Taibah TV

Taibah TV News science & technology entertainment Welcome to Taibah TV. We have two broadcasting Studio London and Bangladesh. We reach people through podcasts, sketches.

We have provided you with some different educational and entertainment programs and the latest news from the outside world on our online TV. TAIBAH TV:UK and Bangladesh's Premium Online Entertainment Network, owned and operated by 'The Team TAIBAH TV. TAIBAH TV, a streaming service provider in UK and Bangladesh desperately broadcast & multiply audience by streaming your events, show, seminar an

d anything to internet more professional way. Our expert team is dedicated to streaming live feed up to 5 platforms Including Facebook Live, YouTube Live, Website, Twitter etc. Besides Live Stream we can provide the video production on-screen preview, online cut, post-processing for making a documentary, highlights, promo etc. even with live streaming, we keep record version of the whole event in 4K resolution for any future production with digital audio. We use world class equipment recommended by professionals like Mac Book Pro, Thunderbolt devices, HDMI/SDI Encoders etc. By multiplying audience on the popular social platform now unlimited viewers can watch live events 24/7 anywhere on any devices. thanks regard : Taibah media private limited

06/08/2025
03/08/2025

প্রচুর গুরাগুরি বৃষ্টি হচ্ছে সিলেটে বর্তমান চিত্র সিলেটের....

01/08/2025

জাতিসংঘের মানবাধিকারী পরিষদের কার্যালয় স্থাপন সরকারি সিদ্ধান্তের বাতিলের দাবিতে বাংলাদেশ খেলাফতে যুব মজলিসের দাবিতে সমাবেশ

রুচির কি দুর্ভিক্ষ
29/07/2025

রুচির কি দুর্ভিক্ষ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নগত ২৭ জুলাই (রবিবার) পূর্ব লন্ডনের চিলড্...
28/07/2025

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

গত ২৭ জুলাই (রবিবার) পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন গ্রুপের হলরুমে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। দুই পর্বে বিভক্ত এ সভার প্রথম পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচনের ফলাফল ঘোষণা।

পর্বটির সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন ছরওয়ারদি হাসান। এরপর ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান।

এরপর প্রধান নির্বাচন কমিশনার ড. আব্দুল আজিজ তকি এবং নির্বাচন কমিশনার এমদাদ হোসেন টিপু নবনির্বাচিত বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। উল্লেখযোগ্য যে, কোনো ইউনিয়ন থেকে তিন জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটি ছাড়াই সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়।
পরবর্তীতে ড. আব্দুল আজিজ তকি ও এমদাদ হোসেন টিপু উভয়েই নির্বাচনী প্রক্রিয়া ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের আলোচনা সভা ও দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তছউর আলী, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, প্রধান নির্বাচন কমিশনার ড. আব্দুল আজিজ তকি, নির্বাচন কমিশনার এমদাদ হোসেন টিপু, ট্রাস্টের উপদেষ্টা নাজিম উদ্দিন আহমদ ও মোহাম্মদ মুজিবুর রহমান, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ লেবু।

