কলকাতা মেইল 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐌𝐚𝐢𝐥

  • Home
  • কলকাতা মেইল 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐌𝐚𝐢𝐥

কলকাতা মেইল 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐌𝐚𝐢𝐥 A classified and news website

17/09/2025
ফারহা জামিয়া বাড়ি রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমুল অঞ্চলের খোদারামপুরে।  মাত্র ১বছর ৮ মাস বয়সে INDIAN BOOK OF RECOR...
16/10/2022

ফারহা জামিয়া বাড়ি রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমুল অঞ্চলের খোদারামপুরে। মাত্র ১বছর ৮ মাস বয়সে INDIAN BOOK OF RECORDS এ আবৃত্তি বিভাগে পুরস্কিত হয়েছে। এই সামান্য বয়সে ১০০+ ছড়া মুখস্থ বলতে পারে। বাংলা,ইংরেজী,হিন্দি ও আরবী ৪টি ভাষার সমস্ত বর্ন লিখতে,পড়তে পারে।

14/10/2022

আমরা আজকে সকালে সাগরদিঘী PDCL কর্মীর মর্মান্তিক পথ দুর্ঘটনার ছবি দেখিয়ে ছিলাম। ডাম্পার লরির তলায় চাপা পড়ে মৃত্যু সেই ভিডিও সি সি টিভির ফুটেজে ধরা পড়লো দেখুন কিভাবে দুর্ঘটনা হয়েছিল।

10/10/2022

বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত জঙ্গীপুরের ছেলে রমি সেখ। রক্তদান শিবির, এমারজেন্সী ব্লাড সার্ভিস, খাদ্য বিতরণ, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ড্রিমলাইফ ফাউন্ডেশন ট্রাস্টের কর্নধার রমি সেখের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হওয়ার খুশি এলাকাবাসী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীসংগঠন। নদিয়া জেলা, ধুলিয়ান, মালদা, লালগোলা, বীরভূম, কলকাতা থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

21/09/2022

২৩ বছরে পদার্পণ করলো জীবন সাহারা পত্রিকা। সেই উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করেন জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসিদুল সেখ ও সহ সম্পাদক সফিউল ইসলাম মহাশয়। এদিন এলাকার সাংবাদিক সহ সমাজসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন স্বর্গীয় জীবন সাহারা পত্রিকার প্রতিষ্ঠাতা কেতাবুল সেখ মহাশয়কে স্মরণ করে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক লেখক এস এম নেজামুদ্দিন, শিক্ষক অরুণ রায়, শিক্ষক মনিরুজ্জামান, জঙ্গীপুর পৌরসভার কাউন্সিলর ফিরোজ সেখ, বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম, সাংবাদিক বৈরাগী রবীন্দ্রনাথ হালদার, কবি তোহা সেখ প্রমুখ।

হাসির জাদুকরের জীবনাবসান, প্রয়াত রাজু শ্রীবাস্তব।
21/09/2022

হাসির জাদুকরের জীবনাবসান, প্রয়াত রাজু শ্রীবাস্তব।

একটি নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, নাম- মতি খান বাড়ি- জঙ্গিপুর, বড় বাগান গত 14/ 9/ 2022 তারিখে উড়িষ্যা ঝাড়সুগড়া থেকে ...
16/09/2022

একটি নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ,
নাম- মতি খান
বাড়ি- জঙ্গিপুর, বড় বাগান
গত 14/ 9/ 2022 তারিখে উড়িষ্যা ঝাড়সুগড়া থেকে আসানসোল আসার জন্য রওনা দেয় তারপর থেকে আর উনার কোন খোঁজ নেই মোবাইলও সুইচ অফ হয়ে আছে তার যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা খোঁজ পান তবে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে জানাবেন। দয়া করে সাহায্য করবেন শেয়ার করে। যেন তার পরিবারের কাছে ফিরে আসতে পারে ধন্যবাদ।
7001383881

আপনার মতামত
15/09/2022

আপনার মতামত

কলকাতা: গরুপাচার মামলায় তৎপর সিআইডি। ব্যবসায়ী এনামুলের ভাইপো জাহাঙ্গির আলমের কলকাতার অফিসে আজ তল্লাশির সম্ভাবনা। 'জেএইচএ...
15/09/2022

