Towards Eternity - বাংলা

Towards Eternity - বাংলা ▪️Celebrity Interviews

▪️Street Interviews

▪️Islamic Speeches

▪️Funny Stuff for Young Guys

▪️Questions & Answers

▪️Short Films

আমাদের উদ্দেশ্য হল আলোর পথে সবাইকে একত্রিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। Towards Eternity - বাংলা আপনার জীবন চলার পথে সহায়ক হলে প্রিয়জদের মাঝে ছড়িয়ে দিন। গন্তব্য অনন্তকালের দিকে ❤️✅

শয়তানকে দমন করতেই হবে 🤲💫
15/10/2025

শয়তানকে দমন করতেই হবে 🤲💫

15/10/2025

হানাফি VS শাফি'ই নামাজের শেষে... 😂
মজার ইসলামিক মুহূর্ত

15/10/2025
15/10/2025

যখন আমরা ভেঙ্গে পড়ি তখন কীভাবে আল্লাহর উপর ভরসা রাখবো

কুন ফায়াকুন ❤️‍🩹
15/10/2025

কুন ফায়াকুন ❤️‍🩹

“মুতাহ নেপলিয়ন” আসলে Mutah Wassin Shabazz Beale, স্টেজ নাম Napoleon — একজন আমেরিকান প্রাক্তন র‌্যাপার, motivational spea...
15/10/2025

“মুতাহ নেপলিয়ন” আসলে Mutah Wassin Shabazz Beale, স্টেজ নাম Napoleon — একজন আমেরিকান প্রাক্তন র‌্যাপার, motivational speaker ও মানুষ হিসাবে ইসলামের পথে ফিরেছেন।

নিচে তার ইসলাম গ্রহণের কারণ ও পূর্ব জীবন সংক্ষেপে দেওয়া হলো:

---

🔸 আগে কি ছিলেন

ছোটবেলা থেকেই খ্রিষ্টান পরিবারের কাছে বড় হন—তার দাদী তাকে লালন করেছেন খ্রিষ্টানভাবে।

তার মা ও বাবা মুসলিম ছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি খুব ছোট বেলায় তাদের মৃত্যুর ঘটনার কারণে ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব গড়েছিলেন।

১৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে চলে আসেন এবং Tupac Shakur-এর Outlawz গ্রুপে যুক্ত হন; র‌্যাপ ক্যারিয়ারে আসেন।

---

🔹 ইসলাম গ্রহণের কারণ

1. ইসলামে ভেদাভেদ দেখিয়ে মসজিদে অভিজ্ঞতা

একবার স্টুডিওতে মদ্যপ অবস্থায় কুড়িকড়ি ঘটেছিল, একজন মুসলিম বন্ধুকের মাধ্যমে বিরোধ মীমাংসা হয়। এরপর তাকে মসজিদে আসার আমন্ত্রণ দেওয়া হয়।

মসজিদে গিয়ে দেখেন, বিভিন্ন জাতি ও পটভূমি মানুষ একসাথে নামাজ করছে, “ভাই বলছে ভাইকে” — এটি তার হৃদয় ছুঁয়ে যায়।

2. মূলে পরিচিত প্রবাদ-পূর্ব নবীদের নাম পরিচিতি

কুরআনে যখন তিনি প্রবাদ ও রাসুলদের নাম দেখেন, অনেক নাম পরিচিত ছিল—যেমন ইব্রাহিম, যাকুব—এতে তার মনে হয়, “এটা নিশ্চয় ঈশ্বরের ভারকৃত গ্রন্থ।”

3. আধ্যাত্মিক খুঁজ

তিনি বলেন—তার আগের জীবন ছিল বিভ্রান্তি ও অন্ধকারে ভরা। ইসলাম গ্রহণের পর সবকিছু পরিষ্কার হয়—সত্য ও মিথ্যার পার্থক্য, কর্মের মূল্য, এবং আল্লাহর একত্ববাদ।

তিনি হজ করেন, যা তার জীবনে এক গভীর আত্মপ্রবেশের অভিজ্ঞতা হয়।

🌙 ইসলামের পথে আসার মোড় ঘোরানো মুহূর্ত:
এক মুসলিম বন্ধুর মাধ্যমে প্রথমবার মসজিদে যান।
সেখানে দেখেন—বিভিন্ন জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছে। কেউ কাউকে ছোট করছে না। সবাই এক আল্লাহর বান্দা।