এছাড়াও বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও সালেহ আহমদ, হেলপিং হ্যান্ডস ইউকের ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, ট্রেজারার মিকাইল চৌধুরী, ওয়েস্ট গেইট সলিসিটরস-এর প্রধান সোহেল উদ্দিন, সোশ্যাল ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা ট্রেজারার বদরুল আলম বাবুল, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, রোমান আহমদ চৌধুরী, সদস্য আব্দুল আজিজ ফারুক ও ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সাফার ও নুরুল ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, বোর্ড মেম্বার মোহাম্মদ সুলতান আহমদ, মুহিবুল হক, সাব্বির আহমদ সাহেদ, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মোস্তাক আহমদ হেলাল, শাহীন আহমেদ, সুহেল আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হাকিম চৌধুরী, আব্দুর রহমান খান সুজা, সৈয়দ মুজিবুল ইসলাম আজু, সদস্য তারেক আহমদ, মোহাম্মদ মুর্শেদ চৌধুরী রাহি, হোসেন আহমদ, সরওয়াদী হাসান, মোহাম্মদ সুলতান হায়দার জসিম, ইয়াহিয়া খান, মুজিবুর রহমান, এনাম উদ্দিন আহমদ, বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মো আলী হোসেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মাহমুদ মিয়া মানিক ও সাধারণ সম্পাদক মো আব্দুল লতিফ, সোশ্যাল ট্রাস্টের সদস্য কামরুজ্জামান চৌধুরী, বাবলু ইসলাম, ছরওয়ারদি হাসান মোহাম্মদ ওয়াহিদুর রহমান, শাহিন উদ্দিন আহমদ, আব্দুল জলিল, শাফি আহমদ, জয়নুল হক প্রমুখ।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুর পরিচালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। এরপর বিগত কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন জেনারেল সেক্রেটারি এবং আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার সাইফুল ইসলাম।
সভার সর্বসম্মতিক্রমে ট্রাস্টের বিগত দুই বছরের আয়-ব্যয় অনুমোদন করা হয়। এতে ট্রাস্টের বোর্ড মেম্বার অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার পাঠানো তথ্যসমৃদ্ধ অংশটিকে আরও পরিষ্কার, পেশাদার ও পাঠযোগ্যভাবে উপস্থাপন করে নিচে সম্পাদিত সংস্করণ দেওয়া হলো, যা রিপোর্ট, সংবাদ বা ফেসবুক পোস্ট হিসেবে সরাসরি ব্যবহারযোগ্য:
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির ইসি নির্বাচন ও বোর্ড সভা অনুষ্ঠিত

চতুর্থ পর্বে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত বোর্ড মেম্বারদের অংশগ্রহণে ইসি কমিটির নির্বাচন। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার এমদাদ হোসেন টিপু এবং সঞ্চালনায় ছিলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। শুরুতেই নবনির্বাচিত বোর্ড মেম্বারদের অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হলেন:

মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ আব্দুল বাছিত, আনোয়ার শাহজাহান, আতিকুর রহমান সাফার, মো. নুরুল ইসলাম, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, তারিক রহমান ছানু, সোহেল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, কবির আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সুহেল আহমদ, মুফিজুর রহমান চৌধুরী একলিল, আব্দুর রহমান খান সোজা, আমির হোসেন, হাবিবুর রহমান, ছরওয়ারদি হাসান, মুহিবুল হক, সাব্বির আহমদ সাহেদ, হুমায়ুন কবির চৌধুরী একলিম, শাহীন আহমেদ, এনাম উদ্দিন, মো. মুজিবুর রহমান (শরিফগঞ্জ), মোহাম্মদ সাজন, মুজিবুর রহমান (লক্ষিপাশা), জাহাঙ্গীর হোসেন, শাফি আহমদ, ইয়াহিয়া খান, মনিরুজ্জামান মুরাদ ও রুহুল আমিন জুবেল।

প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনার সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এরপর অনুষ্ঠিত হয় নবনির্বাচিত বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া এবং সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু। শুরুতেই সদ্য বিদায়ী চেয়ারম্যান আনোয়ার শাহজাহান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এবং নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়াকে।

সভায় বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটিতে কো-অপ্ট করা সদস্যরা হলেন:

মাসুক আহমদ, এমদাদ হোসেন টিপু, বদরুল আলম বাবুল, মোহাম্মদ আব্দুল মতিন, ইকবাল চৌধুরী, রোমান আহমদ চৌধুরী, মোহাম্মদ সুলতান আহমদ, মো. সেলিম আহমদ, মোস্তাক আহমদ হেলাল ও কামরুজ্জামান চৌধুরী।
পূর্ণাঙ্গ ইসি (এক্সিকিউটিভ) কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সাফার, নুরুল ইসলাম, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, জয়েন্ট সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, ট্রেজারার: সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি: মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি: সুহেল আহমদ, কালচারাল সেক্রেটারি: মুফিজুর রহমান চৌধুরী একলিল, এডুকেশন সেক্রেটারি: আব্দুর রহমান খান সুজা, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আমির হোসেন, স্পোর্টস সেক্রেটারি: হাবিবুর রহমান, ইয়ুথ সেক্রেটারি ছরওয়ারদি হাসান।

