ঈশ্বরদী'য়ান Ishwardi’an

ঈশ্বরদী'য়ান Ishwardi’an ঈশ্বরদী'য়ান সামাজিক সংগঠন।

🎭 অভিনেতা নয়, আসল জীবনের নায়ক — ঈশ্বরদীর শাহরিয়ার ❤️ গেল মাতৃভাষা দিবসে ঈশ্বরদী উপজেলা ও পৌর প্রসাশনের উদ্যোগে এবং সতির...
14/08/2025

🎭 অভিনেতা নয়, আসল জীবনের নায়ক — ঈশ্বরদীর শাহরিয়ার ❤️

গেল মাতৃভাষা দিবসে ঈশ্বরদী উপজেলা ও পৌর প্রসাশনের উদ্যোগে এবং সতির্থ থিয়েটারের সার্বিক সহোযোগিতায় আমার পরিচালিত “প্রতিচ্ছবি” পথ নাটকে শহীদ আবু সাঈদের চরিত্রে দুহাত উঁচিয়ে বীরের বেশে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি — শাহরিয়ার।
(নাটকের লিংক https://www.facebook.com/share/v/1Apd28oYiA/?mibextid=wwXIfr)
এতদিন তাকে চিনতাম একজন প্রতিভাবান অভিনেতা ও উদ্যোক্তা হিসেবে। কিন্তু গতরাতে জানলাম, শাহরিয়ার আসল জীবনেরও এক রিয়েল হিরো! ❤️

গত রাত প্রায় ১টার দিকে, হঠাৎ একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে একজন বললেন —
“ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির এসআই রাশেদ ভাই আপনার নম্বর দিয়েছেন। ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে আসতে হয়েছে আমার স্ত্রী কে। এখন অপারেশন থিয়েটারে। সিজারের সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, A+ পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন। আমি ঈশ্বরদীর মানুষ না, পরিচিত কারো থেকে রক্ত পাচ্ছি না। দয়া করে সাহায্য করুন।”

আমি সঙ্গে সঙ্গেই আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেই।
মাত্র ৩০ মিনিট পর শাহরিয়ার পোস্টে কমেন্ট করে লেখে —
“টেনশন নাই ভাই, রক্ত দিয়ে আসছি।”

ভাবুন তো, রাতের গভীরে কারও জীবন বাঁচানোর জন্য বিনা দ্বিধায় ছুটে যাওয়া — এটাই কি আসল বীরত্ব নয়?
শাহরিয়ারের মতো মানবিক ভাইরা পাশে থাকলে সত্যিই কোনো টেনশন থাকে না।
কারণ, পেছনে হাজার চাঁদাবাজের চেয়ে পাশে একজন রিয়েল হিরো অনেক বড় সৌভাগ্য।

শাহরিয়ার রা আছে বলেই গর্ব করে বলতে পারি —
আমি একজন ঈশ্বরদী'য়ান Ishwardi’an! ❤️

(বি:দ্র: পেসেন্টের কন্যা সন্তান হয়েছে এবং তারা দুজনাই এখন ভালো আছে)

13/08/2025

ইমারজেন্সি সিজারিয়ান একটা পেশেন্টের জন্য এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন। কোন সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে আগ্রহী হলে ঈশ্বরদী আলো ডায়গনস্টিক সেন্টারে চলে আসুন 🙏
যোগাযোগ: +8801346285589

12/08/2025

অটোর ভিড়ে রজব আলীর ভাঙা রিকশার গল্প 💔

ঈশ্বরদীর ব্যস্ত রাস্তায় অটোরিকশার শব্দে চাপা পড়ে যায় রজব আলীর মতো মানুষের গল্প। ৬০ বছরের এই মানুষটি প্রতিদিন ভাঙা প্যাডেল রিকশা চালিয়ে উপার্জন করেন সামান্য কিছু টাকা।সেই টাকায় চলে সংসার, অসুস্থ মায়ের চিকিৎসা আর রিকশার মেরামত।যেখানে সবাই প্রযুক্তির সুবিধায় এগিয়ে যাচ্ছে, রজব আলী রয়ে গেছেন সময়ের অনেক পেছনে—তবুও হাল ছাড়েননি।তার প্রতিটি প্যাডেলের ঘূর্ণন যেন জীবনের জন্য এক অবিরাম সংগ্রামের প্রতীক।

🙏 এই পোস্ট টি শেয়ার করুন, যেন আরও মানুষ জানতে পারে, দেখতে পায়, অনুভব করতে পারে।

আসুন মানবতার জন্য আমরা সবাই একসাথে রজব আলীর পাশে দাড়াই।

01771721865 (বিকাশ পার্সোনাল) শিরিন
01711947441 বিকাশ পার্সোনাল) অমিত

#রজবআলী #ঈশ্বরদী #রিকশাওয়ালা #প্যাডেলরিকশা #মানবতারগল্প #দারিদ্র্য #জীবনেরসংগ্রাম #বাংলাদেশ #অটোরিকশা #ভাঙারিকশা

