Solyman Vision

Solyman Vision পৃথিবীর অধিকাংশ মানুষ তোমার মঙ্গল চাইবে না___সোলায়মান।

এক অস্থির জেনারেশন। বিলিভ অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশ...
28/10/2025

এক অস্থির জেনারেশন। বিলিভ অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা। Exercise করে না!

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।

এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে।

না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেইসবুক স্ক্রলিং, ইউটিউব দেখা, মুভি, নাটক দেখা তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।

কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না। এরা কি যে জানেনা সেইটাও জানেনা।

তবে হাতে গোনা কিছু ব্যতিক্রম আছে।

©

25/10/2025

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন।

এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছু-' দিয়ে আ'ঘা'তে'র চেষ্টা করছেন।
(যে ঝুলছিলেন সে আসলে সি এন জি চালক, নিজের জীবনের বাজি রেখে নিজের সি এন জি রক্ষার চেষ্টায় এক ভাই.)...
ঘটনা নারায়ণগঞ্জ এর.
এই বাংলাদেশ দেখতে আর ভালো লাগছে না...

24/10/2025

মাবুদ। আমাকে নিয়ে নাতি পুতি এমন ভ্লগ বানানোর আগে তুলে নিও।😂😂

23/10/2025

গোল্ডের দাম ভরিতে প্রায় ৯ হাজার টাকা কমছে..

পাহাড়ের থেকে এক খাবলা মাটি কমেছে🙂

22/10/2025

স্যারি, বাট চেহারা দেখার পর আমার প্রথম রিএকশন এটাই ছিল।

22/10/2025

কি বলবেন 🏏🏏

প্রথমে দেখে মনে হবে পাকিস্থানি কোনো নায়িকা।কিন্তু আসলে সে একজন মা' ' দক ব্যাবসায়ীর বউ..মাঝে মধ্যে মনে হয় এত ভালো মানুষ ন...
22/10/2025

প্রথমে দেখে মনে হবে পাকিস্থানি কোনো নায়িকা।
কিন্তু আসলে সে একজন মা' ' দক ব্যাবসায়ীর বউ..

মাঝে মধ্যে মনে হয় এত ভালো মানুষ না হয়ে আমি Solyman Ali Rubel
হিরো''ঞ্চি হলে অনেক ভালো ছিলো।🙂

প্রথমে দেখে মনে হবে পাকিস্থানি কোনো নায়িকা..কিন্তু আসলে সে একজন মা-দ-ক ব্যাবসায়ীর বউ..মাঝে মধ্যে মনে হয় এত ভালো মানুষ না...
21/10/2025

প্রথমে দেখে মনে হবে পাকিস্থানি কোনো নায়িকা..কিন্তু আসলে সে একজন মা-দ-ক ব্যাবসায়ীর বউ..

মাঝে মধ্যে মনে হয় এত ভালো মানুষ না হয়ে হি-রো-ঞ্চি হলে অনেক ভালো ছিলো 🙂

চট্টগ্রাম বন্দরে..১২০০ টন পণ্যের কাঁচামাল নিয়ে জাহাজ ডু-বে গেছে।
18/10/2025

চট্টগ্রাম বন্দরে..১২০০ টন পণ্যের কাঁচামাল নিয়ে জাহাজ ডু-বে গেছে।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Solyman Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solyman Vision:

Share