Islamic Knowledge

Islamic Knowledge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Knowledge, Digital creator, Dinajpur, Dinajpur.

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

> “যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে সাহায্য করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। আর যে ব্যক্তি তার ভাইয়ের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন।”
📚 [সহীহ বুখারী,
দয়া করে সাপোর্ট দিয়ে সাহায্য করুন 🙏কৃতজ্ঞ থাকব।

🌙good night
19/09/2025

🌙good night

19/09/2025

🏙️স্বপ্নের পথে জ্ঞানের আলো✅✅

✨ "চাঁদের আলোয় মিশে থাকুক আপনার স্বপ্ন, তারার ঝলকানিতে ভরে উঠুক রাতের নিস্তব্ধতা।🌙 Good Night My Friends 💫             ...
18/09/2025

✨ "চাঁদের আলোয় মিশে থাকুক আপনার স্বপ্ন, তারার ঝলকানিতে ভরে উঠুক রাতের নিস্তব্ধতা।
🌙 Good Night My Friends 💫



18/09/2025

🌿 মিথ্যা কথা দিয়ে সাময়িক জিততে পারো, কিন্তু সত্য দিয়ে স্থায়ী সম্মান পাওয়া যায়।

💭একজন মেয়ের জীবন শুরু হয় স্বপ্ন আর আশা নিয়ে।সে মনে করে, সংসার মানেই তার স্বামীর সুখ, তার বড় হওয়া।🌹সে নিজের ছোটখাটো সুখ, ...
18/09/2025

💭
একজন মেয়ের জীবন শুরু হয় স্বপ্ন আর আশা নিয়ে।
সে মনে করে, সংসার মানেই তার স্বামীর সুখ, তার বড় হওয়া।

🌹
সে নিজের ছোটখাটো সুখ, নিজের স্বপ্ন, নিজের অর্থ—
সবই দেয় স্বামীকে এগিয়ে নিতে।

💧
প্রতিদিন ভেবেছে—
“যদি আমার কাছে অনেক কিছু থাকে, সবই তাকে দেব।
শুধু যেন সে বড় হয়, সুখী হয়, সফল হয়।”

💔
কিন্তু একদিন শুনতে হলো—
“যদি আমি না থাকি, সব তোমার হয়ে যাবে।
তাই কেন আমি তোমাকে সাহায্য করব?”


এই কথাগুলো ভেঙে দেয় হৃদয়।
তার আত্মত্যাগ, তার ভালোবাসা—সব যেন মূল্যহীন।

🌿
তার সন্তান আছে, তার পরিবারের ভবিষ্যৎ আছে।
তারপরও এই কথাগুলো শুনতে হলো।

💭
মাঝে মাঝে মনে হয়, একজন মেয়ের আসল জায়গা
হয় শুধু তার নিঃশব্দ কান্নায়, তার আবেগের গভীরে।


কিন্তু সে এখনও দাঁড়িয়ে আছে—
চোখে অশ্রু, হৃদয়ে শক্তি।
জানতে পেরেছে, নিজের ভালোবাসা ও ভালো উদ্দীপনা কখনো হারায় না।

🌿 "হাসিমুখে দিন শুরু করলেই সব কিছু সহজ মনে হয়। সবার সকাল হোক সুন্দর ও প্রশান্তিময়।✨ Good Morning Friends!             ...
17/09/2025

🌿 "হাসিমুখে দিন শুরু করলেই সব কিছু সহজ মনে হয়। সবার সকাল হোক সুন্দর ও প্রশান্তিময়।
✨ Good Morning Friends!


. 🌼 "শান্ত ঘুম মানেই শান্ত মন। আল্লাহ্‌ আপনার রাতকে স্নিগ্ধ ও শান্তিপূর্ণ করুন।💤 Good Night 🌙My friends                 ...
17/09/2025

. 🌼 "শান্ত ঘুম মানেই শান্ত মন। আল্লাহ্‌ আপনার রাতকে স্নিগ্ধ ও শান্তিপূর্ণ করুন।
💤 Good Night 🌙My friends


🌹আলহাদুল্লিল্লাহ🌸🌸✅✅
17/09/2025

🌹আলহাদুল্লিল্লাহ🌸🌸✅✅

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
17/09/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Shout out to my newest followers! Excited to have you onboard! Kaium Sarker, Msk Khan, Sofiqul Islam, Angel Anny, Arjun ...
17/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Kaium Sarker, Msk Khan, Sofiqul Islam, Angel Anny, Arjun Ray, Md Redoy, MrPurna Das Welcome, Sushama Das, Ayat Hasan, C.R. Choton Roki, Hafez Saiful Islam Saiful, Shahid Ali, SABBIR AHMED OSMANY, Jalil Miya, Mithu Mia, Eyasin Rafi

