Bengal Ripon

Bengal Ripon I'm a simple poet and lyricist who loves writing poems and songs in English. IRS Certified Acceptance Agent |

By profession, I work as a US Company Formation Service Provider and Business Consultant.

ধরুন ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হলো। আমাদের সবার প্রথম ধারণা থাকে—বড় ভূমিকম্প মানেই বিল্ডিং ধসে মৃত্যু। কিন্তু বিশেষজ্ঞরা ...
28/11/2025

ধরুন ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হলো। আমাদের সবার প্রথম ধারণা থাকে—বড় ভূমিকম্প মানেই বিল্ডিং ধসে মৃত্যু। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সবচেয়ে বড় বিপদ আসলে অন্য জায়গায় লুকিয়ে আছে—শহরের নিচে জালের মতো ছড়িয়ে থাকা পুরনো গ্যাস পাইপলাইনে।
তিতাসের পুরনো পাইপলাইনের ওপরই দাঁড়িয়ে আছে ঢাকার বেশিরভাগ এলাকা। কোথাও পাইপ মাটির নিচে দেবে গেছে, কোথাও লিকেজ বছরের পর বছর ঠিক হয়নি, আবার অনেক জায়গায় একই খুঁড়েখুঁড়ে একটার ওপর আরেকটা নতুন লাইন বসানো হয়েছে। এত নড়বড়ে ব্যবস্থায় ৮ মাত্রার ভূমিকম্প হলে ভবন ধসার আগেই এই পাইপলাইনগুলো একসাথে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
লাইন ছিঁড়লেই বিপদ শেষ নয়—গ্যাস বের হয়ে আশেপাশে কোনো স্পার্ক লাগলেই একের পর এক বিস্ফোরণ ছড়িয়ে পড়বে। যেন রাস্তা জুড়ে অদৃশ্য মাইন পাতা ছিল, আর ভূমিকম্প সেই মাইনগুলোর সুইচ অন করে দিল। দোকানপাট, ফুটপাত, যানজট—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।
বিভিন্ন গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে—ঢাকায় বড় ভূমিকম্প হলে মৃত্যুর প্রধান কারণ হবে আগুন ও গ্যাস বিস্ফোরণ, ভবন ধস নয়।
অর্থাৎ ঢাকার সবচেয়ে বড় ঝুঁকি আকাশ থেকে নয়, মাটির নিচ থেকে। ভূমিকম্প-সহনীয় ভবন অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি পুরো শহরের গ্যাস লাইনগুলোর অবস্থা যাচাই, ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন, এবং এলাকার ঝুঁকির মানচিত্র তৈরি করা।
না হলে বড় ভূমিকম্প মানেই ঢাকাকে “আগুনের শহর”-এ পরিণত হওয়ার বাস্তব আশঙ্কা থেকেই যাবে।

27/11/2025

শেখ হাসিনার দুই লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

27/11/2025

শাপলা কলি — নতুন আশার প্রতীক 🌸

যেমন কলি ফুটে ফুল হয়ে সবার হৃদয় ছুঁয়ে যায়, তেমনি আমরাও চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে নাগরিকের অধিকার, ন্যায় আর শান্তি ফুটে উঠবে।

নিশ্চয়ই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বাস করে—
পরিবর্তন হঠাৎ আসে না, কলির মতো ধীরে ধীরে গড়ে ওঠে।
আজ যে শাপলা কলি ফুটতে শুরু করেছে, কাল সেটাই হবে নাগরিকের স্বপ্নের পূর্ণ শাপলা ফুল।

চলুন, একসাথে বলি—
শাপলা কলি ফুটবে, বাংলাদেশ জেগে উঠবে। 🇧🇩

পথহারা, বিভ্রান্ত -ফরহাদ ভাই, আপনার রাষ্ট্র ও রাজনীতি জ্ঞান যতটা প্রখর আপনার ধর্ম, সৃষ্টি ও ইসলামী জ্ঞান ঠিক ততটাই ক্ষীণ...
27/11/2025

পথহারা, বিভ্রান্ত -
ফরহাদ ভাই, আপনার রাষ্ট্র ও রাজনীতি জ্ঞান যতটা প্রখর আপনার ধর্ম, সৃষ্টি ও ইসলামী জ্ঞান ঠিক ততটাই ক্ষীণ। আবু জাহেলের আসল নাম হলো আমর ইবনে হিশাম। আরব সমাজে তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তাই তার কুনিয়াত ছিলো আবুল হাকাম বা জ্ঞানীর পিতা।

