Akhi's Life 952

Akhi's Life 952 Greetings to all,
Assalamualaikum. This is my "Akhi's life 952" page. I am happy to share the videos. I hope you enjoy my videos.

Cleaning day.নতুন বাসায় যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি।
29/09/2025

Cleaning day.
নতুন বাসায় যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি।

আমি তাকে মনের অজান্তেই কখন যেন খুব ভালোবেসে ফেলেছি? তাকে ছাড়া আমার একটা দিন কল্পনা করাও খুব কঠিন। সকাল বিকাল দুই বেলা তা...
28/09/2025

আমি তাকে মনের অজান্তেই কখন যেন খুব ভালোবেসে ফেলেছি? তাকে ছাড়া আমার একটা দিন কল্পনা করাও খুব কঠিন। সকাল বিকাল দুই বেলা তার দেখা না পেলে আমার মাথা খা*রা*প হয়ে যায়। এমনকি আমি অ*সু*স্থ হয়ে পরি। জানিনা কি দেখে তার প্রেমে পরেছি? কেন এতো ভালোবাসি তাকে? কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না। সে অনেক স*ম*স্যা নিয়ে আমার সাথে দেখা করতে আসে। এই যেমন গ্যাস,বুক জ্বালাপোড়া,বুকে ব্যা*থা এমন অনেক ক-ষ্ট সে আমাকে দেয় যেন আমি তাকে আর ভালো না বাসি। কিন্তু আমিও তো নাছোড় বান্দা, সে আমাকে যতই ক-ষ্ট দিক আমি তো তাকে ছাড়বোই না। যারা পোষ্ট টি এতক্ষন ধৈর্য্য ধরে পড়েছেন তাদের কি জানতে ইচ্ছে করছে না,কাকে এতো ভালোবাসি? তাহলে এবার বলেই দেই,,,,, সে আর কেউ না,,,,
,,
,,
,,
,,
,,
,,
,,
,,
,,
চা।
হ্যাঁ ঠিকই পড়েছেন চা আমার খুবই প্রিয়।
Sorry

প্রিয় জিনিস গুলো এমনি এমনি অপ্রিয় হয়ে যায় না। প্রকাশ করা বা না করা অনেক গল্প থাকে এই অপ্রিয় হওয়ার মাঝে। একটু একটু করে অপ...
27/09/2025

প্রিয় জিনিস গুলো এমনি এমনি অপ্রিয় হয়ে যায় না। প্রকাশ করা বা না করা অনেক গল্প থাকে এই অপ্রিয় হওয়ার মাঝে। একটু একটু করে অপ্রিয়র খাতায় নাম লেখা হয়ে যায়।

পিচ্চির ছোট বেলার ছবি। মাশাআল্লাহ বলবেন কিন্তু।

আমার মন খা*রা*প হওয়ার জন্য নির্দিষ্ট কোন কারণ লাগে না। আমি নিজেই আমার জীবনের কিছু জ**ঘন্য অতীত মনে করে, নিজের ভুল গুলো ভ...
27/09/2025

আমার মন খা*রা*প হওয়ার জন্য নির্দিষ্ট কোন কারণ লাগে না। আমি নিজেই আমার জীবনের কিছু জ**ঘন্য অতীত মনে করে, নিজের ভুল গুলো ভেবে মনটা খা*রা*প করে ফেলি। এইটা ভেবে বেশি কষ্ট পাই যে কতটা বোকা ছিলাম আমি? আমার সাথে সবাই কতো সুন্দর অভিনয় করেছিল, আর আমি বোকার মতো সব কিছু বিশ্বাস করেছিলাম। আমার মতো বোকা মনে হয় পৃথিবীতে আর একটিও নেই। খুব সহজেই সবাইকে বিশ্বাস করেছি এটাই আমার সবচেয়ে বড় বোকামি।নিজের পরিবার ছেড়ে যাদের আপন করে নিয়েছিলাম তারাই আমার সরলতার সুযোগ নিয়ে সব শেষ করে দিয়েছে। তাদের বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে একটাই চাওয়া যেন আমি তাদের বিচার নিজ চোখে দেখতে পারি।

সুন্দর গুছানো পরিপাটি ঘর তাই নাহ,,,,,😭😭😭।এগুলো দেখে আমার তো কান্না চলে আসছে। মাত্র তিন ভাগের এক ভাগ বস্তায় তুলেছি?আরো ক...
27/09/2025

সুন্দর গুছানো পরিপাটি ঘর তাই নাহ,,,,,😭😭😭।এগুলো দেখে আমার তো কান্না চলে আসছে। মাত্র তিন ভাগের এক ভাগ বস্তায় তুলেছি?আরো কতো গুলো বস্তা হবে জানিনা। কতদিন সময় লাগবে আমার সব কিছু গুছিয়ে নিতে আল্লাই ভালো জানে?

