Bulbul BD.02

Bulbul BD.02 ব্যর্থতাই মানুষকে তার জীবনের
সঠিক পথ চিনতে শেখায়?

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
04/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

15/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

01/06/2025

"আমি শুধু একটা দোকান হারাইনি..."

আমি শুধু একটা দোকান হারাইনি,
হারিয়েছি আমার জীবনের একটা অধ্যায়,
যেটা গড়া হয়েছিল ঘামে, ধৈর্যে, আর অগণিত ত্যাগে।

ঘরের মালিক ছিলেন অন্যজন,
কিন্তু ভেতরের জীবনটা ছিল আমার।
সেই ঘরেই আমি স্বপ্ন সাজিয়েছিলাম—
সকালে দোকান খুলতাম, সন্ধ্যায় বন্ধ করতাম।
প্রতিটা পণ্যে, প্রতিটা টেবিলে ছিল আমার শ্রমের ছাপ।

কিন্তু একদিন তিনি এসে বললেন—
"তোমাকে আর দরকার নেই।
এখন আমি নিজেই এই দোকান চালাবো।"

চোখের সামনে সবকিছু ছিনিয়ে নিল।
না ছিল কোনো নোটিশ, না ছিল কোনো মানবতা।

আর সবচেয়ে বেশি ব্যথা পেলাম তখন,
যখন আশেপাশের দোকানদাররাও একে একে মুখ ফিরিয়ে নিল।
যারা একসময় চায়ের টেবিলে গল্প করত,
আজ তারা নীরব দর্শক, কেউ কেউ হয়তো ভিতরে ভিতরে খুশি।
কে জানে—হয়তো অনেক আগেই তারা শত্রু হয়ে গিয়েছিল!

আমি একা দাঁড়িয়ে ছিলাম ভাঙা সাইনবোর্ডটার নিচে,
যেখানে একদিন লেখা ছিল আমার দোকানের নাম।
আজ সেখানে শুধু নীরবতা আর প্রশ্নচিহ্ন—
"এতো বছর পর এটাই কি ছিল আমার প্রাপ্য?"

জীবনে অনেক কিছু হারাই,
কিন্তু যখন মানুষগুলো বদলে যায়,
তখন হারানোর কষ্টটা অন্তরে গেঁথে যায়।

"আমি দোকান হারিয়েছি, ঠিক আছে।
কিন্তু বিশ্বাস?
ওটা হারানোর ব্যথা এখনো বুকে জ্বলছে..."

(এই দিনটা আমি কোনদিন ভুলবো না সারা জীবন মনে রাখবো আর এর বিচার একদিন নিজের হাতে করবো ইনশাআল্লাহ আল্লাহ সেই দিন একদিন দিবেই আল্লাহ কাউকে নিরাশ করে না দিবেই)
( তারিখ:০১.০৬.২০২৫)
দিন: রবিবার

With Mim Akter – I just got recognized as one of their top fans! 🎉
31/05/2025

With Mim Akter – I just got recognized as one of their top fans! 🎉

Address

Nazipur
Chittagong Division
6540

Alerts

Be the first to know and let us send you an email when Bulbul BD.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bulbul BD.02:

Share