Nazmul Hasan

Nazmul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazmul Hasan, Sirajganj.

ভালো থেকো তৌকির🫡😭
23/07/2025

ভালো থেকো তৌকির🫡😭

22/07/2025

জুলাই ২০২৪, পানি লাগবে পানি 😅
জুলাই ২০২৫, রক্ত লাগবে রক্ত 🤕

আমরা মানুষ হবো কবে?
22/07/2025

আমরা মানুষ হবো কবে?

🕊️ আমাদের ছোট ছোট ফুলগুলো চলে গেছে অকালেই...তাদের জন্য আমরা আর কিছু করতে পারি আর নাহ পারি, এই এই দোয়াগুলো পড়তে পারি 🙏🏻...
22/07/2025

🕊️ আমাদের ছোট ছোট ফুলগুলো চলে গেছে অকালেই...
তাদের জন্য আমরা আর কিছু করতে পারি আর নাহ পারি, এই এই দোয়াগুলো পড়তে পারি 🙏🏻

“আল্লাহুম্মা আজিরহুম মিন আযাবিল কবর, ওয়া আনওির লাহুম ফিহি কবরাহুম, ওয়া তুব ‘আলাইহিম বিররাহমাহ।”

বাংলা অর্থ:
হে আল্লাহ! তাদের কবরের শাস্তি থেকে রক্ষা করো, তাদের কবর আলোকিত করো এবং তোমার রহমতে তাদের উপর করুণা বর্ষণ করো।

“আল্লাহুম্মাগফির লাহুম ওয়ারহামহুম, ওয়া ‘আফিহিম ওয়া‘ আফু আনহুম।”

বাংলা অর্থ:
হে আল্লাহ! তাদের ক্ষমা করো, দয়া করো, শান্তি দাও এবং তাদেরকে ক্ষমা করে দাও।

🤲 আল্লাহ তুমি শিশুদের শহীদ হিসেবে কবুল করো, তাদের বাবা-মাকে ধৈর্য দাও।

#ইন্নালিল্লাহি #বাংলাদেশ #দোয়া

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

22/07/2025

July মাস গুলো এমন হচ্ছে কেন🙂

22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা।

১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি'হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

পূর্ণ সমর্থন রইলো। এগুলো সঠিক ও গুরুত্বপূর্ণ দাবি, বাস্তবায়ন করা জরুরী

মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা!
26/03/2025

মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা!

আর্জেন্টিনা 4️⃣➖️1️⃣ ব্রাজিল
26/03/2025

আর্জেন্টিনা 4️⃣➖️1️⃣ ব্রাজিল

অনেক অনেক দোয়া আপনার জন্য রইলো তামিম ইকবাল, দ্রুত সুস্থতা কামনা করি 🤲🤲।
24/03/2025

অনেক অনেক দোয়া আপনার জন্য রইলো তামিম ইকবাল, দ্রুত সুস্থতা কামনা করি 🤲🤲।

19/03/2025

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share