কিন্তু সে ওহীর পয়গাম কে গ্রহণ করেনি, মুহাম্মদ (সাঃ) তাকে নাম দিয়েছিলেন আবু জাহেল মানে মূর্খের বাপ। আপনার হয়েছে সেই দশা। পথহারা, বিভ্রান্ত। আপনার জন্যে আফসোস, নিজের জ্ঞানকে ওহীর জ্ঞানে সমৃদ্ধ করতে পারেননি। বিভ্রান্ত মার্কবাদী থেকে পথভ্রষ্ট লালনবাদী, শেষ পর্যন্ত কথিত মূর্খ বাউলদের সঙ্গে যোগ দিলেন!?
বাউলদের সঙ্গে যোগ দিয়েছেন এতে কোনো
অভিযোগ নেই আমার, কিন্তু যে বাউল
আপনার আমার, ১৮ হাজার মাখলুকাতের
সৃষ্টিকর্তা ও রিজিক দাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শানে বেয়াদবি করেছে এবং আল্লাহর মুখ না পু*টকি
দিয়ে কথা বলে ও আরও জঘন্য কথা
বলেছে এমন এক বাউলের পক্ষ নিয়েছেন
এ অধঃপতন অকল্পণীয় ফরহাদ ভাই ...
আপনি এই যুগের আবু জাহেল বৈ অন্য কিছু নন, আপনি প্রতি একরাশ ঘৃণা ও থুথু 💨

26/11/2025

ভিডিওটা একটি স্টিল ছবি থেকে AI দিয়ে তৈরি করা, শুধু পরিস্থিতি বুঝানোর জন্য-
কি ভয়ঙ্কর খু'নি ছিলেন ওসি প্রদীপ!

ওলিউল্লাহ নোমান ভাইয়ের লেখাটা সবাইকে পড়ার অনুরোধ রইল।
ভিকটিম @ সাজিদ আব্দুল্লাহ সাইফ-এর জবানবন্দি
=========••=========
ওদের নিষ্ঠুরতা সকল সীমা ছাড়িয়েছিল!!!

সময়টা ২০১৩ সালের ৫ ই ফেব্রুয়ারী..
সেদিন ছিল জামায়াত নেতা শহীদ কাদের মোল্লা সাহেবের রায়ের দিন।রায় পরবর্তী দুপুর ২ টায় তৎকালীন ওসি পাঁচলাইশ থানার কুখ্যাত প্রদীপ কুমার দাস ছবিতে যে আমাকে গুলি করে আনতেছিল!
আমাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পড়ানোর পরে দু,পায়ে ঠান্ডা মাথায় পিস্তল দিয়ে ৬ রাউন্ড গুলি করে দেয়।
গুলি করার পর ছয় তলা ভবনের ছাদে নিয়ে গিয়ে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়, ততোক্ষণে চ্যানেল-২৪, NTV,তৎকালীন আমার দেশ পত্রিকার সাংবাদিকরা চলে আসে। ছবিতে দৃশ্যমান...
কিছু পুলিশ বলতেছিল স্যার মাথা ঠান্ডা করেন,আমরা তাকে নিয়ে যায়,আপনি শান্ত হোন।
আমাকে যে গুলি করতেছিল সে সময় আগুনের গোলা বের হচ্ছিল বন্দুক দিয়ে। ২ পা অবশ ছিল...
এই অবস্থায় সব চ্যানেল লাইভ টেলিকাস্টে গেলে আমাকে প্রদীপ কিছু চাকমা ডিবির হাতে তুলে দেয়। তারা ৬ তলায় পুনরায় রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে,তখন মাথা পেটে আমার নাক,মুখ বেয়ে রক্ত ঝরছিল।
এই রক্তাক্ত শরীরে তারা আমাকে লাঠির আঘাত,বন্দুকের আঘাত এবং লাথি মেরে মেরে উল্টিয়ে উল্টিয়ে নিচে নিয়ে আসে।নিচে আনার পরে ওসি প্রদীপ আমাকে রক্তাক্ত অবস্থায় ধরে থানায় নিচ্ছিল ছবিতে দেখা যাচ্ছে।
সেদিন কাতালগঞ্জের ঘটনা এটা...
থানায় নিয়ে ৩০ মিনিট আমার উপর ওসি প্রদীপ পুনরায় নির্যাতন চালায়।আমাকে যে রুমে রাখছিল,সেখানে প্রদীপ এসে আমার গলায় আবার পা পাড়া দিয়ে চেপে ধরছিল তার বুট জুতা দিয়ে। এমন ভাবে পা পাড়া দিচ্ছিল যেন আমি আমার রক্ত যখন টাইলসে পড়সে সেখানে রক্তের পিচ্চিলতাতে গড়াগড়ি খাচ্ছিলাম...
পরবর্তীতে মেডিক্যাল নিয়ে যায় লাইন হতে পুলিশ এসে,সেখানে মাসখানেক চিকিৎসা...তারপর.....
তারপর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেয়! 😰
এখনো গুলির ক্ষত,যন্ত্রণা নিয়ে আছি।আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে হলেও জালিম বিদায় করেছি..
১৩ সালের আওয়ামী নির্যাতনের অপর ফিরিস্তি দিবো পরবর্তী স্টাটাসে....চলবে...
@ সাজিদ আব্দুল্লাহ সাইফ by

