29/11/2025
দেশজুড়ে ইডির বড় অভিযান! পাথারকান্দিতেও ১৫ ঘণ্টার তল্লাশি
মা'দক ও হাওয়ালা চক্রের বিরুদ্ধে ইডির একযোগে অভিযান। মিজোরাম–মায়ানমার সীমান্ত, গুজরাট ও অসমসহ বিভিন্ন স্থানে তল্লাশি।
🔍 পাথারকান্দির ডেফলালায় আবু মোহাম্মদ সইফ উদ্দিনের বাড়িতে ১৫ ঘণ্টার অভিযান—উদ্ধার নথি ও ডিজিটাল ডিভাইস।
📌 তদন্তে উঠে এসেছে—
গুজরাট–মিজোরাম চক্রের সন্দেহজনক লেনদেন
মেথামফেটামিন তৈরির কাঁচামাল পাচারের সূত্র
৩৫ লাখ টাকা, নথি ও ডিভাইস জব্দ
আগেই উদ্ধার ৪.৭২৪ কেজি হেরোইন (₹১.৪১ কোটি)
সূত্রের দাবি, আরও বড় চক্রের হদিস মিলতে পারে। ইডির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য নেই।