SBNews24.live

SBNews24.live লালমনিরহাট জেলার সমস্যা, সম্ভবনা, উন্নয়ন, ঐতিহ্য তুলে ধরে বিশ্বের কাছে পরিচিতি করে তোলা।

05/10/2025

ডাকাতির অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাতকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটকঃSBNews24লালমনিরহাটের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে নিমাই কর্ম...
05/10/2025

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটকঃSBNews24

লালমনিরহাটের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে নিমাই কর্মকার(২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার(৪ অক্টোবর) দিনগত মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক যুবক নিমাই কর্মকার ওই গ্রামের মৃত ভেললো কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। যা নিয়ে শনিবার তাদের পরিবারে নিজেদের মধ্যে বিবাদ লাগে। এ ঘটনার জেরে নিমাই কর্মকার স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সাথে বিতর্কে জড়ান এবং দুইজনকে অস্ত্র আঘাত করেন। বৃদ্ধা মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে বাজার থেকে বাড়িতে ফিরে আনেন। এতে ক্ষিপ্ত হয়ে নিমাই কর্মকার অস্ত্র দিয়ে বৃদ্ধা মা সুশীলা কর্মকারকে(৫৮) কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে আটক করে। মৃত সুশীলা কর্মকারের মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত ) বাদল কুমার বলেন, বৃদ্ধা সুশীলা কর্মকারকে হত্যার অভিযোগে ছেলে নিমাই কর্মকারকে আটক করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।

কালীগঞ্জে টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়িঃSBNews24লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইট...
05/10/2025

কালীগঞ্জে টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়িঃSBNews24

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টর্ণেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি। এতে কমপক্ষে ৩জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির চলছে। রোববার সকাল ৯ টার দিকে বৃষ্টির সাথে শ্রুতিধর ও চর নোহালি গ্রামে আঘাত হানে টর্ণেডো। এতে দুই গ্রামের প্রায় শতাধিক টিনসেট, আধাপাকা ও কাচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। উপড়ে পড়েছে বেশ কিছু বড় বড় গাছ। গাছের ডাল ও টিন পড়ে আহত হয়েছেন তিন জন। তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান জানান, বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে পড়েছে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।

ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের পুনবাসনের ব্যবস্থা করা হবে।

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধারঃSBNews24লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় নিখোঁজের এক...
04/10/2025

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধারঃSBNews24

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় নিখোঁজের একদিন পর আজিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আজিজার রহমান শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার ওই এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজার রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাইকে বাঁচাতে দুই ভাইয়ের মৃত্যু, আহত চাচা ভাতিজাঃSBNews24লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গ...
28/09/2025

ভাইকে বাঁচাতে দুই ভাইয়ের মৃত্যু, আহত চাচা ভাতিজাঃSBNews24

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু। আহত চাচা ভাতিজা।

রোববার(২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম(৫৫), দেলোয়ার হোসেন(৪৩)। আহতরা হলেন, তার ছোট ভাই ইয়াছিন আলী(৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন। তিনিও আটকে যান। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষনা করে। অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করেন চিকিৎসকরা।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চার জনের দুই ভাই হাসপাতালে পৌছার আগেই মারা যান। বাকী দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আদিতমারীতে ঋণগ্রস্থ ব্যাংকারের ঝুলন্ত লাশ উদ্ধারঃSBNrws24লালমনিরহাটে লিপন চন্দ্র দ্বীপ(২৮) নামে  ঋণগ্রস্থ এক ব্যাংক কর্ম...
27/09/2025

আদিতমারীতে ঋণগ্রস্থ ব্যাংকারের ঝুলন্ত লাশ উদ্ধারঃSBNrws24

লালমনিরহাটে লিপন চন্দ্র দ্বীপ(২৮) নামে ঋণগ্রস্থ এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ভুপেন্দ্র নাথের ছেলে এবং ডাচ বাংলা ব্যাংকে ঢাকায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখার পাশাপাশি ঢাকাস্থ ডাচ বাংলা ব্যাংকে চাকুরি করতেন লিপন চন্দ্র দ্বীপ। এরই মাঝে তার ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে বেশ কিছু অর্থ নষ্ট করে ঋণগ্রস্থ হয়ে পড়েন দ্বীপ। পূজার ছুটিতে বাড়ি আসলে স্থানীয় ঋণের চাপে দিশেহারা হয়ে হতাশায় ভুগেন তিনি।

