17/07/2025
আজকে আমার ভাই এর কথা বলবো_
ছোট থেকে আমার একটা আফসোস ছিল যে আমার একটা বোন থাকলে কত ভালো হত,,
কিন্তু মজার বিষয় কি যানেন আমি আমার জীবনের প্রতিটা স্টপে আমার ভাইকে এমন ভাবে আমার পাশে পেয়েছি যে আমার সেই আফসোস এখন আর নাই
আমি যানি আমার ভাই আমাকে অনেক ভালোবাসে ,, আমার খারাপ কোনো কিছু শুনলে আমার থেকে বেশি কস্ট আমার ভাই পায়।
আমি কলেজে থাকতে একদিন অসুস্থ হয়ে পরেছিলাম আমার ভাই আমাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে গেছিলো,,এমন অনেক গল্প আছে লিখে শেষ করা যাবে না
ইভেন এখন আমার এই সময়ে আমার একটা বোনের কমতিও আমার ভাইটা পূরণ করছে লাইক আমি খাবার খেতে বসলে আমার ভাই দুয়াকে রাখে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাকে বলে দুয়া না ঘুমাইলে আমাকে ডাক দিবি,,সকালে এসে দারায় থেকে দুয়া কে নিবে বলে_আর আমাকে বলে এখন তুই একটু ঘুমা____
আলহামদুলিল্লাহ সত্যিই আমি ভাগ্য করে এমন ভাই পেয়েছি