অনেক বেশি রাগ হয়ে বাচ্চার গায়ে হাত তুলে ফেলি। তারপর যখন বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে পরে,তখন এতো মায়া লাগে আর কষ্ট হয়...
25/09/2025

অনেক বেশি রাগ হয়ে বাচ্চার গায়ে হাত তুলে ফেলি। তারপর যখন বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে পরে,তখন এতো মায়া লাগে আর কষ্ট হয় যেইটা কল্পনার বাহিরে। ঠিক সেই সময় মায়াবী মুখটার দিকে তাকালে আমার কান্না চলে আসে।
ছবিটা অনেক দিন আগের।

নারী হয়ে বুঝলাম,ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। জীবনে যতো কিছুই অর্জন করিনা কেন?ভাগ্যবতী হওয়াটাই বেশি প্রয়োজন। নয়ত...
24/09/2025

নারী হয়ে বুঝলাম,
ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। জীবনে যতো কিছুই অর্জন করিনা কেন?ভাগ্যবতী হওয়াটাই বেশি প্রয়োজন। নয়তো সারাজীবন কান্না করে কাটিয়ে দিতে হয়।

Sad পোস্ট করলেই সবাই মনে করে জামাই/বউয়ের সাথে কিছু হয়েছে। আরে এ জামাই/বউয়ের ঝগড়া/ স*মস্যা ছাড়া কি আর কোন স*মস্যা থাকতে...
24/09/2025

Sad পোস্ট করলেই সবাই মনে করে জামাই/বউয়ের সাথে কিছু হয়েছে। আরে এ জামাই/বউয়ের ঝগড়া/ স*মস্যা ছাড়া কি আর কোন স*মস্যা থাকতে পারে না? কারো পারিবারিক,কারো আর্থিক আবার কারো অসুস্থতা এমন হাজারো স**মস্যা নিয়ে মানুষের জীবন। তাই কারো সম্পর্কে কিছু না জেনে মন্তব্য করা একদমই উচিৎ না। জীবনটা ছোট হতে পারে,কিন্তু স*মস্যা দিয়ে পরিপূর্ণ। যদিও সবার জীবনধারা একরকম না।

23/09/2025

ঘর সংসারের মতন করে যদি নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারতাম, তাহলে কতোইনা ভালো হতো?জীবনে এমন কিছু সময় আসে যখন সিদ্ধান্ত নেওয়া টা আমাদের হাতে থাকে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। Vlog 35.

গুছিয়ে মিথ্যা বলে অভিনয় করতে পারিনা,এইজন্যই হয়তো আমি সবার কাছে অবহেলিত।
23/09/2025

গুছিয়ে মিথ্যা বলে অভিনয় করতে পারিনা,
এইজন্যই হয়তো আমি সবার কাছে অবহেলিত।

22/09/2025

জীবনের সব পরিস্থিতি হাসিমুখে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। কিছু বড়লোক মানুষের কারণে (ভাড়া) বাসা ছেড়ে দিতে বাধ্য হলাম। Vlog 34.

গাছ গুলো নিয়ে অনেক টা চিন্তায় ছিলাম। আল্লাহ আমার চিন্তা গুলো দূর করে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পর একটা বাসা পেয়েছি আলহ...
22/09/2025

গাছ গুলো নিয়ে অনেক টা চিন্তায় ছিলাম। আল্লাহ আমার চিন্তা গুলো দূর করে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পর একটা বাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। বাসাটা ছোট হলেও আমার সখের গাছ গুলো রাখতে পারবো এইটা ভেবেই ভালো লাগছে।

Address

27 Road
Gazipur
1712

Telephone

+8801609199099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's Life 952 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi's Life 952:

Share