Mizan Grand Intertraders Sdn. Bhd.

Mizan Grand Intertraders  Sdn. Bhd. Mizan Grand Inter-traders Sdn. Bhd

🔥 প্রবাসীদের জন্য সুখবর 🔥🔥🔥বিদেশে বসেই বাংলাদেশী ডিগ্রি পড়ার সুযোগ। পাবেন ডিগ্রি পাশের সার্টিফিকেট 🎯🎯 ডিগ্রি ভর্তির নোটি...
21/08/2025

🔥 প্রবাসীদের জন্য সুখবর 🔥🔥🔥
বিদেশে বসেই বাংলাদেশী ডিগ্রি পড়ার সুযোগ। পাবেন ডিগ্রি পাশের সার্টিফিকেট 🎯🎯 ডিগ্রি ভর্তির নোটিশ ২০২৫

20/08/2025
20/08/2025

মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে শুনে বাংলাদেশের কোন এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট এই মুহূর্তে দিবেন না৷
মালয়েশিয়ার এবারের কলিং ভিসা সম্পূর্ণ ভিন্ন কোন ভুয়া কোম্পানি যাদের কাজ নাই সেইসব কোম্পানি কোনরকম ভিসার অনুমতি পাবে না এবং কোন কোম্পানি কলিং ভিসায় লোক এনে অন্য জায়গায় খাটাবে হাতে পাসপোর্ট দিয়ে দিবে, ফ্রি ভিসা এই সিস্টেমও থাকবে না।
মালয়েশিয়ার সবচেয়ে বেশি প্রতারণা হয় নির্মাণ সাইটের ভিসা নিয়ে। এজন্য এবারের কলিং এ নির্মাণ সাইটের ভিসার কোন অনুমতি নাই। শুধুমাত্র সরকারি পজেটে যারা লোক খাটাবে তাদের জন্য সীমিত সংখ্যক লোকের অনুমতি দিবে মালয়েশিয়া সরকার।
বর্তমান কলিং ভিসাতে শুধুমাত্র মালয়েশিয়ার যে কোম্পানিগুলোর লোক অতি জরুরি প্রয়োজন তারাই শুধু অনুমতি পাবে। তারা অনুমতি পাওয়ার পর মালয়েশিয়ার গভমেন্টের অনুমতি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার সরকারের থেকে অনুমতি নিতে হবে। এরপরে তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সহ মালয়েশিয়ার সোর্স কান্ট্রি থেকে তাদের লোক আনতে পারবে বাংলাদেশের ১০০ এর বেশি বিভিন্ন এজেন্সি আছে যাদেরকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে তাদের মাধ্যমে প্রসেস করে আসতে পারবে।
সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখানে অনেক কম থাকবে। অনুমতি এজেন্সি তারা নির্দিষ্ট কাজগুলো করবে যেমন মেডিকেল ম্যানপাওয়ার এবং কর্মীর বিমান টিকেট এই কাজগুলো করতে তারা যে টাকা নিবে সেটা এবং মালয়েশিয়ার মালিকের কত টাকা বা তার শ্রমিককে ফ্রি আনে কিনা সেটার উপরে মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসার রেট নির্ণয় হবে।
পরিশেষে বলতে পারি মালয়েশিয়া গভমেন্ট বর্তমানে যে সিস্টেম করেছে সে সিস্টেমে একজন শ্রমিক মালয়েশিয়া আসার পরে কাজ ছাড়া থাকবে না এবং এবারের কলিং স্বচ্ছ হবে এবং প্রতারণা অনেক কম হবে।

বর্তমান কলিং ভিসায় মালয়েশিয়াতে সর্বমোট ২ লক্ষ লোক আসতে পারবে এর ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী আসবে। বাংলাদেশী প্রবাসী আসলে আমরা তাদের সাধুরবাদ জানাই। মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ আছে যদি ভাল কোম্পানি পড়ে। যার রিজিক যেখানে আছে সে সেখানে কাজ করবে এই জন্য কোন হিংসা নাই শুধু মালয়েশিয়াতে বাংলাদেশী শ্রমিক কাজ করে না পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়া কাজ করে।

মালয়েশিয়ার কোন কোন কোম্পানি কলিং ভিসার অনুমতি পাবে এবং কারা লোক আনতে পারবে কোথায় যোগাযোগ করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।

লিখেছেন : জলিল আহমেদ, মালয়েশিয়া প্রবাসী

কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার। আবেদন করা যাবে  ডিসেম্বর ২০২৫ সন পর্যন্ত।মোট ১৩ টি খাতে লোক আনবে মালয়েশি...
20/08/2025

কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার।
আবেদন করা যাবে ডিসেম্বর ২০২৫ সন পর্যন্ত।
মোট ১৩ টি খাতে লোক আনবে মালয়েশিয়া
খাত ও উপ-খাতের তালিকা:

