Daily Life

Daily Life ____জীবন নিয়ে কোন অভিযোগ করবেন না!
আল্লাহ যা কিছু দিয়েছেন এবং যা কিছু দেন নি;
সব কিছুর জন্য_______🥰

13/05/2024

সম্পর্কে সলিড থাকা মেয়ে/ছেলে গুলা এক পর্যায়ে গিয়ে নানা ভাবে ভোগে।
আমি ব্যক্তিভতভাবে মনে করি বিয়ে করা উচিত না।
কি দরকার বিয়ে করে এসব ঝামেলা মাথায় নেওয়ার।নিজে মা বাবাকে গালি শোনানোর,পরের বাড়িতে গিয়ে চাকরের মতো খাটার,অন্যের বংশ ধর বড় করার!!!যদি সঠিক মূলায়ন ই না পায়!!
তার থেকে নিজের বাবার বাড়িতে থেকে নিজের কে ২বেলা ভাত রান্না করে খাওয়ানো।ঘিরেত কাজ করা অনেক ভালো❣🙂
video : কালেক্ট

🙅‍♀️রান্নার প্রয়োজনীয় কিছু টিপস--✌️✌️🌼সেমাই রান্নার আগে তেলে বা ঘি তে ভেজে নিন তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না।🌼পাকা ...
19/01/2024

🙅‍♀️রান্নার প্রয়োজনীয় কিছু টিপস--✌️✌️

🌼সেমাই রান্নার আগে তেলে বা ঘি তে ভেজে নিন তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না।

🌼পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটো গুলো কে শক্ত করতে চাইলে কিছু সময় লবন পানিতে ভিজিয়ে রাখুন। দেখবেন টমেটো শক্ত হয়ে উঠেছে।

🌼আচারের বয়ামে আচার ভরার আগে বয়ামের একদম নিচে এবং আচার ভরার পর আচারের উপরে এক চিমটি করে লবন দিয়ে রাখলে আচারে ফাংগাস পড়বে না।

🌼নুডুলস সেদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন। এতে নুডুলস ঝরঝরা হবে।

🌼ডালের কৌটায় কয়েকটি শুকনো নিমপাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না।

🌼সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে এক চিমটি চিনি দিন।

🌼ঢেড়স রান্নার সময় এতে এক চামচ দই দিন। বা লবন টা পরে দিবেন আঠালো ভাব কমে আসবে। ঝরঝরে হবে।

🌼মেথির তিক্ততা দূর করতে এতে সামান্য লবন মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে কিছু সময় পর এর তিতো ভাব কেটে যাবে।

🌼ঘি অনেক দিন সংরক্ষণ করতে চাইলে সামান্য লবন মিশিয়ে রাখুন। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।

🌼ফুলকপি রান্নার আগে ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে ফুলকপির ভিতরে থাকা ময়লা ও পোকা মাকর বেরিয়ে আসবে।

🌼রান্না পুড়ে পাত্রের তলায় লেগে গেছে। পাত্রটিকে লবন পানিতে ভর্তি করুন। তারপর চুলায় বসান। পানি ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে আসবে।

🌼আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ছোলা ও ডালে পোকা ধরতে শুরু করে। তাই এগুলোতে শুকনো হলুদ ও নিমপাতা দিয়ে রাখুন।

🌼পুরি খাস্তা বানাতে চাইলে ময়দা মাখার সময় তার মধ্যে এক চামুচ সুজি বা চালের গুড়ো মিশিয়ে দিন।এতে পুরি খাস্তা হবে।

🌼কমলার খোসা ও লবঙ্গ একসাথে জ্বাল দিলে রান্না ঘরের দূগন্ধ দূর হবে।

🌼ফ্রিজের ভিতরে ছোট একটা বাটিতে ভিনেগার রেখে দিন। ফ্রিজের দূগন্ধ দূর হবে।

🌼ডিম সেদ্ধ করার সময় পানিতে সামান্য বেকিং সোডা অথবা লবন দিয়ে দিন। ডিমের খোসা ছাড়ানো সহজ হবে।

🌼পেঁয়াজু আলু কিংবা বেগুনির চপ তৈরির বেসনের মিশ্রন বা গোলায় চালের গুড়া অথবা র্কন ফ্লাওয়ার দিলে চপ বা পেঁয়াজু মুচমুচে হয়।

🌼কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে তারপর ধুয়ে ফেলুন। তেলের দাগ চলে যাবে।

🌼রান্নাায় কম তেল ব্যাবহার করতে চাইলে ননস্টিক প্যানের বিকল্প নেই। রান্নার সময় তেলের বোতল থেকে খাবারে সরাসরি তেল ঢালবেন না এভাবে তেল বেশি পড়ে যায়। তাই টেবিল চামুচ দিয়ে তেল মেপে খাবারে দিলে তেলের ব্যাবহার কমাতে পারবেন।

#ইউনিক সব টিপস পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন 💙

😊ধন্যবাদ😊

22/11/2023

জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায়
প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই
অন্য
কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায়
ফেইল
করাটা স্বাভাবিক।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category