
02/08/2025
বিদায় অনেক কষ্টের।কখনো ভাবিনি বছরের মাঝে এভাবে ছেড়ে আসতে হবে।এই ছবিগুলো যখন তুলেছি, তখনও মনে মনে ভেবেছি আগামী বছরের শুরুতে চাইলেইতো আবার ফিরে আসতে পারবো। কারন আমি লিভে যাচ্ছি। কিন্তু এখন শিওর হয়ে গেছি আর এখানে ফেরা হবেনা😔😔।কারন ঢাকাকেই বিদায় দেওয়ার সময় চলে এসেছে।😪😪এই ৭ মাস সবাই যে পরিমান সাপোর্ট দিয়েছেন,ইভেন এখন পর্যন্ত যে পরিমান মানুষিক সাপোর্ট দিচ্ছেন এর জন্য সবাইকে ধন্যবাদ। ❤️❤️❤️