1. Agriculture, Plantation & Mining (কৃষি, প্ল্যান্টেশন ও খনন শাখা)

উপ-খাত: রাবার (rubber), পাম তেল (palm oil), মৎস্য (fisheries), কোয়ারি (quarrying)

2. Services (সার্ভিস খাত)

উপ-খাত: wholesale ও retail trade, warehousing, security services, scrap metal, restaurants, laundries, cargo handling, building cleaning

3. Manufacturing and Construction

নির্মাণ (construction): কেবল সরকার-নেতৃত্বাধীন প্রকল্পগুলোর জন্য

উৎপাদন (manufacturing): শুধুমাত্র Malaysia Investment Development Authority (MIDA)-এর অনুমোদিত নতুন বিনিয়োগকারী কোম্পানিগুলোর জন্য।

01/08/2025
মালয়েশিয়ায় কারা প্রবাসী হওয়া উচিত? আর কাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য ...
15/07/2025

মালয়েশিয়ায় কারা প্রবাসী হওয়া উচিত? আর কাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য করুন।
১*মালয়েশিয়াতে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। মালয়েশিয়াতে আসার পরে একজন নতুন প্রবাসী যে সিচুয়েশন গুলোর সামনে পড়বে। সেই সিচুয়েশন গুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। যদি মাথা ঠান্ডা না রাখেন। তাহলে আপনি পথ হারিয়ে ফেলবেন। মাথায় কাজ করবে না এবং নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই যে কোন খারাপ সিচুয়েশন আসুক। যত খারাপ পরিস্থিতি আসুক। ঠান্ডা মাথায় সবর করুন। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় এটা বিশ্বাস রাখুন।
২* মালয়েশিয়াতে অনেকেরই কাজে মন বসে না এবং কাজ মনের মত হয় না। এক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই কাজকে ভালবাসুন এবং যেকোনো এক জায়গায় লেগে থাকুন। যেকোনো কাজ শিখার চেষ্টা করুন। প্রথম প্রথম কষ্ট লাগবে। যদি মনটাকে বসিয়ে নিতে পারেন তাহলে কষ্ট অনেক সহজ হয়ে যাবে এবং যদি কাজ শিখার মন মানসিকতা থাকে তাহলে আপনার আরো স্পিডে কাজ করতে মন চাইবে এবং আপনার সামনে পরিস্থিতি বদলাবে। এজন্য কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।
৩* মালয়েশিয়াতে আপনি পদে পদে চিটার বাটপারের সাথে দেখা হবে। এজন্য আপনার সবচেয়ে বড় বিষয় মানুষ চিনতে হবে এবং যার অধীনস্থ কাজ করবেন সেই মানুষ কেউ বুঝতে হবে। যদি দেখেন কোথাও টাকা মাইর যায় তাহলে সেখানে লেগে থাকবেন না। যত দ্রুত সম্ভব সেখান থেকে কেটে পড়বেন। ভালো বস হলে এবং শেখার কিছু থাকলে এবং যদি মনে করেন এখানে থেকে সামনে আপনি ভালো কিছু করতে পারবেন ।তাহলে সেখানে দুই টাকা বেতন কম হলেও লেগে থাকবেন।
৪*মালয়েশিয়াতে সব সময় বৈধভাবে থাকার চেষ্টা করুন এবং অবৈধ হলে নিরাপদ জায়গায় কাজ করার চেষ্টা করুন এবং সামনে বৈধতা এজন্য নিজের ডকুমেন্টগুলো সবসময় স্ট্যান্ড বাই রাখুন।
৫* মালয়েশিয়াতে দুই একজন এমন মানুষ রাখুন। যেন আপনার বিপদে এগিয়ে আসে। তাদের সাথে সুসম্পর্ক রাখুন। নিজের ফ্যামিলির নাম্বার এবং যেকোনো প্রয়োজনে যদি আপনাকে খুঁজে না পায়। তাহলে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে এবং আপনার বিপদ হলেও আপনি তাদেরকে আপনার এই পরিস্থিতির বিষয়ে অবগত করবেন সবার আগে।
৬*মালয়েশিয়া মন চায় জিন্দিগির একটা দেশ। এখানে টাকা হলে আপনি সবকিছু পাবেন। তাই নিজেকে নিজের ধর্ম অনুযায়ী সংযুক্ত রাখুন এবং টাকা সেভিংস করুন এখানে কাজ করুন দেশে গিয়ে রাজ করতে পারবেন এবং নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানোর চেষ্টা করুন। প্রথম থেকে টাকা জমানো একটা নেশা যদি প্রথম থেকে শুরু করেন। দেখবেন কয়েক বছর পরে ভালো একটা এমাউন্ট আপনার কাছে আছে। দেখবেন অনেক পুরনো প্রবাসী ভালো টাকা কামায় কিন্তু এদের পুঁজিফাটা নাই। তাদেরকে ফলো করবেন না। আপনার জীবন আপনার মত সাজান এবং নিজেকে নিজের সংকল্প অভ্যাসের দাসে পরিণত করুন।
৭*মালয়েশিয়া প্রবাসীদের একটা দোষ একজন অন্যজনকে খোঁচা মারে। কবে দেশে যাইবা এটা সেটা। কারো কথায় এবং আবেগের বসে একবারে দেশে যাবেন না ভিসা ক্যানসেল করে। যদি বৈধ প্রবাসী দেশে যাওয়া লাগে তাহলে ছুটিতে যান আবার ঢুকতে পারবেন। অবৈধ এবং একবারে দেশে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করুন। আপনার দেশে যথেষ্ট পুঁজিপাটা আছে কিনা। যদি যথেষ্ট টাকা থাকে তাহলে দেশে যাবেন কোন সমস্যা নাই কিন্তু যদি কিছুই না থাকে তাহলে আবেগের বসে গেলে আপনি পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ঢুকার জন্য পা.গল হয়ে থাকবেন। তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। নিজের জীবন নিজের মত সাজাও। পকেটের না থাকিলে মাল জীবনে থাকে না তাল।
৮*মালয়েশিয়াতে বৈধভাবে অবৈধভাবে প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশী আসতেছে। কেউ এখানে টিকতেছে কেউ আবার তাদের ভবিষ্যৎ অন্ধকার করে। পরিবারকে ঋণের সাগরে ভাসিয়ে নিজ দেশে ফিরতেছে। তাই আপনি যদি এখানে টিকে থাকতে চান? তাহলে আপনাকে কঠিন হৃদয়ের মানুষ হতে হবে এবং যেকোনো পরিস্থিতি মাথা ঠান্ডা করে কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।সবার প্রবাস জীবন সুন্দর হোক
এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।

