মায়াবতী

মায়াবতী Khan

03/07/2025
- সত্যি বলতে জীবনে এমন একজন থাকা দরকার; যার সাথে ঝগড়া হবে, অভিমান হবে, আর দিনশেষে সব ভুলে আবার কথা হবে!'❤️‍🩹😌
15/04/2025

- সত্যি বলতে জীবনে এমন একজন থাকা দরকার; যার সাথে ঝগড়া হবে, অভিমান হবে, আর দিনশেষে সব ভুলে আবার কথা হবে!'❤️‍🩹😌

15/04/2025

এই জীবন টা আর চাই না, আল্লাহ যত তাড়াতাড়ি পারো আমাকে মরণ দাও। প্রতিদিন মরণ যন্ত্রণা সহ্য করার মত ক্ষমতা আমার নেই।

বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ নয়—এটি একটি ধীর *বি*ষ, যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে, ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণবি...
15/04/2025

বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ নয়—এটি একটি ধীর *বি*ষ, যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে, ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণবিচূর্ণ করে যা একসময় এত মূল্যবান ছিল। যখন কেউ তোমার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে—মিথ্যে কথা, ছলনা, ফাঁকা প্রতিশ্রুতি, নির্লজ্জ চোখের দৃষ্টিতে বলা কথাগুলো, যেন আমি কিছুই বুঝতে পারছি না।

আমি তোমাকে প্রতারণা করতে দিয়েছি। আমি তোমাকে মিথ্যে বলতে দিয়েছি। আমি তোমাকে চোখে চোখ রেখে অভিনয় করতে দিয়েছি। কারণ আমি দুর্বল ছিলাম না, নির্বোধও ছিলাম না, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কতদূর যেতে পারো এই পথ ধরে, যতক্ষণ না তুমি সত্যিটা উপলব্ধি করো। আমি অপেক্ষা করেছি, যদি তুমি একদিন সত্যিকারের ভালোবাসা, সততা, আর অনুশোচনার পথ বেছে নাও। কিন্তু তুমি তা করোনি। তুমি আমার নীরবতাকে বোকার মতন ভেবেছ, আমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছ। তুমি ভেবেছ তুমি জিতে যাচ্ছ, প্রতিটি সাজানো অজুহাত, প্রতিটি সুপরিকল্পিত মিথ্যের মাধ্যমে আমাকে ধোঁকা দিতে পারবে।

কিন্তু সময়ই আসল আয়না, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যটা প্রতিফলিত করে। এখন, যখন তোমার প্রতারণার খেলা শেষের পথে, তোমার মিথ্যার জাল খুলে যাচ্ছে, তখন তোমাকে সত্যের সামনে দাঁড়াতেই হবে—আমি সব জানতাম। আমি প্রতিটি মিথ্যে দেখেছি, প্রতিটি লুকানো দৃষ্টি, প্রতিটি চুপিচুপি বলা কথা যা অন্য কারও জন্য ছিল। তবুও, আমি থেকেছি। তোমার জন্য নয়, বরং দেখতে চেয়েছিলাম তুমি কি কখনো বদলাবে।

কিন্তু তুমি বদলালে না।

এবং এখন, তোমার সিদ্ধান্তের ভার আর আমার কাঁধে নয়, সেটা শুধুই তোমার। একদিন তোমার উপলব্ধির মুহূর্ত আসবে, যখন তুমি বুঝবে আমি বোকা ছিলাম না—আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, যা তুমি কোনোদিনই কাজে লাগাওনি। আর যেদিন সেই সত্যিটা তোমার সামনে উদ্ভাসিত হবে, সেদিন আর আমার হৃদয় ভাঙবে না। ভাঙবে তোমার।।

দূ'র আমার আবার কিসের ক'ষ্ট! আমার কি মন আছে নাকি ক'ষ্ট লাগার মতো।  আমি তো মানুষ ও-ই  না ' তাই আমার তো অনুভূতি থাকারও কথা ...
14/04/2025

দূ'র আমার আবার কিসের ক'ষ্ট! আমার কি মন আছে নাকি ক'ষ্ট লাগার মতো। আমি তো মানুষ ও-ই না ' তাই আমার তো অনুভূতি থাকারও কথা না! 😅
আমাকে নিয়ে তা-ই তো সবাই গেম খেলে।। আমি তো খেলার পুতুল।।।

14/04/2025

আমি আসলে 'স্যাড' না, আমার জাস্ট তুমি মানুষ টা কেই লাগবে, যে পাশে থাকলে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ টা হয়ে যায় আমি!
আমার ইনবক্স আসলে 'খালি' না, খালি শুধু তুমি নামের মানুষ টার মেসেজ আসেনা দেখে সব খালি খালি লাগে!
আমি আসলে 'একা' ও না, শুধু তুমি মানুষ টা নাই বলেই আমি তোমাকেই খুঁজে পান না, একলা একলা লাগে,আমার জীবন টাই খালি হয়ে গেছে!

আমার শুধু তুমি নামের মানুষ টাকেই চাই ! তোমাকেই দরকার আমার !❤️

08/04/2025

"চরিত্র হীন"
--শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

"যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন।পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।

__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়াবতী:

Share