কলকাতা: গরুপাচার মামলায় তৎপর সিআইডি। ব্যবসায়ী এনামুলের ভাইপো জাহাঙ্গির আলমের কলকাতার অফিসে আজ তল্লাশির সম্ভাবনা। 'জেএইচএম' গ্রুপের প্রধান কার্যালয়, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এনামুলের ভাইপো জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির এবং মেহেদী হাসানের বেন্টিং স্ট্রিটের অফিসে সিআইডি গোয়েন্দাদের অভিযান। ৪০৫ এবং ৪০১ দুটি অফিস সিল করে দেওয়া হয়েছে। আজ আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশির সম্ভাবনা রয়েছে। নজরে রয়েছে ঘনিষ্ঠ ও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও।

14/09/2022

বাঙালির বারো মাসে তেরো পার্বন। যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব অবশ্যই দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজো শেষ মানেই তো আর উৎসবে ইতি নয়। তারপরই যে আলোর উৎসব অর্থাৎ কালীপুজো। উৎসবপ্রেমী বাঙালি সবেতেই গা ভাসাতে তৈরি থাকে। দুর্গাপুজোর শুভারম্ভ হতে বেশ কিছুটা সময় বাকি তারই মাঝে থিমে নয়া চমক দিতে শক্তির আরাধনায় মাতলো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। আজ ঘটা করে হল কালী পুজোর খুঁটিপুজো। পুরোহিতের মন্ত্রচারণ ও ধামসা মাদলের নৃত্যের তালে তালে জমজমাট হয়ে উঠলো আজকের খুঁটিপুজো। এদিন খুটিপুজো উপলক্ষ্যে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক অশোক দেব, অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জী,বিধায়ক তাপস রায়,অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী, রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, শ্রেয়া পান্ডে, ছাত্র সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই পুজোর প্রধান উদ্যোক্তা সৌম্য বকশী। এছাড়া এদিন খুঁটিপুজো উপ9লক্ষ্যে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বকশী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী ,সুশান্ত দত্ত, পৌরমাতা ডঃ কাকলী সেন, পৌরপিতা সব্যসাচী দত্ত,প্রবন্ধ রায় সহ অন্যান্যরা। এবছর এই পুজো ৬৩তম বর্ষে পদার্পন করলো। এবছর সমগ্র ভাবনায় শিল্পী মানস দাস ও প্রতিমা রূপায়ণে ধনঞ্জয় রুদ্র পাল।

11/09/2022

সাত সকালে আশাদিপ নার্সিং হোমে রুগী মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি
গত তিন দিন আগে মনেরা বিবি(47) নামে গলবিল্ট্রারে পাথর নিয়ে ভর্তি হয় এবং ডাক্তার মনোজ ঘোষ অপারেশন করে। কিন্তু অপারেশন দিন হতেই রুগীর পেটে ব্যাথা শুরু হয় এবং এটা চলতে থাকে বলে জানাই পরিজনরা , গত কালকে রুগীর অবস্থা খারাপ হয়ে যায় অভিভাবক বার বার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পরিশেষে আজ সকাল 6টায় রুগী দুনিয়া ছেড়ে চলে যায়। পরিজনরা জানায় যে ডাক্তার দের গাফিলতিতে ও নার্সিং হোমের ব্যাবহারে রুগী মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন। তিনারা আরও বলেন সামান্য পাথরের অপারেশনে রুগী কিভাবে মৃত্যু হয়, রুগীরস্বামী জানাই আমরা প্রশাসনের দ্বারস্থ হবো, সঠিক সিদ্ধান্ত নিয়ে দোষীদের বিচার চাই এটাই আমদের দাবী।

09/09/2022

জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে সাত সকালে উদ্ধার হল এক মেধাবী ছাত্রের দেহ। ছাদে পড়েছিল জঙ্গিপুর বয়েজ স্কুলের মেধাবী ছাত্র সাইদ আফ্রিদির রক্তাক্ত দেহ। কাশিয়াড়াঙ্গায় আদি বাড়ি থাকলেও জঙ্গিপুর বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রের রঘুনাথগঞ্জের ভাড়া বাড়িতে থাকত মা ও দিদির সাথে । দিন সতেক আগে এই বাড়িটি ভাড়া নেন তাঁরা। এক সাথেই থাকতেন ওই ছাত্র, তার দিদি এবং মা । ছাত্রের দিদি জানান, সকালে ঘরে খুঁজে না পেয়ে এই দৃশ্য দেখা যায় ছাদে। খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when কলকাতা মেইল 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐌𝐚𝐢𝐥 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলকাতা মেইল 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐌𝐚𝐢𝐥:

  • Want your business to be the top-listed Media Company?

Share