Fahima Aktar

Fahima Aktar Welcome to the official Fahima Aktar page.

14/12/2024
14/08/2024

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ সব বন্ধ করতে হবে !! আওয়াজ তোলেন সবাই। সময় এখনই !!

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।সতর ঢ...
19/04/2024

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:
১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।
২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।
৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।
৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।
৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।
৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।
৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।
৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।
৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।
* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।❐ প...
14/04/2024

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!
🤔মানুষ বড়ই আজব প্রানী🤔
=================={{পোস্ট - সংগৃহীত}}=====

বছরে একবার ঈদের নামাজ পড়ি। তাই ঈদের নামাজের নিয়ম কানুন মনে থাকেনা। অনেক সময় অনেকেই ঈদের নামাজে তাকবিরে ভুলকরে।অতএব আমাদে...
10/04/2024

বছরে একবার ঈদের নামাজ পড়ি। তাই ঈদের নামাজের নিয়ম কানুন মনে থাকেনা। অনেক সময় অনেকেই ঈদের নামাজে তাকবিরে ভুলকরে।অতএব আমাদের সবার উচিৎ ঈদের নামাজের নিয়মসমূহ জানা।

পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো--কাউকে সত্যিকারের ভালোবাসা।এবং সে ফিরে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।
09/03/2024

পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো--
কাউকে সত্যিকারের ভালোবাসা।
এবং সে ফিরে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়।
01/03/2024

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়।

মনে রাখবেন !! আত্মীয়-স্বজনের ব্যবহার কেমন হবে, তা নির্ভর করবে আপনার টাকার উপর !!
19/01/2024

মনে রাখবেন !!
আত্মীয়-স্বজনের ব্যবহার কেমন হবে, তা নির্ভর করবে আপনার টাকার উপর !!

স্বামীর সংসার ভালো লাগছেনা! স্বামীর ব‍্যবহার ভালো লাগছেনা!!ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে একমুঠো ভাতের দাম কত!!!!
09/01/2024

স্বামীর সংসার ভালো লাগছেনা! স্বামীর ব‍্যবহার ভালো লাগছেনা!!
ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে একমুঠো ভাতের দাম কত!!!!

মানুষ সবসময় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে 🥲হোক সেটা ভাই বোনের ভালোবাসা হোক সেটা মা বাবার 😭স্বার্থের কাছে সবাই বন্দি আমি মন...
26/12/2023

মানুষ সবসময় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে 🥲
হোক সেটা ভাই বোনের ভালোবাসা হোক সেটা মা বাবার 😭
স্বার্থের কাছে সবাই বন্দি আমি মনে করি 😭

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahima Aktar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share