Jounayet Rahman RIfat

Jounayet Rahman RIfat I am a Digital Marketer, Traveler, Entrepreneur and father of a little princess.

টাকা ধার দেওয়ার পর সমস্যার সম্মুখীন হওয়া এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন:১. **লিখিত চুক্তি প্রস্তুত করুন** – শুধু ...
17/10/2025

টাকা ধার দেওয়ার পর সমস্যার সম্মুখীন হওয়া এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন:

১. **লিখিত চুক্তি প্রস্তুত করুন** – শুধু মৌখিক নয়, একটি স্ট্যাম্পেড লিখিত চুক্তি তৈরি করুন, যেখানে টাকা ফেরত দেয়ার সময়সীমা, শর্তাবলী এবং সুদের হার (যদি থাকে) স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

২. **সাক্ষী রাখুন** – টাকা ধার দেয়ার সময় কমপক্ষে দুইজন বিশ্বস্ত সাক্ষী উপস্থিত রাখুন এবং তাদের স্বাক্ষর চুক্তিপত্রে নিন।

৩. **চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করুন** – নগদ অর্থ না দিয়ে চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা প্রদান করলে, এতে ধার দেয়ার প্রমাণ থাকবে।

৪. **নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন** – চুক্তিপত্রে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করুন, যখন টাকা ফেরত দেয়ার বাধ্যবাধকতা থাকবে।

৫. **ধারী ব্যক্তির তথ্য সংগ্রহ করুন** – ঋণগ্রহীতা ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ঠিকানা, অফিসের বিস্তারিত তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনে এই তথ্য চুক্তিপত্রে সংযুক্ত করুন।

৬. **ধারের উদ্দেশ্য লিখে রাখুন** – কেন টাকা ধার নেয়া হচ্ছে (যেমন ব্যবসা, চিকিৎসা, ব্যক্তিগত প্রয়োজন) তা চুক্তিপত্রে উল্লেখ করুন। এতে পরবর্তীতে প্রতারণা প্রমাণ করতে সুবিধা হবে।

৭. **জরিমানা বা লাভের শর্ত যুক্ত করুন** – চুক্তিতে একটি শর্ত রাখুন যে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে অতিরিক্ত জরিমানা বা লাভ দিতে হবে। এতে ঋণগ্রহীতা সময়মতো টাকা ফেরত দেয়ার প্রতি আগ্রহী থাকবে।

৮. **প্রতি কিস্তির রসিদ সংগ্রহ করুন** – যদি কিস্তিতে টাকা ফেরত দেয়া হয়, তাহলে প্রতিটি কিস্তির জন্য রসিদ সংগ্রহ করুন এবং সেগুলোতে ঋণগ্রহীতার স্বাক্ষর নিন।

৯. **অডিও/ভিডিও প্রমাণ রাখুন** – সম্ভব হলে, টাকা ধার দেয়ার সময় একটি সংক্ষিপ্ত অডিও বা ভিডিও রেকর্ডিং করুন, যা ভবিষ্যতে সহায়ক হতে পারে।

১০. **যৌথ দায়ের শর্ত যুক্ত করুন** – চুক্তিতে এমন একটি শর্ত রাখুন যে, যদি ঋণগ্রহীতা টাকা ফেরত না দেয়, তাহলে তার জামিনদারও দায়ী থাকবে। এতে আপনার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা বৃদ্ধি পায়।

এভাবে কিছু সুরক্ষা ব্যবস্থা নিয়ে আপনি ঝামেলা এড়াতে পারেন এবং আপনার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে পারেন।

ঋণমুক্তির, অভাব-অনটন ও অপমান থেকে মুক্ত থাকার দোয়াআলীর (রাঃ) নিকট এক ব্যক্তি ঋণমুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলে তিনি ...
15/10/2025

ঋণমুক্তির, অভাব-অনটন ও অপমান থেকে মুক্ত থাকার দোয়া

আলীর (রাঃ) নিকট এক ব্যক্তি ঋণমুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলে তিনি বলেন রাসূলুল্লাহ (সা.) আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলেও আল্লাহ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণমুক্ত করবেন। তুমি বলবে:

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণঃ আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আ‘গনিনী বিফাদলিকা ‘আম্মান সিওয়াকা।

অর্থঃ “হে আল্লাহ, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করে আমাকে আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন।”

তিরমিযী , মুসতাদরাক হাকিম

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বেশি বেশি নিম্নের দু‘আটি বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ’ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল ‘হাযানি ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দিলা‘ইদ দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।

অর্থঃ “হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে।”

বুখারী

“আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাক্বরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লাতি ওয়া আ’উযুবিকা মিন আন আযলিমা আও উযলিমা”।

অর্থ: হে আল্লাহ আমি তোমার নিকট অভাব, স্বল্পতা ও অপমান হতে আশ্রয় চাই, আরো আশ্রয় চাই অত্যাচার করা ও অত্যাচার হওয়া থেকে।

(আবু দাউদ)।

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) মু’আযকে (রাঃ) বলেন, যদি তুমি এই দু‘আটি বলে প্রার্থনা কর তাহলে তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তা তোমার পক্ষ থেকে আদায় করে দেবেনঃ

اللَّهُمَّ مَالِكُ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَحْمَانُ الدُّنْيَا وَالآخِرَةِ تُعْطِيهُمَا مَنْ تَشَاءُ وَتَمْنَعُ مِنْهُمَا مَنْ تَشَاءُ ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লা-হুম্মা, মা-লিকাল মুলকি, তু’তিল মুলকা মান তাশা-উ ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ। ওয়াতু‘ইয্যু মান তাশা-উ ওয়া তুযিল্লু মান তাশা-উ বিইয়াদিকাল খাইরু, ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। রাহমা-নাদ দুনইয়া- ওয়াল আ-খিরাতি ওয়া রাহীমাহুমা-, তু‘অ্তিহিমা- মান তাশা-উ ওয়া তামনা‘উ মিনহুমা- মান তাশা-উ। ইর‘হামনী রাহামতান তুগনীনী বিহা- ‘আন রা‘হমাতি মান্ সিওয়া-কা।

অর্থঃ “হে আল্লাহ, রাজাধিরাজ সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রাদান করেন এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর শক্তিমান। পার্থিব জগৎ এবং পারলৌকি জগতের মহাকরুণাময় ও অপার দয়াশীল। আপনি যাকে ইচ্ছা এই করুণারাজী প্রদান করেন এবং যাকে ইচ্ছা বঞ্চিত করেন। আপনি আমাকে এমন রহমত প্রদান করুন যে রহমত আমাকে আপনি ছাড়া অন্য কারো করুণা থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেবে।”

তাবারানী, আল-মু’জামুস সাগীর আত-তারগীব মাজমাউয যাওয়াইদ

Hello :)
15/10/2025

Hello :)

06/10/2025

মনের উপর চাপ দিয়ে যখন নিজের ইচ্ছার বিরোধী কাজ করা হয়, তখন সেটার স্থায়ী সুফল মেলে না।

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Jounayet Rahman RIfat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jounayet Rahman RIfat:

Share