গল্প কবিতা

গল্প কবিতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্প কবিতা, Publisher, Dhaka.

খাদিজা খান, আফরোজা খান ও আলিদা খানের মজার স্মৃতি, হাসি-ঠাট্টা আর ছোট ছোট গল্প-কবিতার ভাণ্ডার এই পেজ। আন্তরিক চেষ্টায় — মিষ্টি মুহূর্তগুলো ধরে রাখার ছোট্ট এক জায়গা!

সতপাত্র কবিতার  শেষ ৪ লাইন ২৪-২৮
01/06/2025

সতপাত্র কবিতার শেষ ৪ লাইন ২৪-২৮

সতপাত্র কবিতার  লাইন ২১-২৪
01/06/2025

সতপাত্র কবিতার লাইন ২১-২৪

সতপাত্র কবিতার  লাইন ১৭-২০
01/06/2025

সতপাত্র কবিতার লাইন ১৭-২০

30/05/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Khandokar Solayman

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
29/05/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

24/05/2025

টিয়া টিয়া সবুজ টিয়া ঠোঁট টি তোমার লাল আজকেতুমি যাওগো উড়ে আবার এসো কাল প্রাকপ্রাথমিকের মিষ্টি ছড়া

23/05/2025

গাছে গাছে ফোটে ফুলওড়ে মৌমাছি, মাছ খেয়ে মাছরাঙা করে নাচানাচি । আকাশেতে চিল ওড়ে দাঁড়িয়ে থাকে বক, আতাফল মিঠা এত তেঁতুল কেন টক? #মৌমাছি #গাছে #ফুল #মাছরাঙা #চিল #বক #আতাফল #তেঁতুল #টক #মিষ্টি #আকাশ

বেতাল জীবনAnwar Hossain Badolতালকাটা জীবনে খুঁজে ফিরি তালঘুরিফিরি পথে ঘাটে বেতাল বেহাল।কভু যদি দেখো তুমি তালহীন মোরেবুঝে...
22/05/2025

বেতাল জীবন
Anwar Hossain Badol

তালকাটা জীবনে খুঁজে ফিরি তাল
ঘুরিফিরি পথে ঘাটে বেতাল বেহাল।

কভু যদি দেখো তুমি তালহীন মোরে
বুঝে নিও আছি তবে নেশাতুর ঘোরে।

জীবনের নেশা নয়, মাদকেরও নয়
তোমাকে পাবার নেশা প্রতিক্ষণ হয়।

তোমার চোখেতে চেয়ে বহুদিন আগে
নিজেকে পেয়েছি খুঁজে রাগে অনুরাগে।

তুমিতো দাওনি তার বিনিময় কোন
তাইতো বেতাল থাকি শোন প্রিয় শোন।

তােমার মদিরা মোরে একবার দিও
তালেই কাটিয়ে দেব এ জীবন প্রিয়।

#কবিতা #তাল #জীবন #পাগল #মাতাল

সৎপাত্র- সুকুমার রায়
20/05/2025

সৎপাত্র- সুকুমার রায়

17/05/2025

'সান্ডা', 'কফিল' নিয়ে মাতামাতি। সান্ডা কী? গুই সাপের সাথে এর পার্থক্য কী?

২য় অংশ

বাংলাদেশি কর্মজীবীদের জীবন আর কফিল

এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র— কফিল। যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে কাজ করতে গেছেন, তারা জানেন এই শব্দটার মানে। কফিল হচ্ছে কর্মজীবী প্রবাসীদের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। যে লোকের অধীনে তারা কাজ করেন, সেই-ই তাদের কফিল। এরাই ঠিক করেন কে কোন কাজ করবেন, কখন ছুটি পাবেন, এমনকি কখন দেশে ফিরতে পারবেন কিনা।

কফিল মানেই ভয়ের কিছু না, কিন্তু তাদের চাহিদা অনেক সময় অদ্ভুত হয়। যেমন— “আজ সন্ধ্যায় আমার ছেলের জন্য সানডা রান্না করো”, “কাল লাঞ্চে সানডা বিরিয়ানি চাই”, “সানডার তেল আলাদা করে রাখো”— এসব অর্ডার দিতে কফিলরা দ্বিধা করেন না।

এখানেই আসে সেই ভাইরাল ভিডিওগুলোর গল্প।



সানডা-র ভাইরাল হওয়া

যারা সৌদিতে কাজ করেন, তারা এই সানডা ধরার মুহূর্তগুলো ভিডিও করে রাখেন। কখনো নিজের আনন্দে, কখনো কফিলের খুশি করতে, আবার কখনো ইউটিউব বা ফেসবুকে কিছু ইনকামের আশায়। একটা ভিডিওতে দেখা গেলো— এক বাংলাদেশি লোক মরুভূমিতে সানডার পিছে ছুটছেন, পিছনে বন্ধুরা হাসছে, ক্যামেরা করছে, আর বারবার বলছে, “এইটা কফিলের জন্য ধরতেছি ভাই!”

