16/07/2025
হাসিনার আমলে আমরা এই ধরনের অনেক গঙ্গী নাটক দেখেছি। অনেক মায়ের বুক খালি হয়েছে এর কারণে। ইন্টেরিমের আমলে আবারও সেটার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমাদের র*ক*তের ওপরে যে সরকার এসেছে, তারা এখন আমাদের বুকেই ছু*রি চালানোর চেষ্টা করছে।
যেসব বিদেশ-ফেরত লোকদের সাথে জড়িয়ে আমার নাম উল্লেখ করা হয়েছে, আমি তাদের কাউকেই চিনি না। তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। এই ধরনের কাল্পনিক মামলা আসলে বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। মূলত শারীয়ার কথা বলার কারণেই এই ধরনের অহেতুক ট্যাগ দেওয়া হচ্ছে আমার নামে। তাই এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই ধরনের কাজ করেছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত করেন, সেই দুআও করছি।
হাজার হাজার আওয়ামী অপরাধী ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে। দিনে দুপুরে ডাকাতি ও ছিনতাই হচ্ছে, মানুষ খু*ন হচ্ছে, কিন্তু এসব বন্ধের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন তৎপর দেখা যাচ্ছে না। উলটো হাসিনার সেই পুরাতন গঙ্গী নাটকের মাধ্যমে বিদেশী প্রভুদেরকে সন্তুষ্ট করার খেলা শুরু হচ্ছে। আবারও ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার ঘৃণ্য প্রচেষ্টা চলছে। আশা করছি, এই ধরনের নাটক পাবলিক এখন আর খাবে না।
হাসিনা চলে যাওয়ার পরও আবার যদি সেই গঙ্গী গঙ্গী খেলা শুরু হয়, তবে এটা আসলেই দুঃখজনক। মনে রাখবেন, আজ যদি এই ধরনের নাটকের বিরুদ্ধে আপনারা কথা না বলেন, তবে কাল হয়তো আপনার পালা। কাল আপনাকেও এই ধরনের ট্যাগ দিয়ে না-মানুষের তালিকায় নাম উঠিয়ে দেওয়া হবে।
- Jakaria Masud