ঈশ্বরদীর কৃতি সন্তান ❤️প্রিয়ডা:মো:আশিকুর রহমান (সাগর) ভাইকনসালটেন্ট পদে পদোন্নতি পাওয়ায় ঈশ্বরদী'য়ান সামাজিক সংগঠন এর ...
08/08/2025

ঈশ্বরদীর কৃতি সন্তান ❤️
প্রিয়
ডা:মো:আশিকুর রহমান (সাগর) ভাই

কনসালটেন্ট পদে পদোন্নতি পাওয়ায় ঈশ্বরদী'য়ান সামাজিক সংগঠন এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা 🌹 অভিনন্দন।

আপনার এই অর্জন শুধুমাত্র আপনার পরিশ্রম, নিষ্ঠা ও রোগীর প্রতি দায়িত্ববোধেরই ফল।💞

"শোক সংবাদ"গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ঈশ্বরদী গুর বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান “ভাই ভাই সুইটস”-এর স্বত্বাধ...
02/08/2025

"শোক সংবাদ"

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ঈশ্বরদী গুর বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান “ভাই ভাই সুইটস”-এর স্বত্বাধিকারী
মোঃ শেখ ফরিদ ইসলাম
আজ শনিবার, দুপুর প্রায় ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাযা আজ বাদ মাগরিব, গোকুলনগর জান্নাতুল বাকী কেন্দ্রীয় গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।

আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।

ঈশ্বরদীর "নান্নু বিহারি" আর নেই!!ঈশ্বরদীর বিশিষ্ট শিল্পপতি, মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক ( ...
31/07/2025

ঈশ্বরদীর "নান্নু বিহারি" আর নেই!!

ঈশ্বরদীর বিশিষ্ট শিল্পপতি, মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক ( এম,ডি) মোঃ শাহাবুদ্দিন মল্লিক ( নান্নু বিহারি) আজ সকাল ৬ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ আজ বাদ আসর ফতেমোহাম্মাদপুর, ঈশ্বরদীতে অনুষ্ঠিত হবে।

"নিখোঁজ বিজ্ঞপ্তি"নাম: চিরঞ্জিত কুমার ভৌমিকঠিকানা: কর্মকারপাড়া, ঈশ্বরদীপেশা: রবি সিম কোম্পানির কর্মচারীগত ২ (দুই) দিন ধর...
28/07/2025

"নিখোঁজ বিজ্ঞপ্তি"

নাম: চিরঞ্জিত কুমার ভৌমিক
ঠিকানা: কর্মকারপাড়া, ঈশ্বরদী
পেশা: রবি সিম কোম্পানির কর্মচারী

গত ২ (দুই) দিন ধরে চিরঞ্জিত কুমার ভৌমিক নিখোঁজ রয়েছেন। তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। তার মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চিরঞ্জিতের পরিবার বর্তমানে অত্যন্ত উদ্বিগ্ন এবং তার খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করছে।

যদি কেউ তার কোন খোঁজ পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে:
📞 ০১৭৬৭৪০৫৪৩৬ (সুমন)

আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারের বড় অনিশ্চয়তা দূর করতে পারে।
আপনার সাহায্য কাম্য 🙏

ঈশ্বরদী থেকে ছোট্ট এই ছেলেটি হারিয়ে গেছে।যদি কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে উক্তনাম্বারে যোগাযোগ করার জন্য বিনী...
26/07/2025

ঈশ্বরদী থেকে ছোট্ট এই ছেলেটি হারিয়ে গেছে।যদি কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে উক্ত
নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১ম ইউনিটে বাষ্প নির্গমন পরীক্ষা বা হট মিডিয়া টেস্ট চলমান, তাই অপ্রত্যাশিত বাষ্প (ধোঁয়া...
25/07/2025

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১ম ইউনিটে বাষ্প নির্গমন পরীক্ষা বা হট মিডিয়া টেস্ট চলমান, তাই অপ্রত্যাশিত বাষ্প (ধোঁয়া) নির্গমন ও উচ্চ শব্দে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হল। এটা সম্পন্ন নিরাপদ ও পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা।

 #ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। মিলেছে অনেক তথ্য। বিস্তারিত আসিতেছে।
23/07/2025

#ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।
মিলেছে অনেক তথ্য। বিস্তারিত আসিতেছে।

আমরা গভীরভাবে শোকাহত।  #মাইলস্টোন  #স্কুল  #কলেজ
21/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।

#মাইলস্টোন #স্কুল #কলেজ

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when ঈশ্বরদী'য়ান Ishwardi’an posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈশ্বরদী'য়ান Ishwardi’an:

Share