📖 তার বক্তব্য:

> “ইসলামই একমাত্র ধর্ম যেখানে আমি ভাইচারা, শৃঙ্খলা ও সত্যিকারের শান্তি দেখেছি। আগে যা অন্ধকার মনে হতো, ইসলাম সেই অন্ধকারে আলো জ্বেলেছে।”

🕋 ইসলাম গ্রহণের পর:
👉 র‍্যাপ ছেড়ে দেন।
👉 হজ পালন করেন।
👉 দাওয়াতি কাজে যুক্ত হন, ইসলামিক বক্তা হিসেবে সারা বিশ্বে পরিচিতি পান।

📌 “আমি খ্যাতিতে কিছু পাইনি, কিন্তু ইসলামে পেয়েছি শান্তি।” — Mutah Beale (Napoleon)

15/10/2025

ভিডিওটা পাঠিয়ে দিন এমন কোন বন্ধুকে যার এটা প্রয়োজন

15/10/2025

প্রশ্ন:ইসলাম কি তরবারির মাধ্যমে কায়েম হয়েছিল?

👉 উত্তর:
না, এই কথা ইতিহাসগতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর। কারণ—

1. 🟢 জনসংখ্যার তথ্য প্রমাণ:
ভারতবর্ষে মুসলিম শাসন ছিল প্রায় ৬৫০ বছর। কিন্তু তবুও হিন্দুরা থেকে গিয়েছিল ৭৫%–৮০%।
➡️ যদি ইসলাম “জোর করে” ছড়ানো হতো, তাহলে এই শতকরা হারে হিন্দু জনসংখ্যা টিকে থাকা সম্ভব হতো না।

2. 🟢 কুরআনের নির্দেশ:

> “ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই।”
— সূরা আল-বাকারা ২:২৫৬

এই আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলাম কাউকে জোর করে মুসলিম বানাতে দেয় না।

3. 🟢 মুসলিম শাসনের ধরন:
মুসলিম শাসকরা অনেক হিন্দু রাজাকে প্রশাসনে রেখেছিল, এমনকি কর সংগ্রাহক, সেনা ও উপদেষ্টা হিসেবেও। ধর্ম পালনে কারো ওপর জুলুম চালানো হয়নি — ইতিহাসে অসংখ্য প্রমাণ আছে।

4. 🟢 ইসলামের প্রসার হয়েছে মূলত:

দাওয়াত ও আকীদার মাধ্যমে ☝️

সুফিদের মাধ্যমে 🌿

ন্যায়বিচার ও সহনশীল শাসনের মাধ্যমে ⚖️

📚 উল্লেখযোগ্য রেফারেন্স:

“The Rise of Islam and the Bengal Frontier” — Richard Eaton

“A History of Muslim Rule in India” — M. Habib & K.A. Nizami

👉 তাই “ইসলাম তরবারির মাধ্যমে কায়েম হয়েছে” — এই কথা শত্রুদের বানানো প্রোপাগান্ডা, বাস্তব সত্য নয়।

“এই মাটিতে যে শ'হীদ হলো, তার র'ক্ত'ই একদিন হবে ফি'লি'স্তিনের স্বাধীনতার সাক্ষী।”
15/10/2025

“এই মাটিতে যে শ'হীদ হলো, তার র'ক্ত'ই একদিন হবে ফি'লি'স্তিনের স্বাধীনতার সাক্ষী।”

মানুষের দরজায় যত চেয়েছো,একবার তাহাজ্জুদের রাতে আল্লাহর দরজায় চেয়ে দেখো — জীবন বদলে যাবে, ইনশাআল্লাহ 🤲🤍
14/10/2025

মানুষের দরজায় যত চেয়েছো,
একবার তাহাজ্জুদের রাতে আল্লাহর দরজায় চেয়ে দেখো — জীবন বদলে যাবে, ইনশাআল্লাহ 🤲🤍

চোখের উপর নিয়ন্ত্রণ হারানো মানে আল্লাহর সন্তুষ্টি হারানো।
14/10/2025

চোখের উপর নিয়ন্ত্রণ হারানো মানে আল্লাহর সন্তুষ্টি হারানো।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Towards Eternity - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share