ইসি সদস্যরা হলেন, মোহাম্মদ আব্দুল বাছিত, আনোয়ার শাহজাহান, এমদাদ হোসেন টিপু, বদরুল আলম বাবুল, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ সুলতান আহমদ, মো. সেলিম আহমদ, মোস্তাক আহমদ হেলাল, শাফি আহমদ, মুজিবুর রহমান ও ইয়াহিয়া খান।

এটি ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন, তছউর আলী, ড. আব্দুল আজিজ তকি, মতিউর রহমান মতিন, মোহাম্মদ মুজিবুর রহমান ও কাওসার কোরেশী।

আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

27/07/2025

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের
জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুর বক্তব্য

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।
সম্মানিত চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং প্রিয় সদস্যগণ—
আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আমার প্রতি আবারও আস্থা রেখে দ্বিতীয়বারের মতো আমাকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করায় আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। আমাদের চলমান অগ্রযাত্রাকে আরও দৃঢ় ও কার্যকর করতে আপনাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সদ্য সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের প্রেরণায় শুরু হয়েছিল এক স্বপ্নযাত্রা—গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। আজ, আলহামদুলিল্লাহ, এটি ছয় শতাধিক সদস্যের একটি সুসংগঠিত পরিবারে পরিণত হয়েছে। এই ট্রাস্ট এখন কেবল একটি সংগঠন নয়—এটি একটি আদর্শ, একটি দায়বদ্ধতা, একটি প্রেরণার নাম।

আমাদের অন্যতম গর্বের অর্জন গোলাপগঞ্জ হাউজ—যা আমাদের ঐক্য, স্বপ্ন এবং ভবিষ্যতের প্রতীক। যাঁরা এই উদ্যোগে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের আরেকটি গর্বের প্রকল্প লন্ডন বাংলা স্কুল—যা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির বীজ বপনের এক নিবেদিত প্রয়াস। আমরা বিশ্বাস করি, শিকড় চিনলেই ভবিষ্যৎ নির্মাণ হয়।

গত বছরের উল্লেখযোগ্য আয়োজনসমূহ:

● গোলাপগঞ্জ উৎসব ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
● ফুটবল টুর্নামেন্ট ও সবজিবাগান প্রতিযোগিতা
● ঈদ পুনর্মিলনী ও কেরাত প্রতিযোগিতা

এসব আয়োজন কমিউনিটির মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করেছে, সামাজিক সম্প্রীতিকে করেছে সুদৃঢ়।

আমাদের ট্রাস্টের আর্থিক কাঠামো স্বচ্ছ, সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক। সদস্যদের বার্ষিক চাঁদা, গোলাপগঞ্জ হাউজ ফান্ড ও ঘরভাড়া থেকে সঞ্চিত অর্থ ভবিষ্যতে নতুন সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহৃত হবে—যা আমাদের কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অবকাঠামো গড়ে তুলবে ইনশাআল্লাহ।

আমাদের বিশ্বাস—সহযোগিতা, সহনশীলতা ও সম্মানের ভিত্তিতেই সংগঠন এগিয়ে চলে। মতপার্থক্য থাকবেই, তবে তা যেন আমাদের ঐক্যে ফাটল না তোলে। আমাদের পথচলায় পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক মানসিকতা হবে মূল চালিকাশক্তি।

পরিশেষে বলছি—

চলুন, আমরা সবাই মিলে এই সংগঠনকে গড়ে তুলি একটি আদর্শ সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে—যেখান থেকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে, সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়বে।

আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন।

তারিক রহমান ছানু
জেনারেল সেক্রেটারি
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে
পার্মানেন্ট ডোনার মেম্বার, গোলাপগঞ্জ হাউজ
প্রতিষ্ঠাতা সদস্য, লন্ডন বাংলা স্কুল।

27/07/2025

এনসিপির হাসনাত আব্দুল্লাহ কি জুরালু বক্তব্য

fans

Address

Unit 102 Greatorex Street Business

E15NF

Alerts

Be the first to know and let us send you an email when Taibah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taibah TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share