07/09/2025
আজ রাতে সাড়ে চারশো কোটি বছরের চেনা চাঁদটা কিছুক্ষণের জন্য হবে অচেনা।
ধারণ করবে রক্তিম বর্ণ।হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের ৭৭% মানুষ সাক্ষী হতে যাচ্ছে বিরল এই দৃশ্যের।
শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে
পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে
সর্বোচ্চ (চাঁদ সবচেয়ে লাল) হবে রাত ১২টা ১১ মিনিটে
পূর্ণগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে
সম্পূর্ণ শেষ হবে ভোর ২টা ৫৫ মিনিটে
সবাই রেডি তো!?😉