
03/09/2025
সবাই চায় নিজেকে সুন্দর আর পরিপাটি রূপে দেখতে।
আমিও সেই স্বপ্নের বাইরে নই…
কিন্তু নির্মম সত্য হলো, সবার মত রূপসী মুখ কিংবা হ্যান্ডসাম চেহারা আমার কপালে নেই।
কখনও আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়—
কেন আমি এমন? কেন আমাকে আলাদা করে বানালো?
কিন্তু ধীরে ধীরে বুঝেছি…
সৌন্দর্য মানুষের চোখে ঝলকায়,
আর চরিত্র মানুষের হৃদয়ে আলো ছড়ায়।
চোখের দেখা ক্ষণিকেই ম্লান হয়ে যায়,
কিন্তু হৃদয়ের সৌন্দর্য অমর হয়ে বেঁচে থাকে।
আজ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ—
তিনি আমাকে যেমন বানিয়েছেন, তাতেই আমি খুশি।
হয়তো আমার চেহারায় রূপ নেই,
কিন্তু আমার ভেতরে যে অনুভূতি, যে ভালোবাসা, যে সততা—
তা-ই আমার প্রকৃত পরিচয়।
রূপ ক্ষণস্থায়ী,
কিন্তু মন যদি হয় সোনার মতো নির্মল,
তাহলেই মানুষ সত্যিকারের সুন্দর।