04/11/2025
#আমাদের_ভ্রমন
#লাবিবের_কক্সবাজার_ভ্রমন
🚍🚌আজ আমি লাবিবকে নিয়ে প্রথম দূরপাল্লার বাস জার্নির গল্প বলি ছবির সাথে। আপনারা অনেকেই জানেন লাবিবের অটিজম আছে। ওর সাত বছর বয়স তখন। নন ভার্বাল ছিলো। মনের কথা কিছুই প্রকাশ করতে পারতো না। শুধু কান্ন করতো। এই অবস্থায় আমরা সাহস করলাম আমার ফুপা তার পার্টনারের রিসোর্টে থাকার এবং সেখানের বীচে ওকে নিয়ে আনন্দ দেয়ার জন্য।
আজ দেখাচ্ছি আনন্দ ও প্রথম সমূদ্র দর্শন। আশা করছি উপভোগ করবেন।
ছবি কালঃ ২০১০