Tamim’s Echoes in Ink

Tamim’s Echoes in Ink "I believe that every word has a story to tell, every poem has a voice, and every book leaves an impression.

Here, I aim to create a space where words echo with meaning and where we can all find resonance in each other's expressions."

"Simplicity is the ultimate form of sophistication.”
12/12/2025

"Simplicity is the ultimate form of sophistication.”

05/12/2025

আমি এখনো বিশ্বাস করি, কেউ বিশ্বাস করুন বললে। আমি এখনো মনযোগ নিয়ে শুনি, আমি কিছু বলতে চাই কিনা জানতে না চাওয়া মানুষের কথা।

আমার প্রয়োজনে যাকে ডেকেও পাইনি; তার খারাপ সময়ের খবর পেলে না ডাকতেই চলে যাই, তার খারাপ সময় কিছুটা নিজের কাঁধে নিবো বলে।

সুস্পষ্ট কথায় বলতে গেলে আমি নির্বোধ বেকুব একটা মানুষ, যে এখনো মানুষকে বিশ্বাস করে।

19/11/2025

যারা নিজের প্রয়োজন হলে আপনাকে কল দেয়।আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না; তারা আপনার কেউ না!❤️

17/11/2025

মানসিক শান্তি চান?
মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন, যত সাধারণ মানুষ হবেন তত সুখে থাকবেন!

16/11/2025

“বাস্তুতন্ত্রের প্রতিটি স্তর যেমন তার নিজের গুরুত্ব নিয়ে পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখে, তেমনি প্রতিটি সম্পর্কেরও থাকে এক অদৃশ্য সীমারেখা। যে কোনো একটি স্তর ক্ষতিগ্রস্ত হলে যেমন বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়, তেমনি সেই সীমারেখা লঙ্ঘিত হলে সম্পর্কও হারায় তার স্বাভাবিক ভারসাম্য।”

#আত্মোপলব্ধি

Hold on to hope in every moment of life.It is a good thing, maybe the best of things, and no good thing ever dies.
11/10/2025

Hold on to hope in every moment of life.

It is a good thing, maybe the best of things, and no good thing ever dies.

সম্প্রতি বণিক বার্তা-র এক প্রতিবেদনে দেখলাম, সিঙ্গাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফাউন্ডেশন কোর্সের সমতুল্য, আর জ...
07/10/2025

সম্প্রতি বণিক বার্তা-র এক প্রতিবেদনে দেখলাম, সিঙ্গাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফাউন্ডেশন কোর্সের সমতুল্য, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ডিপ্লোমার সমতুল্য। বাংলাদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করলে বিদেশে তা গ্রহণযোগ্য নয়। মোদ্দাকথা, আমাদের সার্টিফিকেট দেশের বাইরে স্রেফ সাধারণ কাগজ ছাড়া কিছুই না।

স্যার এখানে প্রশাসনের কার্যক্রমের বাইরে এক্সপ্লোর করতে চান—নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। কিন্তু একটা মেরুদণ্ডহীন, লোলা প্রশাসন ঠিক না করে পত্রিকার শিরোনাম হওয়াটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং সমাধানগুলো কী—আমি মনে করি দেশের সকল মানুষই জানে। ভূতুড়ে রেজাল্ট, খাতা সঠিক মূল্যায়ন না হওয়া, অতিরিক্ত পুনঃমূল্যায়ণ ফি—এসব কি শিক্ষার্থীবান্ধব কর্মসূচি?

প্রতিষ্ঠার ৩২ বছরে পদার্পণ করার পরেও কেন এসব সমস্যার সমাধান হচ্ছে না, কিংবা বিশ্ববিদ্যালয়ের মান বাড়ছে না? দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে দুস্তর ব্যবধান কেন হচ্ছে? কেন আমাদের দিকে বাকিরা আড়চোখে তাকাবে? মনের অগোচরে এই প্রশ্ন জাগে। তবে এর সমাধান কখনও হবে না—এটাও চিরন্তন সত্য।

04/10/2025

আমি নিজেকে প্রাইভেট রাখতেই স্বস্তি পাই।
আমার বিশ্বাস—সুগন্ধী ফুল যেমন নিজেকে আলাদা করে তুলতে আলোর দরকার পড়ে না, তেমনি আমার যোগ্যতা আর কর্মই যথাসময়ে আমাকে প্রচ্ছন্ন থেকে প্রকট করবে।
অন্যের দেওয়া বিশেষণ কিংবা বাহুল্য আলোর ঝলকে নিজেকে আলাদা করে তোলার বাসনা আমার কখনও ছিল না।

কিন্তু যারা অতিরিক্তভাবে নিজেকে হাইলাইট করে, তাদের অবস্থা অনেকটা মোমবাতির মতো—ক্ষণিকের আলোয় চারপাশ আলোকিত করে, অথচ নিজেকে ধীরে ধীরে শেষ করে ফেলে। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে অনেক সময় “হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার (HPD)”-এর আওতায় ফেলা হয়।