আরেকটা ভিডিওতে রান্না হচ্ছে— বিরিয়ানির পাতিলে সানডা ঢোকানো হচ্ছে। ক্যাপশনে লেখা: “সানডার বিরিয়ানি ফর কফিল ভাই – কফিলের ছেলের পছন্দ।”

শুরুতে কয়েকটা ভিডিও এলোমেলোভাবে আমাদের ফিডে দেখা গেলেও, ফেসবুকের অ্যালগরিদম একে গুরুত্ব দিতে শুরু করলো। কারণ মানুষ দেখছে, লাইক দিচ্ছে, শেয়ার করছে, হাসছে— মানে এ তো ভাইরাল কন্টেন্ট! এরপর শুরু হলো সানডার জয়যাত্রা। এখন হোমপেইজ খুললেই হয়তো দেখা যাবে— “সানডা ধরার সহজ পদ্ধতি”, “সানডা রান্নার ৫টি ভিন্ন রেসিপি”, “কফিলের জন্য আজকের সানডা”, ইত্যাদি।



রাজুদা, কফিল, আর ফেসবুক অ্যালগরিদম

অনেকের মনে আছে, একটা সময় “রাজুদা” নামের একজন হঠাৎ করেই ভাইরাল হয়েছিলেন। একের পর এক ভিডিওতে তার হাস্যরস, সরলতা, আর বাস্তব জীবনের ঘটনা মানুষকে টেনে নিয়েছিলো। ঠিক তেমনি করে, এই সানডা-কফিল কনটেন্টগুলাও বাস্তব জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে, যে মানুষ সেটাকে বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে।

ভিডিওগুলোতে মিশে আছে বিদেশের মাটি, গরমের তীব্রতা, একটা প্রাণীকে ধরার জন্য অমানুষিক কষ্ট, আর সেই কষ্টের মাঝেও হাসির ছোঁয়া— এই মিশ্র অনুভূতিই মানুষকে আকৃষ্ট করে।



ভাইরাল সংস্কৃতি ও এর প্রভাব

এই পুরো ব্যাপারটা একটা দারুণ উদাহরণ— কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে প্রান্তিক বিষয়গুলো ভাইরাল হয়ে যায়। একসময় যে সানডার নাম মানুষ জানতো না, এখন সেটা নিয়ে মিম, রিলস, এমনকি “সানডা বনাম গুইসাপ” টাইপ আলোচনা হচ্ছে।

মানুষ এখন বলে— “ভাই, কফিলের জন্য সানডা ধরিস?” মজা করে হলেও বলছে, আবার অনেকে সিরিয়াস হয়ে রেসিপিও চাচ্ছে। কিছু রন্ধনশিল্পী এমনকি এই সানডা রান্না করে ভিডিও করছেন, যদিও বাংলাদেশে এ প্রাণী পাওয়া যায় না।

#সানডা #কফিল #সরীসৃপ #গুইসাপ
#সান্ডা #কফিল #গুইসাপ #ষান্ডা #টিকটিকি

16/05/2025

এক অদ্ভুত রকম ভাইরাল সংস্কৃতি
আমরা তিনটি অংশে বিভক্ত করে পোস্ট করব

১ম অংশ

একটা সময় ছিলো, যখন ফেসবুকে ঢুকলেই চোখে পড়তো বিউটি পার্লারের ভিডিও, ফুড ব্লগারদের খাওয়ার ছবি, কিংবা কোনো নতুন ট্রেন্ডে ডুবে থাকা রিলস। কিন্তু হঠাৎ করেই, আমাদের হোমপেইজ দখল করে নিলো এক অদ্ভুত প্রানীর নাম— সানডা। কেউ চিনতো না, কেউ জানতো না, কিন্তু সবাই দেখছিলো। আর সাথে ছিলো আরেকটা অজানা শব্দ— কফিল।

প্রথমবার যখন ভিডিওটা দেখি, এক লোক মরুভূমির মাঝে দৌড়াচ্ছে, হাতে একটা লম্বাটে টুকটুকে রঙের সরীসৃপ টাইপের প্রাণী, যার চলাফেরা দেখে প্রথমেই মাথায় আসে— “গুইসাপ?” কিন্তু না, এটার একটা বিশেষ নাম আছে— সানডা।

সানডা আসলে কী?

সানডা হচ্ছে এক ধরনের মরু প্রাণী, দেখতে অনেকটা গুইসাপের মতো, তবে আদতে গুইসাপ না। সৌদি আরব, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন মরুপ্রধান দেশে এদের দেখা মেলে। এরা বালির নিচে গর্ত করে থাকে, আর শিকার করতে গেলে কষ্ট করতে হয়— দৌড়াতে হয়, খুঁড়তে হয়, আর একবার হাত ফসকে গেলে আবার শুরু করতে হয় গোড়া থেকে।

এই প্রাণীর প্রতি সৌদি জনগণের আগ্রহ অনেক পুরনো। তাদের বিশ্বাস— এই সানডা’র মাংস, বিশেষ করে এর তেল, পুরুষদের জন্য অনেক উপকারী। নানা রকম লোককথা, কুসংস্কার আর বিশ্বাস মিশে গিয়ে একে বানিয়েছে দারুণ ‘রোমান্টিসাইজড’ এক খাদ্য। যদিও এখন পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি মেলেনি, তবুও মানুষের বিশ্বাসকে কে আর থামায়?

আপনাদের আরো কোন কিছু জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন

#সানডা #কফিল #সরীসৃপ #গুইসাপ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category