Rajaul karim

Rajaul karim Assalamualaikum, "Healing bodies touching souls. Medical knowledge meets Islamic ethics |
‘And when I am ill, it is He who cures me.’ (Qur’an 26:80)"
(14)

একটা ইন্টারভিউ তে সামিরা বলেছিলেন আমি আমার বাসায় ফ্যান রাখি না। এমনকি আমি কারো বাসায় গিয়ে ও ফ্যানের নিচে বসি না। কারন আম...
26/10/2025

একটা ইন্টারভিউ তে সামিরা বলেছিলেন আমি আমার বাসায় ফ্যান রাখি না। এমনকি আমি কারো বাসায় গিয়ে ও ফ্যানের নিচে বসি না। কারন আমি ট্রমাটাইজ হয়ে যাই। 😩

এখন তো বিশ্ব জানে কেনো আপনি ফ্যান ভয় পান। কারণ আপনি সালমান কে নিজের চোখের সামনে দেখতে পেতেন। 😌

সামিরা কতো টা গর্ব করে বলে সালমান আমাকে কোন দিন কটুকথা বলে নি। মারা যাবার আগেও কোনদিন আমার সাথে খারাপ ব্যাবহার করে নি। 😌

এটাই পারিবারিক শিক্ষা, কিন্তু তুমি সেই মানুষ টা কে কি উপহার দিলা? 😩
ধোকাবাজি,পরকিয়া আর নিজের হাতেই শেষ করে দিলা। 😢

আহা নারী 🙊

© Rajib খান

"প্রথমেই সকল প্রশংসা জ্ঞ্যাপন করছি সেই আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালবাসা সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দি...
15/10/2025

"প্রথমেই সকল প্রশংসা জ্ঞ্যাপন করছি সেই আল্লাহ পাকের প্রতি,
যিনি আমাকে আপনাদের সকলের ভালবাসা সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া- আলহামদু লিল্লাহ!আমার সকল প্রিয়জনরা আমার অজান্তেই ফেসবুক এবং কল করে যারা, আমাকে বিভিন্ন প্রকারে, বিভিন্ন ভাবে এই আলোকিত ও অবিস্মরণীয় মুহুর্ত তথা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আমার সেই সকল প্রিয়জন! যারা আমার এই আলোকিত জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন, প্রথমেই সেই সকল শ্রদ্ধাবাজনদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত হৃদয় নিংডানো ভালবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত স্বাচ্ছন্দময়ী ভালবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে।
আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে🥰

02/10/2025

Update: ইন্না-লিল্লাহ! 'একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইস*রা*য়েলের দখলে'

আলহামদুলিল্লাহ  " রাবেয়া মেডিকেল হল " উদ্বোধন সময় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্হিত ছিলেন ' সবাই দোয়া করবেন,  আল্লাহ ...
24/08/2025

আলহামদুলিল্লাহ " রাবেয়া মেডিকেল হল " উদ্বোধন সময় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্হিত ছিলেন '
সবাই দোয়া করবেন,
আল্লাহ যেনো ব্যবসায় বারাকাহ দান করেন।

11/08/2025
28/07/2025

আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

25/07/2025

এই সময়ে জ্বরের সাথে শরীর ব্যাথা, দূর্বলতা থাকলে শুরুতেই এন্টিবায়োটিক নয়। বরং ডাবের পানি, ওরস্যালাইন, ফলমূল খাবেন।
অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আরিয়ান আর নেই!আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই বাচ্চাটির কথা মনে হলে আমার  খারাপ লাগবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে ...
23/07/2025

আরিয়ান আর নেই!
আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই বাচ্চাটির কথা মনে হলে আমার খারাপ লাগবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে কিন্তু তাদের ভিডিও এভাবে আসেনি। গতকাল ঘটনার পরপরই এই বাচ্চাটির ভিডিও দেখেছি। সমস্ত শরীর পুড়ে চামড়া ঝুলে ঝুলে পড়ছিল। এই অবস্থায় বাচ্চাটি দৌড়ে এসেছে, তারপর হাঁটছিল,এক সময় দাঁড়িয়ে যায়। সবাই বাচ্চাটিকে তাকিয়ে দেখছিল, কেউ ভিডিও করছিল,ছবি তুলছিল। কিন্তু বাচ্চাটিকে জড়িয়ে ধরার মত কেউ ছিল না। বাচ্চাটি নিশ্চয়ই ওর মাকে অথবা তার বাবাকে খুঁজছিল। আমিও একজন বাবা । বাবার জায়গা থেকে বাচ্চাটির অনুভূতি আমাকে দগ্ধ করছে। জানতে পেরেছি বাচ্চাটি আর এই পৃথিবীতে নেই। মরে গিয়ে বেঁচে গিয়েছিস বাবা😥। আমাদের ক্ষমা করে দিস।

Shout out to my newest followers! Excited to have you onboard! Renan Albarida, Sk Suruj
23/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Renan Albarida, Sk Suruj

22/07/2025

মা’রা যাওয়ার পরেও যন্ত্রণা ভোগ করছে তারা। সড়কে উল্টে গেল মাইলস্টোন কলেজ শিক্ষার্থীর মরদেহবাহী ফ্রিজিং ভ্যান !

21/07/2025

এই বিমান গুলো মিনিমাম ২০ বছর আগে পৃথিবীর প্রায় সব দেশে ব্যাবহার বন্ধ হয়েছে। আমাদের দেশে চলে কেন?

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছ...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajaul karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajaul karim:

Share