Sajed Sylhet-সাজেদ সিলেট

  • Home
  • Sajed Sylhet-সাজেদ সিলেট

Sajed Sylhet-সাজেদ সিলেট This is Jakir Ahmed Sajed •
Content Creator • Journalist
Sylhet,Bangladesh❤️
(11)

31/10/2025

বাংলা সিনেমার মহানায়ক সালমান শাহকে নিয়ে যা বললেন অভিনেত্রী রিনা খান।

#বাংলা #সিনেমার #সালমান_শাহ

সিলেটের ডিসি মো: সারোয়ার আলমের ঐতিহ্যবাহী ছৈলতা গাছের চারা রোপণ।সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বদা সচেষ্ট জেলা প্রশা...
28/10/2025

সিলেটের ডিসি মো: সারোয়ার আলমের ঐতিহ্যবাহী ছৈলতা গাছের চারা রোপণ।

সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বদা সচেষ্ট জেলা প্রশাসক মো: সারোয়ার আলম এবার কানাইঘাটে এসে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি সেখানে ছৈলতা গাছের চারা রোপণ করেন।

​ডিসি সারোয়ার আলমের প্রায় সব কাজই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। উল্লেখ্য, সিলেটের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ফল হল এই ছৈলতা। ছৈলতা ফল থেকে তৈরি আচার বা টক খুব জনপ্রিয়।
​তাঁর এই কাজ প্রমাণ করে, তিনি কেবল প্রশাসনের রুটিন দায়িত্ব পালন নয়, বরং সিলেটের স্থানীয় ঐতিহ্য, পরিবেশ এবং মানুষের পছন্দের বিষয়গুলোর প্রতিও সমানভাবে যত্নশীল। তাঁর ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী পদক্ষেপগুলোই তাঁকে সিলেটের মানুষের কাছে এত প্রিয় ও গর্বের পাত্র করে তুলেছে।

এমন জেলা প্রশাসক পেয়ে গর্বিত পুরো সিলেটের মানুষ।সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো: সারোয়ার আলমের যোগদান এখানকার মানু...
27/10/2025

এমন জেলা প্রশাসক পেয়ে গর্বিত পুরো সিলেটের মানুষ।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো: সারোয়ার আলমের যোগদান এখানকার মানুষের জন্য এক নতুন আশার সঞ্চার করেছে। তাঁর ব্যতিক্রমী ও প্রশংসনীয় কাজের মাধ্যমে তিনি শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশে আলোচনায় এসেছেন। মানুষ গর্বের সাথে তাঁর কাজের প্রশংসা করছে।

কানাইঘাটের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে আসার পর যোহরের নামাজের সময় মিটিং তাড়াতাড়ি শেষ করে সব কাজ রেখে চলে গেলেন যোহরের নামাজ আদায় করতে।

প্রশাসক হয়েও এভাবে সবার আগে ধর্ম পালনের এই দৃষ্টান্ত সিলেটবাসীর কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং তিনি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, দায়িত্ব ও মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব, যা তাঁকে সত্যিকারের একজন জনবান্ধব প্রশাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে।

একই ফ্রেমে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, কানাইঘাটের ইউএনও তানিয়া আক্তার ও থানার ওসি আব্দুল আউয়াল — প্রশাসনের সুন...
27/10/2025

একই ফ্রেমে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, কানাইঘাটের ইউএনও তানিয়া আক্তার ও থানার ওসি আব্দুল আউয়াল — প্রশাসনের সুন্দর সমন্বয়ের প্রতিচ্ছবি।

27/10/2025

নায়ক সালমান শাহকে নিয়ে নিজের ক'ষ্টে'র কথা জানালেন অভিনেত্রী পূর্ণিমা।

26/10/2025

এক অসাধারণ দৃশ্য।আল্লামা দুর্লভপুরী হুজুরের সাথে হাত মেলাচ্ছেন এক বিধর্মী ব্যাক্তি।

#ইসলামিক

26/10/2025

সিলেটে আমেরিকা ও লন্ডনী দামানের কথা শুনলেই অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়।খোঁজই নেওয়া হয় না দামান কি করে।

#সিলেটি #সিলেটে_বিয়ে_নিয়ে
#মেয়েরা #বিবাহিত

26/10/2025

বাংলাদেশের মধ্যে সবচেয়ে মধুর সিলেটি ভাষা।সিলেটি ভাষায় সবাই কথা বলতে পারে না।

#সিলেটি #সিলেটের_ভাষা #সিলেট

26/10/2025

সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলতে ভালোবাসে।সিলেটি ভাষা নিয়ে যা বললেন সাংবাদিক ইসরাত আমিন।

#সিলেটের_ভাষা #সিলেটে #সিলেটি
゚viralシ

26/10/2025

নায়ক সালমান শাহ ডনকে রেখেছিলেন কেয়ার টেকার হিসেবে অথচ সে নিজেকে বন্ধু দাবি করে।


তিনজন একই স্টাইলে দাড়িয়ে আছি।
25/10/2025

তিনজন একই স্টাইলে দাড়িয়ে আছি।

25/10/2025

সিলেটের ডিসি সারোয়ার আলম সবসময় ব্যাতিক্রমী।কানাইঘাটে রোপন করলেন ছৈলতা গাছের চারা।

#সিলেটের_ডিসি #ডিসি_সারোয়ার

Address


KANAIGHAT,SYLHET

Telephone

+8801795857783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajed Sylhet-সাজেদ সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajed Sylhet-সাজেদ সিলেট:

  • Want your business to be the top-listed Media Company?

Share