লিখেছেন: জলিল আহমেদ ভাই 🖤🤗

👉তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।👉তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।👉তাকে একরোখা বলেছ,... একটি গ...
18/06/2025

👉তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।

👉তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।
👉তাকে একরোখা বলেছ,... একটি গোঁয়ার তৈরি করে ফেলেছ তুমি।
👉যদি বলো─ "কিছুই মনে রাখতে পারো না তুমি!"... পরদিন থেকে স্কুলের পড়া মনে থাকবে না তার, এবং প্রায়ই কিছু-না-কিছু হারিয়ে ফেলবে।
👉তাকে "বেয়াদব" বললে,... তুমি কল্পনাও করতে পারবে না আগামীকাল কী প্রচণ্ড মাত্রার বেয়াদবি করবে সে তোমার সাথে, বন্ধুদের সাথে, এমনকি স্কুলেও!
👉তাকে যদি "লক্ষ্মী" বলো,... দেখবে─ যে-সহপাঠীটির সাথে কেউ খেলছে না, তাকে তোমার সন্তানটি ডেকে নিয়ে একসাথে খেলছে; দেখবে─ টিচারকে হেল্প করছে সে গড়িয়ে পড়ে যাওয়া মার্কার-পেনটি তুলে দিয়ে; দেখবে─ কান্নারত একটি শিশুকে আদর করছে সে।

💪বলো─ "তুমি বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে 'পারবে'",... 💪"তুমি ডাক্তার হতে 'পারবে'",... "গায়িকা হতে
💪পারবে' তুমি",... "তুমি বড়ো হয়ে পেইন্টার হতে 'পারবে'";... পরমুহূর্ত থেকেই তোমার সন্তান আপ্রাণ প্রচেষ্টায় থাকবে অমন হয়ে উঠতে।

🤝গুরুত্ব দিলে, শিশু নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে।
অবহেলা করলে, সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে।

🙌শিশুকে, তার ক্ষমতা চিনিয়ে দিতে হয়;
তবেই সে হয়ে ওঠে যোগ্য মানুষ, নিজের মধ্যকার ক্ষমতা চিনে নিয়ে।

❤️অতএব, তোমার শিশুসন্তানকে বলো─ "তুমি এই জগতের সুন্দরতম মানুষ।"
তোমার সন্তানটি হয়ে উঠবে তোমার জীবনের সুন্দরতম উদাহরণ।

সে তা-ই হবে, যা সে মনেপ্রাণে বিশ্বাস করে।

Salah Uddin Ahmed Jewel অনুদিত─
সৌজন্যে─ লিভিং ফুল
#আলহামদুলিল্লাহ

11/06/2025
🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
24/05/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

21/12/2024

Address

NO 37-M, Complex Damai, Jalan Datuk Haji Eusoff, Titiwangsa Sentral
Kuala Lumpur
50400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Grand Intertraders Sdn. Bhd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Grand Intertraders Sdn. Bhd.:

Share