জাফরিনের কথন- Zafreen er Kothon

জাফরিনের কথন- Zafreen er Kothon Life with my two special needs sons, my thoughts and creativity.
(13)

 #আমাদের_ভ্রমন #লাবিবের_কক্সবাজার_ভ্রমন🚍🚌আজ আমি লাবিবকে নিয়ে প্রথম দূরপাল্লার বাস জার্নির গল্প বলি ছবির সাথে। আপনারা অনে...
04/11/2025

#আমাদের_ভ্রমন
#লাবিবের_কক্সবাজার_ভ্রমন
🚍🚌আজ আমি লাবিবকে নিয়ে প্রথম দূরপাল্লার বাস জার্নির গল্প বলি ছবির সাথে। আপনারা অনেকেই জানেন লাবিবের অটিজম আছে। ওর সাত বছর বয়স তখন। নন ভার্বাল ছিলো। মনের কথা কিছুই প্রকাশ করতে পারতো না। শুধু কান্ন করতো। এই অবস্থায় আমরা সাহস করলাম আমার ফুপা তার পার্টনারের রিসোর্টে থাকার এবং সেখানের বীচে ওকে নিয়ে আনন্দ দেয়ার জন্য।
আজ দেখাচ্ছি আনন্দ ও প্রথম সমূদ্র দর্শন। আশা করছি উপভোগ করবেন।
ছবি কালঃ ২০১০

04/11/2025

দারুণ ব্যাপার! 😃😃

Manir Hossain

03/11/2025

সিপি বাচ্চাদের তুলো তুলো করে রাখা লাগে। সিজন চেঞ্জ তাদের প্যারেন্টদের জন্য চ্যালেঞ্জিং সময়।বিয়োগান্তক সংবাদ এই বাচ্চাদের লেগেই থাকে। দুবার নিউমোনিয়ার প্রথম স্টেজ থেকে মহান আল্লাহ ফিরিয়েছেন তালহাকে। আলহামদুলিল্লাহ। এন্টি হিস্টামিন খেয়েছে। তাই এমন হয়ে আছে সে।আল্লাহ সহায় থাকুন আমিন।

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Manir Hossain, Shiuli Pervin, Md ...
03/11/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Manir Hossain, Shiuli Pervin, Md Safiqul Islam, বেকার গ্রুপ, Ashrafuddin Shohag, Abeda Sultana, Joy Ferraren Torres, Abu Bakar.

02/11/2025

ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা দুনিয়াকে অনুভব করি।

😔ছেলেটার শরীর দুদিন ধরে ভালো না। আজ ফুপিয়ে ফুপিয়ে কেদে ঘুম থেকে উঠেছে😢। ছোট বড় খিচুনি হচ্ছে ঘন ঘন আবার। আগেই বলেছি তালহা...
02/11/2025

😔ছেলেটার শরীর দুদিন ধরে ভালো না। আজ ফুপিয়ে ফুপিয়ে কেদে ঘুম থেকে উঠেছে😢। ছোট বড় খিচুনি হচ্ছে ঘন ঘন আবার। আগেই বলেছি তালহার কান্না লাবিব সহ্য করতে পারেনা। অনেক বেশি আপসেট হয়ে যায়। এবং আপসেট হয়ে উল্টো আচরন করে। তখন তাকেও স্পেশাল এটেনশন দিতে হয়🤦‍♀️। অটিজম সব সময় জটিল মনে হয় অন্যান্য নিউরো ডাইভারজেন্টদের চাইতে।
😢সব মিলিয়ে বাসার অবস্থা আজ একদম ভালো না।

01/11/2025

সুন্দর সময়ের কিছু ঝলক।
আলহামদুলিল্লাহ

ছবিতে ট্যাপ করিয়া উত্তর দিবেন 😊😊!
01/11/2025

ছবিতে ট্যাপ করিয়া উত্তর দিবেন 😊😊!

31/10/2025

Thank you so much 💕🙏💕

Manir Hossain, Shiuli Pervin, বেকার গ্রুপ, Ashrafuddin Shohag, Abu Bakar, Md Lamim Ahmed Nur, Sultana

🏵️পুরনো ছবিতে খুজে ফিরি সোনালী  অতীত!🏵️ 😞আমাকে "বাবু" ডাকা মানুষগুলো আর নেই, তাই বয়সটা হঠাত লাফিয়ে লাফিয়ে বাড়ছে!😞মৃত্যূ ...
31/10/2025

🏵️পুরনো ছবিতে খুজে ফিরি সোনালী অতীত!🏵️
😞আমাকে "বাবু" ডাকা মানুষগুলো আর নেই, তাই বয়সটা হঠাত লাফিয়ে লাফিয়ে বাড়ছে!
😞মৃত্যূ চরম সত্য জেনেও বড্ড হারানোর ভয় ছিলো। হারিয়ে যাওয়ার পর এক অদ্ভুত শূন্যতা। চরম সত্যকে মেনে নিতে পারেনা মন। আমার প্রায় সকল অতীত ভাবনার প্রায় সকল আনাচে কানাচেতে শুধু তাদেরই পাই।
হারিয়ে ফেলেছি তাদের। আর ফিরবে না।
"রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সয়াগিরা"।
🏵️বাবার কোলে ছোট্ট আমি🏵️

30/10/2025

ইন্দ্রিয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে।

🚌লাবিবের লাক্সারিয়াস বাসের প্রতি এডিকশন ওকে অনেক পিছিয়ে দিয়েছে। কোন কিছুতে তার আগ্রহ আনতে পারলাম না। দূর পাল্লার বাসে কর...
30/10/2025

🚌লাবিবের লাক্সারিয়াস বাসের প্রতি এডিকশন ওকে অনেক পিছিয়ে দিয়েছে। কোন কিছুতে তার আগ্রহ আনতে পারলাম না। দূর পাল্লার বাসে করে সে বেড়াতে যাবে, হোটেলে থাকবে, খাবে, ঘুরবে, ফিরে আসবে। আবার দিন গুনবে কবে যাবে🤔! এখনতো আর কোথাও নিতে পারিনা। তাই বাস দেখিয়ে আনতে হয় আর বাসের সাথে তার ছবি তুলে আনতে হয়।
🚌কিছুদিন আগে তিনি আবার দেখে এলেন গ্রীনলাইন বাস।
#লাবিবের_অটিজম_জগত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাফরিনের কথন- Zafreen er Kothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাফরিনের কথন- Zafreen er Kothon:

Share