08/10/2025
AISHI GHOSH আমি আমার এই পেজটা খুলেছিলাম 2020 তে। তখন আমার পেজ টা খোলার উদ্দেশ্য ছিল এটাই যে, আমি নিজে যেগুলোর সাথে অভিজ্ঞ হয়েছি, আমি যেমন জানতাম না আমার মতো অনেকেই জানেনা যাদের সাথে প্রথমবার এমন ঘটছে। আবার অভিজ্ঞ হলেও নিরুপায় হয় অনেক মানুষ যারা নিজেকে সামলাতে পারে না, নিজেকে সাহায্য করতে পারে না।
আমার পেজটা মূলত মোটিভেশন, পজিটিভিটি, সেল্ফ - লাভের ওপর। অনেকে বলেছে তারা মোটিভেট হয়েছে আমার এই পেজের দ্বারা। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।
কোনো কাজ যখন করা হয় ভালোর উদ্দেশ্যে তখন সাপোর্ট খুব দরকার হয়। অনেক চেষ্টা করেছি ,অনেক পরিশ্রম করেছি এই পেজটাকে সবার কাছে পৌঁছানোর কিন্তু পারিনি।
আপনাদের সাপোর্ট খুব দরকার আমার। যারা পাশে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ আমি।