31/07/2025
নাহিদ ভাই, এই নেন, আপনার চতুরতা কী ছিলো, ইতিহাস থেকে জানুক মানুষ! (পরবর্তীতে কিছু ডকুমেন্ট দিবো সাদিক কায়েমকে নিয়ে, অপেক্ষা করুন)
১) সাদিক কায়েম বলছেন, ছাত্র শক্তি গঠন প্রকৃয়ার সাথে 'আমরা' যুক্ত ছিলাম। এই 'আমরা' কারা সেটা আশা করি সাদিক কায়েম সময় হলে প্রকাশ করবেন।
২) সাদিক কায়েমের কোনো বক্তব্যে তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দেননি। এটা নাহিদ মিথ্যা বলছেন।
৩) সাদিক কায়েমের বক্তব্যে কোথাও বলা হয়নি, শিবিরের একক ডিরেকশন বা ইন্সট্রাকশনে গনঅভ্যুত্থান হয়েছে। তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন, একাধিক পক্ষের সাথে আলোচনা করে অধিকাংশ সিদ্ধান্ত হতো। কিন্তু ফলত, আমরা জনগণ দেখছি, গুরুত্বপূর্ণ প্রায় সব কর্মসূচি সরাসরি শিবিরের তৈরি করা, যেমন ৯ দফা, মার্চ ফর জাস্টিস, ইত্যাদি।
৪) সাদিক কায়েমকে সায়ের ব্যবহার করেনি, বরং কিছু সত্য প্রকাশ করেছে সায়ের যা তার নিজের ইচ্ছার সাথে যায়। কিন্তু সেই তথ্যগুলো স্পষ্টই সত্য ছিল, এবং তা ক্রেডিটবাজ মাহফুজ ও কাদেরের মিথ্যাচার খোলাসা করার জন্য প্রয়োজন ছিল।
৫) প্রেস কনফারেন্সে বসতে দিয়েছেন দাবি করে নাহিদ একটা ইনসাল্ট করলেন তার গুরু মাহফুজের মত অকৃতজ্ঞ নোংরা ভাষায়। কিন্তু, সেখানে তাকে জোর করে বসিয়ে এখন এই ভাষায় কথা বলছেন? তিনি আপনাদের ক্রেডিটবাজদের মত সস্তা ভিক্ষুক না যে জোর করে বসেছিলেন। উনার পরোক্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থেকেই আপনারা এটা করেছিলেন, এটাই আমরা সাধারণ মানুষ বুঝি।
Collected from Md. Zahirul Islam