03/12/2025
👇👇Notice Rules 👇👇
আসসালামু আলাইকুম
⛔🚫❌🪦শুধুমাত্র ইনবক্সে আপনি অর্ডার কনফার্ম করার পর এখান থেকে আপনাদের বিকাশ নাম্বার দেয়া হবে। অন্যকেউ আপনাকে আমাদের পেজের নাম দিয়ে মেসেজ দিলে আমরা তার দায়ভার আমরা নিবো না।
তাই কেউ আপনাদের মেসেজ দিলেও আপনারা যাচাই করতে আমাদের পেজ Sunan's অবশ্যই massage দিয়ে জানাবেন এখন অনেক প্রতারক চক্র মানুষকে প্রতারিত করতে বিভিন্ন পেজের নাম ব্যবহার করছে।
👉💯কোয়ালিটি নিশ্চয়তা দেখতে পেজ এর লাইভ এবং আমাদের কাস্টমারদের রিভিউ
দেখে অর্ডার করবেন আল্লাহর রহমতে কেউ এখান থেকে প্রতারিত হবেন না।প্রতারণা করলে কোন ছাড় ও পাবেন না।
💌💌অর্ডার করতে মেসেজ অপসনে ইনবক্সে ড্রেস এর স্কিন সরট, আপনার, ফুল ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে
👉👉👉ক্যামেরা রেজুলেশন এর জন্য কালার লাইট ডিপ হতে পারে।
প্রডাক্ট লাইভে দেখে কনফার্ম করবেন লাইভে ফেব্রিক্স ডিটেইলস দেখিয়ে দেয়া হয় তাই ভালোভাবে দেখে পছন্দ করতে হবে।
👉👉👉প্রডাক্ট ভালো না লাগলে সেটা যেভাবে ভাজ করা অবস্থায় পাঠানো হয় সেভাবে ভাজ করে প্যকেটে দিবেন পেকেট নষ্ট করে ফেললে নিজ দায়িত্বে বাসার থাকা সপিং ব্যাগে দিবেন কোনো কারনে আপনার দ্বারা আমাদের প্রডাক্ট নষ্ট হলে বা দলামোচরা করে রিটার্ন দিলে সম্পুর্ণ টাকা আপনাকে দিতে হবে ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে হবে।
🤞🤞⛔প্রডাক্ট এ কোন সমস্যা বা ত্রুটি না থাকলে রিটার্ন গ্রহণ যোগ্য নয় তাই ভালোভাবে ইনবক্সে বিস্তারিত জেনে নিবেন সবাই। রিজেক্ট প্রডাক্ট অর্ডার করলে তা রিটার্ন এক্সচেঞ্জ হবে না।
⛔⛔🎌☝️👉রিটার্ন এর ক্ষেএে রিসিভ করার ১ দিনের মধ্যে কোন সমস্যা হলে জানাতে হবে ৩দিন পর জানালে কোনো রিটার্ন /এক্সচেন্জ কমপ্লেন গ্রহণ করা হবে না।
বিদ্রহ: এধরনের সুবিধা দিনে জামা পরে বিয়েবাড়ি ঘুরে এসে আবার রিটার্ন করে নতুন ড্রেস নেয়ার চিন্তা করবে অনেকে তাই ১দিনের মধ্যে জানাতে হবে এবং সমস্যা ছবি তুলে দিতে হবে।শুধুমাত্র পাইকারি যারা নিবে তাদের রিটার্ন সময় ১৫দিন আলোচনা সাপেক্ষে।
🇹🇱👉হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যান চলে আসার পর কোন রিটার্ন করলে নিজ দায়িত্বে নিজের পকেটের টাকা চার্জ দিয়ে সুন্দরবন এ রিটার্ন করতে হবে।
👉👉সকল জেলা উপজেলাতে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রডাক্ট ডেলিভারি দেই।
👉ডেলিভারি ম্যান থাকাকালীন প্রডাক্ট চেক করে নিবেন
🤞ঢাকার মধ্যে চার্জ ৮০ টাকা/ঢাকার বাইরে ১৫০ (৫০০০ টাকার উপরে বা প্রডাক্ট ওজন বেশি হলে ডেলিভারি চার্জ ২০০/৩০০ যা আসবে তাই দিতে হবে) (ঢাকার বাইরে সবাইকে ২০০ টাকা এডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দেয়া হবে। সুন্দরবন /এস এ পরিবহনে ও নিতে পারবেন।)