28/11/2025
ধরুন ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হলো। আমাদের সবার প্রথম ধারণা থাকে—বড় ভূমিকম্প মানেই বিল্ডিং ধসে মৃত্যু। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সবচেয়ে বড় বিপদ আসলে অন্য জায়গায় লুকিয়ে আছে—শহরের নিচে জালের মতো ছড়িয়ে থাকা পুরনো গ্যাস পাইপলাইনে।
তিতাসের পুরনো পাইপলাইনের ওপরই দাঁড়িয়ে আছে ঢাকার বেশিরভাগ এলাকা। কোথাও পাইপ মাটির নিচে দেবে গেছে, কোথাও লিকেজ বছরের পর বছর ঠিক হয়নি, আবার অনেক জায়গায় একই খুঁড়েখুঁড়ে একটার ওপর আরেকটা নতুন লাইন বসানো হয়েছে। এত নড়বড়ে ব্যবস্থায় ৮ মাত্রার ভূমিকম্প হলে ভবন ধসার আগেই এই পাইপলাইনগুলো একসাথে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
লাইন ছিঁড়লেই বিপদ শেষ নয়—গ্যাস বের হয়ে আশেপাশে কোনো স্পার্ক লাগলেই একের পর এক বিস্ফোরণ ছড়িয়ে পড়বে। যেন রাস্তা জুড়ে অদৃশ্য মাইন পাতা ছিল, আর ভূমিকম্প সেই মাইনগুলোর সুইচ অন করে দিল। দোকানপাট, ফুটপাত, যানজট—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।
বিভিন্ন গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে—ঢাকায় বড় ভূমিকম্প হলে মৃত্যুর প্রধান কারণ হবে আগুন ও গ্যাস বিস্ফোরণ, ভবন ধস নয়।
অর্থাৎ ঢাকার সবচেয়ে বড় ঝুঁকি আকাশ থেকে নয়, মাটির নিচ থেকে। ভূমিকম্প-সহনীয় ভবন অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি পুরো শহরের গ্যাস লাইনগুলোর অবস্থা যাচাই, ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন, এবং এলাকার ঝুঁকির মানচিত্র তৈরি করা।
না হলে বড় ভূমিকম্প মানেই ঢাকাকে “আগুনের শহর”-এ পরিণত হওয়ার বাস্তব আশঙ্কা থেকেই যাবে।