প্রিয় আকিব,গোয়েবলসীয় যুগে প্রকৃত মানুষকে চেনা সহজ নয়। তবুও মহান আল্লাহর অশেষ রহমতে কিছু মানুষ আমাদের জীবনে আসে, যারা হৃদ...
24/08/2025

প্রিয় আকিব,

গোয়েবলসীয় যুগে প্রকৃত মানুষকে চেনা সহজ নয়। তবুও মহান আল্লাহর অশেষ রহমতে কিছু মানুষ আমাদের জীবনে আসে, যারা হৃদয়ে গভীর দাগ কেটে যায়। তুই তাদেরই একজন।

সহপাঠী না হয়েও কেমন করে যেন তুই আমার আপন হয়ে উঠেছিলি। টানা দুই বছর আমরা যে সময় একসাথে কাটিয়েছি—লেকের পাড়ে বসে গল্প, সূজনের দোকানে চায়ের কাপে ঝড় তোলা, সিনেমা হলের পেঁয়াজু-আলুপুরি, সাইকেল রাইড কিংবা প্রতিদিন বিকেলের আড্ডা—সব আজও যেন চোখের সামনে ভাসে। কিছু স্মৃতি, কিছু কথা কেবল আমাদের ভেতরেই থাকুক, ওগুলিই আমাদের বন্ধুত্বের নীরব সাক্ষী হয়ে থাকুক।

অনেকদিন হলো হবিগঞ্জ থেকে তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরে এসেছি, কিন্তু প্রতিদিন বিকেল হলেই মনে হয়—আমি যেন এখনো তোর জন্য অপেক্ষা করছি। হয়তো কখনো প্রকাশ করিনি, তবুও এ সত্যিটা সবসময় থেকে গেছে।

পরিশেষে শুধু এটুকুই বলব—সবসময় মাথা উঁচু করে চলবি। নিজের নীতির সাথে কোনোদিন আপস করবি না। কারণ তুই যেমন, ঠিক তেমন থাকলেই তুই অনন্য।

ইতি,
তামিম

31/07/2025

সময় বদলালে অনেক কিছুই বদলায়—মনের কথা, মুখের ভাষা, ব্যবহারের ধরন। কেউ কটু কথা বললেই মন খারাপ করার কিছু নেই। কারণ, আজ যারা অবহেলা করছে, ঝগড়া করছে, কটু কথা বলছে, প্রয়োজন হলে তারাই কাল আবার প্রশংসার বুলি আওড়াবে।

কারো কথা পার্সোনালি নিতে হয় না। তবে, পছন্দ না হলেও কান দিয়ে শুনতে হবে।সবার সব কথা,পার্সোনালি নেওয়ার মানে নিজেকে ভেতর থেকে দুর্বল করে ফেলা। মানুষের আচরণ অনেক সময় তাদের স্বার্থের প্রতিফলন মাত্র। তাই নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত ।

সবাই যেমন তার মতো, আমিও তেমন আমার মতো। হা, হা এটাই বাস্তব 😁

চিনিযুক্ত খাবার আমার খুব প্রিয় ছিল।কিন্তু চিনির ক্ষতিকর দিকগুলো জানার পর, গত ছয় মাস ধরে চায়ে চিনি দেওয়া বন্ধ করে দিয়েছি।...
23/06/2025

চিনিযুক্ত খাবার আমার খুব প্রিয় ছিল।
কিন্তু চিনির ক্ষতিকর দিকগুলো জানার পর, গত ছয় মাস ধরে চায়ে চিনি দেওয়া বন্ধ করে দিয়েছি।
বুঝেছি—প্রিয় জিনিসও যদি মাত্রার বাইরে চলে যায়, তা শরীরের জন্য হয়ে ওঠে ক্ষতিকর।

ঠিক তেমনি প্রিয় মানুষও।
যাকে খুব ভালোবাসি, সব সময় তার কাছে থাকতে চাই—কিন্তু সেই ভালোবাসাও যদি মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে তা তার জন্য ক্লান্তিকর হয়ে উঠতে পারে।
আর কাছাকাছি গিয়ে যদি এক সময় বিরক্তির মুখোমুখি হতে হয়, তবে কষ্টটা হয় দ্বিগুণ—একদিকে প্রত্যাখ্যান, অন্যদিকে অপমান।

তাই প্রিয় মানুষকে আমি রাখি সম্মানের দূরত্বে।
যেভাবে ভালো লাগে, সেভাবেই—দূর থেকে, নিরবে, বিনা-বিরক্তিতে।

(এই লেখার পেছনে কারও প্রতি কোনো ব্যক্তিগত ইঙ্গিত নেই—এটা কেবলই এক আত্মোপলব্ধি।)

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Tamim’s Echoes in Ink posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim’s Echoes in Ink:

Share