AdExpart

AdExpart দুর্লভ এই প্রোডাক্ট টি কাদের জন্য?

 #তুলসীএটি বাংলাদেশের অনেকের কাছেই একটি পরিচিত নাম। বিশেষ করে গ্রামের অনেক বাড়িতেই দেখা যায়। সর্দিজনিত রোগে এই গাছটির ...
06/10/2024

#তুলসী
এটি বাংলাদেশের অনেকের কাছেই একটি পরিচিত নাম। বিশেষ করে গ্রামের অনেক বাড়িতেই দেখা যায়। সর্দিজনিত রোগে এই গাছটির পাতা খাওয়া হয়। অনেকে চায়ের সঙ্গেও ভিজিয়ে খান। বলা হয়ে থাকে, তুলসী পাতা ভেজে ঘি দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে।

 #বাসকঠাণ্ডার জন্য, ফুসফুসের নানা সমস্যায় বাসক পাতার রস ফুটিয়ে সেই রস বা পানি খাওয়ানো হয়। শ্বাসনালীর সমস্যায় লালাগ্...
06/10/2024

#বাসক
ঠাণ্ডার জন্য, ফুসফুসের নানা সমস্যায় বাসক পাতার রস ফুটিয়ে সেই রস বা পানি খাওয়ানো হয়। শ্বাসনালীর সমস্যায় লালাগ্রন্থিকে বাসকের রস সক্রিয় করে বলে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে। তবে অধিক মাত্রায় খেলে বমি ভাব হতে পারে।

 #চিরতাএটি অনেক স্থানে কালমেঘ নামেও পরিচিত। ডায়াবেটিস রোগীরা খেয়ে থাকেন। পাতাগুলো গুড়ো করে পানির সঙ্গে মিশিয়ে প্রতিদ...
06/10/2024

#চিরতা
এটি অনেক স্থানে কালমেঘ নামেও পরিচিত। ডায়াবেটিস রোগীরা খেয়ে থাকেন। পাতাগুলো গুড়ো করে পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে অনেকে খান। পেট খারাপ, ডায়রিয়া, জ্বর ও বাত ব্যথার ক্ষেত্রে সারারাত পানিতে ভিজিয়ে খাওয়া হয়।

 #শতমূলীশতমূলী উচ্চমানের ফলিক এসিড ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস। এতে ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন বি রয়েছে। এটি বন্ধ্যাত্...
06/10/2024

#শতমূলী
শতমূলী উচ্চমানের ফলিক এসিড ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস। এতে ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন বি রয়েছে। এটি বন্ধ্যাত্ব নিরাময় ও শক্তিবর্ধক হিসাবে কাজ করে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে।

 #বিলিম্বিকামরাঙ্গা গোত্রের একটি ফল হলেও এটি আলাদা ধরণের একটি ফল। এই ফল ডায়াবেটিক নিয়ন্ত্রণে প্রমাণিত। গবেষণায় দেখা গ...
06/10/2024

#বিলিম্বি
কামরাঙ্গা গোত্রের একটি ফল হলেও এটি আলাদা ধরণের একটি ফল। এই ফল ডায়াবেটিক নিয়ন্ত্রণে প্রমাণিত। গবেষণায় দেখা গেছে, এর ভেতরে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। চুলকানি নিরাময়, মাম্পস, চামড়া ফাটা, যৌনরোগ চিকিৎসায় অনেক আয়ুর্বেদিক চিকিৎসক এই গাছের ফল ও পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে যাদের কিডনির রোগ রয়েছে, তাদের জন্য এই ফল বা পাতা ক্ষতিকর।

 #সাজনাউচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সাজনার পাতা ও ফল ব্যবহার হয়। মনে করা হয়, সাজনা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে...
05/10/2024

#সাজনা
উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সাজনার পাতা ও ফল ব্যবহার হয়। মনে করা হয়, সাজনা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কাচা রসুনের সঙ্গে সাজনা গাছের পাতা একসাথে মিলিয়ে খেয়ে বাতের ব্যথা উপশম হয়। এছাড়া এই গাছের পাতা ও ফল অনেক পুষ্টিকারক বলে গবেষণায় দেখা গেছে। রুচি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে বহুকাল ধরে ভারতীয় উপমহাদেশে বিশ্বাস রয়েছে

থানকুনিএটি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ওষুধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। চলুন তাহলে জেনে আসি এর উপকারিতা সম্পর্কে । ...
05/10/2024

থানকুনি
এটি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ওষুধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। চলুন তাহলে জেনে আসি এর উপকারিতা সম্পর্কে ।
থানকুনির উপকারিত
👉 পেটের নানা সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরি এই উপাদান।
👉হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকর এটি।
👉কর্মক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকরী এই।
👉চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে এই ঔষুধ।
👉বিভিন্ন ধরণের ক্ষত নিরাময়ে ব্যবহ্রত হয় এই ঔষুধ।

নানা গুণসম্পন্ন তোকমার উপকারিতা:ডায়বেটিক নিয়ন্ত্রণে বেশ কার্যকর হলো এই তোকমা। হজমশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন কর...
05/10/2024

নানা গুণসম্পন্ন তোকমার উপকারিতা:
ডায়বেটিক নিয়ন্ত্রণে বেশ কার্যকর হলো এই তোকমা।
হজমশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে এই তোকমা।
পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, বদহজম এবং গ্যাসট্রিক দূর করে।
ব্রণ ও ডিপ্রেশন কমায় তকমা।

মেথিএটা আমাদের সবারই পরিচিত একটি ঔষধি। আমর মূলত, রান্নার কাজে এটা ব্যবহার করি। তবে এটির আরো কিছু গুণ আছে।ওজন ঠিক রাখতে ব...
05/10/2024

মেথি
এটা আমাদের সবারই পরিচিত একটি ঔষধি। আমর মূলত, রান্নার কাজে এটা ব্যবহার করি। তবে এটির আরো কিছু গুণ আছে।
ওজন ঠিক রাখতে বা কমাতে চাইলে নিয়মতি মেথি খান।
পাকস্থলীতে সমস্যা দেখা দিলে, দৈনিক পানিতে মেথি ভিজিয়ে, সে পানি পান করুন।
এমনকি, শ্বাসকষ্টের সমস্যার সমাধানেও মেথি কার্যকর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AdExpart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share