং স্টাইলিশ তখন নিজের কাছেও অনেক হ্যাপি মনে হয়।

চমৎকার একটা কালেকশন, পুরুষ/মহিলা জন্য🕰️। অসাধারণ ঘড়ি গুলো কাওকে উপহার হিসেবে দিতেও ব্যবহার করতে পারেন।
যে কোন বয়সের পুরুষ/মহিলার পছন্দের শীর্ষে।
অর্ডার করতে ইনবক্সে করুন ধন্যবাদ

Address

চাদপুর কচুয়া
Muong Cha
3633

Telephone

+8801629271221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share