Daily vlog

Daily vlog Welcome My page.রোমানিয়া lifestyle and Daily vlog নিয়ে আছি আপনারা যদি রোমানিয়া এবং ইউরোপে daily vlog পছন্দ করেন তাহলে অবশ্যই থাকবেন 🇧🇩🇲🇾🇹🇭🇹🇩🇧🇬🇮🇹🇨🇭🇹🇷🇩🇪🇱🇺🇨🇵🇪🇦
(21)

Today 12/08/2025 🇪🇺
12/08/2025

Today 12/08/2025 🇪🇺

A Beautiful city of Europ
12/08/2025

A Beautiful city of Europ

Europ 🇪🇺
12/08/2025

Europ 🇪🇺

Natural view in Europ 2025
08/08/2025

Natural view in Europ 2025

Today Picture in Europa 🇪🇺🇪🇺
08/08/2025

Today Picture in Europa 🇪🇺🇪🇺

Today Weather 36° 🇪🇺
08/08/2025

Today Weather 36° 🇪🇺

How are you?  🇪🇺
06/08/2025

How are you? 🇪🇺

Romania visa!  %
03/08/2025

Romania visa! %

Spain  🇪🇦
03/08/2025

Spain 🇪🇦

🚨অবশেষে অক্টোবরে চালু হচ্ছে ইইউর অটোম্যাটেড বর্ডার সিস্টেম🚨প্রতিবেদন  ইনফোমাইগ্রেন্টসসদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ সময় ধ...
01/08/2025

🚨অবশেষে অক্টোবরে চালু হচ্ছে ইইউর অটোম্যাটেড বর্ডার সিস্টেম🚨
প্রতিবেদন ইনফোমাইগ্রেন্টস

সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলার পর অবশেষে আগামী অক্টোবর থেকে নতুন বর্ডার চেক সিস্টেম চালু করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউর) রাষ্ট্রগুলো৷ বুধবার ইইউর পক্ষ থেকে এ কথা জানানো হয়৷

ইউরোপীয় ইউনিয়নের নতুন এই সীমান্ত নিয়ন্ত্রণ পদ্ধতিটির নাম হলো অটোম্যাটেড বর্ডার সিস্টেম বা এন্ট্রি এক্সিট সিস্টেম (ইইএস)৷ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই সিস্টেমটি ইউনিয়নের দেশগুলোতে জোটের বাইরের দেশ থেকে আসা এবং ছেড়ে যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে৷ তাছাড়া কোনো ব্যক্তি ভিসায় উল্লেখিত মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করছেন কিনা, সেটাও নজরদারি করবে এই সিস্টেম৷ তথ্য সমন্বয়ের মাধমে কোনো ভ্রমণকারীর প্রবেশও আটকে দিতে পারবে ইইএস৷

এই প্রক্রিয়ায় ভ্রমণকারীদের বিস্তারিততথ্য এবং বায়োমেট্রিক ডেটা যেমন: ছবি, ফিংগার প্রিন্ট সংগ্রহ করা হবে৷

তবে এই প্রক্রিয়া চালু করা হলে তা ইমিগ্রেশনের সময় দীর্ঘায়িত হতে পারে বলে সমালোচনা করছেন অনেকে৷

প্রথমিকভাবে গত বছরের নভেম্বর থেকে তা চালু হওয়ার কথা থাকলেও জোটের কোনো কোনো দেশ পুরোপুরি প্রস্তুত না থাকায় তা চালু করা যায়নি৷

গত মার্চে সদস্য রাষ্ট্রগুলো ধাপে ধাপে তা কার্যকর করার বিষয়ে একমত হয়৷ আগামী ১২ অক্টোবর এই প্রক্রিয়া কার্যকর হবে৷

ইইউর মাইগ্রেশন কমিশনার মাগনুস ব্রুনার বলেন, ‘‘এটি অতিরিক্ত সময় অবস্থানকারী ব্যক্তিদের চিহ্নিত করা, অনিয়মিত প্রবেশ ঠেকানো এবং জাল নথি চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করবে৷’’

উল্লেখ্য, ২০১৭ সালে ইইউর দেশগুলো প্রথম এই বিষয়ে একমত হয়৷ অক্টোবর থেকে চালু হতে যাওয়া এই সিস্টেমটি আয়ারল্যান্ড ওবং সাইপ্রাস ছাড়া বাকি ২৭টি দেশে কার্যকর হবে৷

এদিকে ইইউ সদস্যরাষ্ট্র না হলেও শেঙ্গেন জোনের দেশ নরওয়ে, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন এবং আইসল্যান্ড এই প্রক্রিয়া কার্যকর করবে৷

কমিশনের পক্ষ থেকে বলা হয়, চালু হওয়ার প্রথম ছয় মাস সময়ে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্রমণকারীদের এই বিষয়ে তথ্য দেয়া হবে৷

মাগনুস ব্রুনার বলেন, ‘‘চালু হওয়ার প্রথম ছয় মাসে সদস্য রাষ্ট্রগুলো, ভ্রমণকারী এবং ব্যবসায়ীরা নতুন সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে উঠার সুযোগ পাবে৷’’

চালু হওয়ার প্রথম তিন মাসে রাষ্ট্রগুলো নিজেদের অর্ধেক সীমান্তপথে তা কার্যকর করবে এবং ছয় মাসের মধ্যে সব সীমান্তপথে কার্যকর করা হবে৷

এই প্রক্রিয়া চালু হলে ইমিগ্রেশন দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটেন৷ দেশটির ফরেন অফিসের এক বার্তায় বলা হয়, ইইএস প্রক্রিয়ায় যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে কিছু বাড়তি সময় লাগতে পারে৷ যাত্রীদেরকে বর্তমানের চেয়ে বেশি সময় অপেক্ষা করার প্রস্তুতি রাখতে দপ্তরটির পক্ষ থেকে বলা হয়েছে৷

゚ ゚viral

30/07/2025

Spain, Torrevieja 🇪🇦🇪🇦

Torrevieja, Spain  🇪🇦
30/07/2025

Torrevieja, Spain 🇪🇦

Address

Suceava

Alerts

Be the first to know and let us send you an email when Daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily vlog:

Share