25/11/2025

নীল আকাশের নিচে সবুজ মাঠ,
আর তার মাঝখানে নিঃশব্দ জলাভূমি—
যেখানে সাদা বকের হাঁটা যেন কবিতার ছন্দ,
রঙিন শাপলারা জলের বুক ভরে রঙ ছড়িয়ে দেয়।
আর দুষ্টু মাছরাঙা পাখিও তিড়িংবিড়িং..

একটা শান্ত সকাল…
যেখানে প্রকৃতি নিজের ভাষায় বলে—
“যদি মন ক্লান্ত হয়, এখানে এসে একটু নিঃশ্বাস নাও।” 🌿✨

24/11/2025

খোদাতায়ালা সম্ভবত সবার কপালে হেদায়েত লিখে রাখেন না। কোরআনে আছে: ‘‘তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।’’

24/11/2025

ঠকে গেলে আফসোসের কিছু নাই।
ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে;
এই যেমন- ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে,
মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে!
আর ঠকানোর জন্যে তো 'অমানুষ' হইলেই যথেষ্ট!!

Address

Banani Model Town

Telephone

+8801798000010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Ripon:

Share

Our Story

Bangladesh Press 24 An interactive multimedia news portal for the Bengali speaking people worldwide. This News Portal reporters by UEHR Foundation [Govt Reg. No.S-6846] will be conducted as a public performance. our Mission is With new ideas, cutting-edge outlook and futuristic vision for info-savvy new generations, we live up to with the most credible information. UEHR Foundation began its journey in 2007 As a non-profit and non-political charitable organization had appeared in bangladesh. Society Act, 1860, in favor of the People’s Republic of Bangladesh with valid authorization [Govt Reg. No.S-6846] UEHR Foundation started in 2007 From 2007 year to last 2012 this year in the middle time of the charitable work of the organization towards the welfare of the disadvantaged. Different times of the natural disaster distribution of relief in the slums of the city, including the anagement of the distribution of baby food and children’s clothing has to manage this organization in bangladesh . UEHR foundation, along with the organization of a campaign to divert. Note here that the organization of without any type of public, private or foreign donations financial contribution . a normal member of the organization and the members of the Board of Directors has been conducted with a financial contribution. At the end of the financial Problem 2012 because of the absence of any government funding or foreign funding were forced to withdraw to their usual activities, but were themselves involved in the campaign of the organization to help people all the time. Finally UEHR the Board of Directors of the Foundation in the mid-2015 in an emergency meeting changed the course of their work; In the memorandum referred to in section 7/A of this organization in favor of the independent news publications, and the campaign was to involve ourselves in the Bangladesh press 24 launched an online news agency. S I KHAN EUSUFZAI (BENGAL RIPON) Chairman at UEHR Foundation [Govt Reg. No.S-6846] Editor-in-Chief at Bangladesh Press 24 News Agency 32/B Kazi Nazrul Islam Avenue. Kawran Bazar, 1215 Dhaka, Bangladesh.