Desh Bangla Tv - দেশ বাংলা টিভি

  • Home
  • Desh Bangla Tv - দেশ বাংলা টিভি

Desh Bangla Tv - দেশ বাংলা টিভি Desh Bangla Tv - দেশ বাংলা টিভি

14/09/2025
14/09/2025

কাঞ্চন ব্রিজে বিদেশফেরত যাত্রীর সঙ্গে হিজলাদের সং'ঘ' র্ষ, উত্তপ্ত পরিস্থিতি'তে যা' ত্রী পালা'তে বা'ধ্য।

নিজস্ব প্রতিনিধি,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ), ১৪ সেপ্টেম্বর:
রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় আজ দুপুরে এক বিদেশফেরত যাত্রীর সঙ্গে স্থানীয় হিজলাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীটি সড়কপথে কাঞ্চন ব্রিজ অতিক্রম করার সময় একদল হিজলা তার গাড়ি থামিয়ে টাকা দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে হিজলাদের পাশাপাশি যাত্রীও আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রী তার গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কাঞ্চন ব্রিজ এলাকায় হিজলাদের এমন আচরণ নতুন নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা দাবি করেছেন।

12/09/2025

জামালপুরে শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কা'রাদন্ড।

08/09/2025

চন্দ্রগ্রহণের পরের দিন রাতের আলোকিতয় ভরা চাদ।

চন্দ্রগ্রহণ ও রাসূলুল্লাহ ﷺ -এর শিক্ষা----------------------------রাসূলুল্লাহ ﷺ বলেছেন:> “সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য...
07/09/2025

চন্দ্রগ্রহণ ও রাসূলুল্লাহ ﷺ -এর শিক্ষা
----------------------------

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।
সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো, যতক্ষণ না তা শেষ হয়।”

📚 (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

🕌 হাদিসটির ব্যাখ্যা ও শিক্ষা:

🔹 আল্লাহর নিদর্শন:
সূর্য ও চাঁদের গ্রহণ প্রকৃতির একটি নিয়মিত ও বিস্ময়কর ঘটনা, যা আল্লাহর কুদরতের বড় একটি নিদর্শন। মানুষ যেন এসব দেখে আল্লাহর শক্তি ও মহত্ব স্মরণ করে।

🔹 কোনো মানুষের জন্ম-মৃত্যুর সাথে সম্পর্ক নেই:
জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত, চন্দ্র বা সূর্যগ্রহণ কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যু বা জন্মের ইঙ্গিত দেয়। রাসূলুল্লাহ ﷺ এই কুসংস্কার দূর করে সঠিক পথনির্দেশ দিয়েছেন।

🔹 গুরুত্বপূর্ণ করণীয়:
চন্দ্রগ্রহণের সময় রাসূল ﷺ আমাদেরকে সালাত (খসুফ নামাজ), দোয়া, জিকির ও আল্লাহর স্মরণে মগ্ন থাকতে বলেছেন।

📌 আমরা কী করতে পারি চন্দ্রগ্রহণের সময়?

1. খসুফ (চন্দ্রগ্রহণ) নামাজ আদায় করা – ২ রাকাআত দীর্ঘ কিরাআতসহ।

2. আল্লাহর প্রশংসা করা, তাসবিহ, তাকবির ও তাওবা করা।

3. দোয়া করা – নিজের, পরিবারের ও উম্মাহর জন্য।

4. কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে বিরত থাকা।

07/09/2025

চন্দ্রগ্রহণ
-------
এই গ্রহণ চলাকালীন, চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে, অথবা অনেক সময় তাকে একটি লালচে বা তামাটে আভায় দেখা যায়। এই লালচে বর্ণের কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সূর্যালোক বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়ে, যেটি "ব্লাড মুন" নামেও পরিচিত।

07/09/2025

চন্দ্রগ্রহণ চলছে
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এমন এক মহাজাগতিক ঘটনা, যেখানে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করে। এই সময় পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর সম্পূর্ণভাবে পড়ে। ফলে চাঁদের সম্পূর্ণ ডিস্কটি পৃথিবীর ছায়ায় ঢেকে যায় এবং চাঁদকে তখন আর স্বাভাবিকভাবে দেখা যায় না।

এই গ্রহণ চলাকালীন, চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে, অথবা অনেক সময় তাকে একটি লালচে বা তামাটে আভায় দেখা যায়। এই লালচে বর্ণের কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সূর্যালোক বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়ে, যেটি "ব্লাড মুন" নামেও পরিচিত।

05/09/2025

২৪ ঘণ্টার আপডেটেড বাংলা সংবাদ Desh Bangla TV-তে

Address


Alerts

Be the first to know and let us send you an email when Desh Bangla Tv - দেশ বাংলা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Bangla Tv - দেশ বাংলা টিভি:

  • Want your business to be the top-listed Media Company?

Share