
14/08/2025
🎭 অভিনেতা নয়, আসল জীবনের নায়ক — ঈশ্বরদীর শাহরিয়ার ❤️
গেল মাতৃভাষা দিবসে ঈশ্বরদী উপজেলা ও পৌর প্রসাশনের উদ্যোগে এবং সতির্থ থিয়েটারের সার্বিক সহোযোগিতায় আমার পরিচালিত “প্রতিচ্ছবি” পথ নাটকে শহীদ আবু সাঈদের চরিত্রে দুহাত উঁচিয়ে বীরের বেশে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি — শাহরিয়ার।
(নাটকের লিংক https://www.facebook.com/share/v/1Apd28oYiA/?mibextid=wwXIfr)
এতদিন তাকে চিনতাম একজন প্রতিভাবান অভিনেতা ও উদ্যোক্তা হিসেবে। কিন্তু গতরাতে জানলাম, শাহরিয়ার আসল জীবনেরও এক রিয়েল হিরো! ❤️
গত রাত প্রায় ১টার দিকে, হঠাৎ একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে একজন বললেন —
“ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির এসআই রাশেদ ভাই আপনার নম্বর দিয়েছেন। ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে আসতে হয়েছে আমার স্ত্রী কে। এখন অপারেশন থিয়েটারে। সিজারের সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, A+ পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন। আমি ঈশ্বরদীর মানুষ না, পরিচিত কারো থেকে রক্ত পাচ্ছি না। দয়া করে সাহায্য করুন।”
আমি সঙ্গে সঙ্গেই আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেই।
মাত্র ৩০ মিনিট পর শাহরিয়ার পোস্টে কমেন্ট করে লেখে —
“টেনশন নাই ভাই, রক্ত দিয়ে আসছি।”
ভাবুন তো, রাতের গভীরে কারও জীবন বাঁচানোর জন্য বিনা দ্বিধায় ছুটে যাওয়া — এটাই কি আসল বীরত্ব নয়?
শাহরিয়ারের মতো মানবিক ভাইরা পাশে থাকলে সত্যিই কোনো টেনশন থাকে না।
কারণ, পেছনে হাজার চাঁদাবাজের চেয়ে পাশে একজন রিয়েল হিরো অনেক বড় সৌভাগ্য।
শাহরিয়ার রা আছে বলেই গর্ব করে বলতে পারি —
আমি একজন ঈশ্বরদী'য়ান Ishwardi’an! ❤️
(বি:দ্র: পেসেন্টের কন্যা সন্তান হয়েছে এবং তারা দুজনাই এখন ভালো আছে)