05/12/2025
টাকা—একটা অদ্ভুত বাস্তবতার নাম।
যে পরিবারের ছেলে বেশি আয় করে, সেই পরিবারের বউয়ের মর্যাদাও যেন আপনাতেই বেড়ে যায়।
আর যে পরিবারে আয়ের হিসাবটা কম—সেখানে সম্মানটাও ধীরে ধীরে কমতে থাকে।
টাকা থাকলে বন্ধুদের আড্ডায় আপনি থাকেন “প্রায়োরিটি লিস্টে”,
আত্মীয়দের কাছেও আচরণে থাকে আলাদা যত্ন, আলাদা গুরুত্ব।
আর যখন হাতে টাকা থাকে না—
দেখবেন অবহেলা আস্তে আস্তে চারদিক থেকে ভিড় করতে শুরু করে।
এমনকি খুব কাছের মানুষগুলোর চোখেও আপনি একসময় হয়ে উঠবেন…
“কম গুরুত্বপূর্ণ”।
এটাই নির্মম বাস্তবতা।
— মাহাদী