🌅 ফজরের পরের গুরুত্বপূর্ণ আমল✅ ১. সুন্নত নামাজ – ফরজের আগে ২ রাকাত সুন্নত নামাজ।✅ ২. ফরজ নামাজ – জামাতে আদায় করা সবচেয়ে ...
16/09/2025

🌅 ফজরের পরের গুরুত্বপূর্ণ আমল

✅ ১. সুন্নত নামাজ – ফরজের আগে ২ রাকাত সুন্নত নামাজ।
✅ ২. ফরজ নামাজ – জামাতে আদায় করা সবচেয়ে উত্তম।
✅ ৩. তাসবিহ ও জিকির –

সুবহানাল্লাহ ৩৩ বার

আলহামদুলিল্লাহ ৩৩ বার

আল্লাহু আকবার ৩৪ বার

✅ ৪. আয়াতুল কুরসি পাঠ – সারাদিনের জন্য হেফাজতের কারণ।
✅ ৫. সূরা ইখলাস, ফালাক, নাস – তিনবার পড়া সুরক্ষা আনে।
✅ ৬. কুরআন তিলাওয়াত – বিশেষ করে সূরা ইয়াসীন পড়া ফজিলতপূর্ণ।
✅ ৭. ইস্তিগফার ও দোয়া – গুনাহ মাফ চাওয়া ও নিজের ও উম্মাহর জন্য দোয়া করা।
✅ ৮. সূর্যোদয়ের আগ পর্যন্ত জিকিরে বসা – হাদিসে এসেছে, এতে হজ ও উমরাহর সওয়াব পাওয়া যায়।
✅ ৯. সালাতুত-দুহা (চাশত নামাজ) – সূর্য ওঠার পর থেকে দুপুরের আগে ২/৪/৮ রাকাত পড়া যায়।
✅ ১০. দুরুদ শরিফ বেশি বেশি পড়া – নবীর ভালোবাসা ও রহমত লাভের জন্য।
✅ ১১. ইলম অর্জন – কুরআন-হাদিস শেখা ও শিক্ষা দেওয়া।

অদৃশ্য ছায়া(রহস্যময় উপন্যাস)---অধ্যায় – ২“ডায়েরির গোপন লেখা”রাশেদ ধীরে ধীরে ডায়েরির ধুলো ঝেড়ে খুললো। পাতাগুলো যেন পুরনো ...
16/09/2025

অদৃশ্য ছায়া

(রহস্যময় উপন্যাস)

---

অধ্যায় – ২

“ডায়েরির গোপন লেখা”

রাশেদ ধীরে ধীরে ডায়েরির ধুলো ঝেড়ে খুললো। পাতাগুলো যেন পুরনো রক্তে ভিজে বাদামি হয়ে গেছে। তার বুকের ভেতর ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল।

প্রথম পাতার নিচে হঠাৎ কালির মতো কিছু লেখা ফুটে উঠলো, যেন অদৃশ্য কালি থেকে শব্দগুলো জেগে উঠছে। লেখা ছিল—

“যে এই ঘরে প্রবেশ করবে, সে আর একা থাকবে না। অদৃশ্য ছায়ারা তাকে অনুসরণ করবে…”

রাশেদ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ভাবলো হয়তো পুরনো কালি আলোর প্রতিফলনে দেখা দিচ্ছে। কিন্তু হঠাৎ বাতাস ঠাণ্ডা হয়ে গেলো, আর ঘরের কোণে টেবিলের উপর রাখা একটা ভাঙা লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠলো।

আলোর ঝলকে রাশেদ দেখলো—
দেয়ালের উপর ছায়া নড়ছে। কিন্তু ঘরে তো আর কেউ নেই!

সে ডায়েরির পরের পাতায় তাকালো। সেখানে একটা নাম লেখা—
👉 “হাশিম উদ্দিন”
আর নিচে একটা অসম্পূর্ণ বাক্য—
“তার মৃত্যুর আসল কারণ…”

পাতাটা হঠাৎ ছিঁড়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে।

রাশেদ এখন বুঝতে পারলো—এই বাড়ি শুধু ফাঁকা ভৌতিক জায়গা নয়, বরং এখানে কোনো হত্যার রহস্য লুকিয়ে আছে।

হঠাৎ পিছন থেকে ভারী কণ্ঠে একটা শব্দ ভেসে এলো—
“কেন এসেছো তুমি এখানে?”

রাশেদ ঘুরে দাঁড়ালো। কিন্তু ঘরে কাউকে দেখতে পেল না। শুধু বাতাসে গন্ধ—পুরনো আতর আর পোড়া মোমের মতো।

তার হাত কাঁপতে কাঁপতে ডায়েরি শক্ত করে ধরে ফেললো।
মনে হলো, এই রহস্য এখন তার জীবন-মরণের খেলা হতে চলেছে…

Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Knowledge:

Share