08/09/2025
Value Rules এটার কাজ কি?? Value Rules বিজনেসের জন্য ঠিক কতটুকু উপযোগী?
Value Rules হচ্ছে Facebook Ads Manager এর একটি ফিচার। যেটা দিয়ে আপনি ফেসবুককে বলতে পারেন –
👉 কোন ধরণের অডিয়েন্স আপনার জন্য বেশি ভ্যালুয়েবল (যেমন: যারা ঢাকার কাস্টমার, বা যারা মোবাইল ব্যবহার করে বেশি কিনে)।
👉 কোন কাস্টমারের জন্য আপনি অতিরিক্ত ভ্যালু দিতে চান (যেমন: ২০% বেশি ভ্যালু দেবেন নারী কাস্টমারদের জন্য, বা যারা ২৫–৩৪ বয়সের মধ্যে)।
এভাবে Facebook অ্যালগরিদম বুঝতে পারে কোন অডিয়েন্স থেকে আপনার বিজনেসে বেশি প্রফিট আসবে এবং সেই অনুযায়ী অপটিমাইজ করে।
আজ আমার অ্যাড একাউন্টে এই বিষয় টা খেয়াল করে সেই অনুযায়ী অডিয়্যান্স সাজালাম। আলহামদুলিল্লাহ একদম সঠিক বয়সের অডিয়্যান্সের কাছে অ্যাড পৌছে যাচ্ছে। যারা কিনা আপনার অ্যাডের সঠিক কাস্টমার।
সহজভাবে:
Without Value Rules = ফেসবুক সবার জন্য একই ভ্যালু ধরে অ্যাড চালাবে।
With Value Rules = আপনি নিজে বলে দেবেন কোন অডিয়েন্স বেশি দামী/গুরুত্বপূর্ণ। ফেসবুক সেই অনুযায়ী সেই গ্রুপের উপর বেশি ফোকাস করবে।
একটা উদাহরণ দিয়ে বিষয় টা পরিষ্কার করি। ধরুণ আপনার পেইজে ঢাকা শহরের কাস্টমাররা গড়পড়তা ২০০০ টাকা খরচ করে, কিন্তু চট্টগ্রামের কাস্টমাররা খরচ করে ৩০০০ টাকা।
👉 আপনি Value Rule সেট করতে পারেন: চট্টগ্রামের কাস্টমারদের জন্য 1.5x ভ্যালু।
তাহলে ফেসবুক বুঝবে চট্টগ্রাম থেকে কাস্টমার আসলে আপনার জন্য বেশি প্রফিট, আর সে দিকেই বাজেট বেশি শিফট করবে।
Value Rules আপনার বিজনেসের জন্য ঠিক কতটুকু উপযোগী?
Value Rules আসলে সব বিজনেসের জন্য সমানভাবে দরকারি না।
এটা মূলত তাদের জন্য বেশি উপযোগী যাদের —
1️⃣ বড় সেল ভলিউম বা বিভিন্ন ধরণের কাস্টমার থাকে।
যেমন: আলাদা লোকেশন, বয়স, ডিভাইস বা জেন্ডার ভিত্তিক কাস্টমার।
সবার ক্রয় ক্ষমতা বা খরচ একরকম না হলে Value Rules কাজে লাগে।
2️⃣ High-value vs Low-value কাস্টমার আলাদা করা যায়।
উদাহরণ:
ঢাকার কাস্টমাররা ১৫০০ টাকার প্রোডাক্ট কেনে, কিন্তু চট্টগ্রামের কাস্টমাররা গড়ে ২৫০০ টাকার কেনে। তখন আপনি চট্টগ্রামের অডিয়েন্সকে বেশি ভ্যালু দিতে পারেন।
3️⃣ ROAS (Return on Ad Spend) অপ্টিমাইজ করতে চান
আপনি ফেসবুককে বুঝিয়ে দিচ্ছেন কোন অডিয়েন্স থেকে আপনার বেশি লাভ হয়।
ফলে ফেসবুক সেই প্লেসে বেশি বাজেট খরচ করে, আর আপনার ROAS বাড়তে পারে।
📌 তবে সতর্কতা:
ছোট বিজনেস বা যেখানে সব কাস্টমারের ভ্যালু প্রায় একই, সেখানে Value Rules তেমন বড় পরিবর্তন আনে না।
ভুলভাবে সেট করলে উল্টো কম ভ্যালুয়েবল অডিয়েন্স বাদ পড়ে যেতে পারে।
I Tech Digital