রাতে নিজ ঘরের ধরনার সাথে রশিতে ঝুলে আত্নহত্যা করেন দ্বীপ। সকালের তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, ঋণের চাপে দিশেহারা হয়ে আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

23/09/2025

টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

একই রশিতে অন্তসত্তা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা SBNews24লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সাথে গলায় রশি পেচিয়ে অন্তসত্ত...
23/09/2025

একই রশিতে অন্তসত্তা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা SBNews24

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সাথে গলায় রশি পেচিয়ে অন্তসত্তা স্ত্রীসহ স্বামী আত্নহত্যা করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন, উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া(৩০) ও তার ৯ মাসের অন্তসত্তা স্ত্রী ছকিনা বেগম(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগম বিবাদ লাগে। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে একই ধরনার সাথে পাশাপাশি জড়িয়ে ধরে রশিতে ঝুলে আত্নহত্যা করেন।

রাতেও তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের দু'জনের ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুনবী বলেন, চেয়ারম্যানকে বিচার দেয়ায় অভিমানে তারা দু'জনে আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যুঃ SBNews24লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী নামে এ...
20/09/2025

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যুঃ SBNews24

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে প্রতিদিনের মত অটোরিকশায় চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন সৈয়দ আলী। এ সময় বিদ্যুৎ সংযোগ ক্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ বলেন, হাসপাতালে আসার আগেই সৈয়দ আলীর মৃত্যু হয়েছে।

20/09/2025

#ভাইরালシ #হতে #সড়কে #নামাজ

সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদান SBNews24সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করায়...
16/09/2025

সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদান SBNews24

সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অপর সাংবাদিকদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তা দাবিতে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে পূর্ব ঘোষিত মানববন্ধন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

গভীর উদ্বেগের কথা উল্লেখ করে
স্মারকলিপিতে বলা হয়, 'সম্প্রতি সুর্নিদিষ্ট অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে একটি চক্র ওই পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের উপর ক্ষুদ্ধ হয়। এরই জেরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় সাংবাদিক সাগরকে আসামী করে হয়রানীর অপচেষ্টা চলছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমরা মনে করি।' এছাড়া সম্প্রতি পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের পাটগ্রাম প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল পত্রিকার প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামী করা হয়েছে।

স্মারকলিপিতে তিন সাংবাদিক 'সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে' উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাদের মামলা থেকে অব্যহতি প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার আন্তরিকতার সাথে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনী প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস প্রদান করেন।

এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘোষিত মানববন্ধন স্থগিত করা হয়েছে। আদিতমারী প্রেসক্লাব এ মানবন্ধনের ডাক দিয়েছিল। সেখানে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা শহরে কর্মরত অনেক গণমাধ্যমকর্মী হাজির হন। তবে এ কর্মসূচি শুরুর প্রাকাল্লে জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে আলোচনার প্রস্তাব দিলে একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।

সাংবাদিকদের মানববন্ধন কর্মসুচির প্রধান সমন্বয়ক আদিতমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন বলেন, বিএনপি'র শীর্ষ পর্যয়ের নির্দেশে আসা প্রতিনিধি দল সাংবাদিকদের মামলাসহ চলমান সংকট সমাধানে বৈঠকে বসার আশ্বাস দিলে মানববন্ধন স্থগিত করা হয়েছে।

বিএনপি'র প্রতিনিধি দলের প্রধান একেএম মমিনুল হক বলেন, 'সাংবিদকরা আমাদের প্রতিপক্ষ নয়। তাই আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই সমস্যার সমাধান করবো।'

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর  যাবজ্জীবন কারাদন্ডঃSBNews24লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জ...
04/09/2025

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডঃSBNews24

লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক দ্রব্য রেখে বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। এমন গোপন খবরে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে হাতীবান্ধা থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন। এ ঘটনায় ওই দিন হাতীবান্ধা থানায় শাহার আলী সাদ্দাম ও পলাতক তার সহযোগী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে শাহার আলী সাদ্দাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপর আর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। অপর আসামী জাহাঙ্গীর আলম এ মামলার সকল দায় থেকে বেকসুর খালাস পেয়েছেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

Address

Ha Noi
Yen Nguu
60

Alerts

Be the first to know and let us send you an email when SBNews24.live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category